| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরল হৃদয়
জনশূন্য হৃদয়ের আর কী-ই বা কথা থাকতে পারে! তাই তো আমার হৃদয় আজো নিরল।
>
বর্ষার ঘন কালো আকাশ দেখে বলেছিলে
যেদিন আকাশে সাদা মেঘের ভেলা ভাসবে
সেদিন তোমার কাছে আসবো।
বর্ষা শেষে শরতের আকাশ দেখে বলেছিলে
যেদিন দিক থেকে দিগন্ত কুয়াশায় ছেয়ে থাকবে
সেদিন কুয়াশার চাদরে ঘিরে রাখার মত তোমায় বুকে জড়িয়ে রাখবো।
শরৎ গেলো
গেলো হেমন্তও।
শীত কালে এসে যখন বললে
বসন্তে ঝলমলে প্রকৃতিতে এসে তোমাকে বরণ করব।
তখন তোমাকে বলতে মন চাইছে
সত্যিই আমি শীতে জীর্ণ শীর্ণ হয়ে গেছি।
তোমার প্রতিক্ষায় থাকতে থাকতে হতাশার কুয়াশায় আমাকে ছেঁয়ে গেছে।
আমি আর পারছিনা এ কুয়াশাচ্ছন্ন পথে একা চলতে।
তুমি এসে রাঙিয়ে দাও জীবন।
সত্যিই পারছিনা! আর পারছিনা তোমাকে ছাড়া কুয়াশাচ্ছন্ন পথে চলতে।
তুমি বসন্তে আসতে চাও, বসন্তেই আসো।
তবুও আসো। আর নিরাশ করোনা।
বিশাদ মনে বসন্তের মাঝে দাঁড়িয়ে
জানতে পারলাম
বসন্ত ঠিক-ই এসেছে।
কিন্তু তুমি আসোনি,
উপেক্ষার অপেক্ষাও শেষ হয় নি!!!
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
নিরল হৃদয় বলেছেন: ধন্যবাদ ![]()
২|
২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন।
২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬
নিরল হৃদয় বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিষাদ।
ভালো লেগেছে।
+