| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরল হৃদয়
জনশূন্য হৃদয়ের আর কী-ই বা কথা থাকতে পারে! তাই তো আমার হৃদয় আজো নিরল।

অস্তগামীতা
দূরেই যদি থাকবে তবে দূরেই থাকো না!
কাছে এসে বাড়িয়ে লাভ কী বলো; যাতনা।
খসে যাওয়া তারার মত হারিয়েছো কৃঞ্চ গহ্ববরে,
অপেক্ষা করে লাভ কী বল কালের অতলে!
আঁধারেই যদি থাকবে তবে আঁধারেই থাকো না,
আলো হয়ে আলোকিত করে লাভ কী বলো; বেদনা!
ঝরে পড়া শিউলীর রেখে যাওয়া সুবাসের মত,
তোমার সুখ স্মৃতি করেছে হৃদয়ে ক্ষত।
হঠাৎ দেখা স্বপ্নের মত ভেঙ্গে যাওয়া আশা,
দিবা স্বপ্ন দেখে লাভ কী বলো!
অন্তরে যে কষ্টের বাসা।
কষ্টগুলো আজ বেপরয়া
মানতে নারাজ বাস্তবতা,
হঠাৎ দেখবে আমায় গ্রাস করেছে
অস্তগামীতা…
২২/৩/২০১৬, রাজশাহী।
©somewhere in net ltd.