নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ পানে চেয়ে থাকা আপলক দৃষ্টি যবে ঝরে বৃষ্টি মন হয় উদাস দেখি সব অপরূপ সৃষ্টি

নিরল হৃদয়

জনশূন্য হৃদয়ের আর কী-ই বা কথা থাকতে পারে! তাই তো আমার হৃদয় আজো নিরল।

নিরল হৃদয় › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যা এবং কিছু চুলকানি

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৮



মাঝে মাঝে চরম অবাক লাগে, আমরা বাঙালি বলে! আবার মাঝে মাঝে বেশ ভালোলাগা কাজ করে এবং বুক ফুলিয়ে গর্বে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমরা বাঙালি। কিন্তু আজ হতাশা নিয়ে চিৎকার করেও যেন কেউ কারো কথা শুনছে না।

যাইহোক মূল বিষয়ে আসা যাক। তনু হত্যার সপ্তাহ ছুঁবো ছুঁবো কিন্তু অপরাধিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। জানিনা আদৌ বিচার হবে কী না। চারিদিকে সবাই সোচ্চার বিচারের দাবিতে কিন্তু আমরা যে বাঙালি! অল্পতেই সব ভুলে যায়। আমরা হরিণের মৃত্যুর চেয়ে বাঘের মৃত্যুতে বেশি কষ্ট পাই।

একটা চাওয়াটাকে পাওয়ার মত না করেই আরেকটা চাওয়া নিয়ে সোচ্চার হয়ে পড়ি। তাতে কোনোটাতেই আমরা ঠিকমত সাফল্যের মুখ দেখতে পাইনা। এবং কালের অতলে হারিয়ে যায় তনুরা।

কোথায় যাচ্ছি আমরা! ভাবতেই চোখে জল চলে আসে। তনু হত্যার পর লেখালেখি করার কোনোই আগ্রহ খুঁজে পাচ্ছিলাম না। কী লিখব, লিখেই বা কী হবে? এতকিছুর পর যখন কাল বিকেল থেকে ফেবুর হোম পেজে আসা শুরু করল "আজ গরিব বলে" "যদি বড়লোক হতাম" নামক কিছু চুলকানি মার্কা ইভেন্টের পোস্ট তখন আর পারিনি চুপ বসে থাকতে। সত্যি বলছি ঐ সব দেখার পর থেকেই মনের মধ্যে চির ধরা শুরু করে যে, হয়ত এটা নিছক কোনো ইভেন্ট না।

যদিও ইভেন্টের সন্মধ্যে তনুর বিচার চাওয়ার বার্তা আছে কিন্তু কোন বান্দাকেও দেখলাম না যে তনুর বিচার চেয়ে পোস্ট করেছে। শুধু সেগুলোই চোখে পড়ল, গরিব বলে অমুক হয়নি, তমুক পাইনি ব্লা ব্লা ব্লা ব্লা.।।।

ইভেন্টের শেষ কথাটি ছিল এমন-
"আসুন আমাদের বোন তনু হত্যার বিচার এর জন্য সোচ্চার হই।।
এই ব্যাপারটি যেন হাইড না হয়ে যায়।"

অথচ কী মজাটাই না করছে সকলে।

প্লিজ সকলের কাছে হাত জোড় করে বলছি বন্ধ করুন এমন চুলকানি। আজ অন্যের দুঃখের দিনে আপনি এমন করছেন কিন্তু আল্লাহ না করুক আপনার পরিচিতজনের সাথে যদি এমন কিছু ঘটে তখন অন্যরাও সেদিন আপনার মত চুলকাবে। তাই সময় থাকতেই সোচ্চার হন নিজ নিজ জায়গা থেকে। একটি সঠিক বিচারই পারে এমন ন্যাক্কার জনক ঘটণার অবসান ঘটাতে।

সবাই যদি গরিব বলে- এটা পাইনি, সেটা পাইনি না বলে তনুর জন্য সোচ্চার হন তবে অনেক বেশি উপকার হবে আমার আপনার সকলের। নিজের পরিবারের কথা ভেবে হলেও তনুদের জন্য চিৎকার করা সকলের নৈতিক দায়িত্ব।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

অভ্রনীল হৃদয় বলেছেন: আমি নিজেও এসব ইভেন্টের বিরোধীতা করেছি। তবে মূল কথা হল যারা তনুর সাথে ছিল। যতো কিছুই হোক তারা থাকবেই। আর অনলাইনে পোস্টের উপর সব কিছু ভিত্তি করে না। আমি অনেক জনকে অনলাইনে কতো কথা বলতে দেখছি তনুকে নিয়ে। কিন্তু মানববন্ধনে তাদেরকে পাইনি!

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

নিরল হৃদয় বলেছেন: ভালো বলেছেন। কিন্তু তারপরেও বর্তমান প্রেক্ষাপটে যে কোনো দাবি আদায়ে অনলাইন পোস্টের বেশ গুরুত্ব আছে এটা মানতেই হবে। হয়তো সকল ক্ষেত্রে আমরা সফল না কিন্তু সফল হতে পারিনি বলে চুপ বসে থেকে তো আর সমস্যার সমাধান হবে না ।
ধন্যবাদ।

২| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

বৃতি বলেছেন: সহমত।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

নিরল হৃদয় বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

আমিই মিসির আলী বলেছেন: তনু তনু করতে শ্যাষ!
কিন্তু এরই মাঝে আরো অনেক তনু ধর্ষনের শিকার হয়ে গেছে!!!
এসব করে তো ধর্ষন বন্ধ হবে না।

কি করলে এটা বন্ধ হবে সে রাস্তা খুঁজুন।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

নিরল হৃদয় বলেছেন: হুম এসব করে হয়তো ধর্ষন বন্ধ হবে না কিন্তু চুপ থাকলেও তো হবে না। ধর্ষন বন্ধ করতে হলে প্রয়োজন ধর্ষকের শাস্তির ব্যাবস্থা করা কিন্তু যারা শাস্তির ব্যাবস্থা করার কথা তারা যখন নিশ্চুপ বসে থাকে তখন তাদের সজাগ করতে তো এসব লেখালিখির দরকার আছে।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

আরজু পনি বলেছেন:
আইন প্রয়োগকারী সংস্থা যদি কঠোর না হয়...এসব চলতেই থাকবে।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

নিরল হৃদয় বলেছেন: আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর করতে হলে তো আগে আমাদেরকেই কঠোর হয়ে দাবি তুলতে হবে যাতে করে তাঁরা আমাদের নিরাপত্তার সার্থে সঠিক পদক্ষেপ নিতে পারে ।

৫| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

আব্দুল্যাহ বলেছেন: দায় ইভেন্ট কতৃপক্ষের, তাদের ইভেন্টে মূল কাজ থেকে সরে এসেছে।
এই ইভেন্ট দেখে অনুকরণ প্রিয় জাতি হিসাবে কে যেন 'ধনী' নিয়ে ইভেন্ট খুলেছে। আর এই ইভেন্টগুলোর জ্বালায় গতকাল ফেসবুকেই ঢুকিনি

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

নিরল হৃদয় বলেছেন: দায় যতটা না ইভেন্ট কতৃপক্ষের তার চেয়ে শতগুন বেশি হুজগে ফেবু উজারদের। ভালো মন্দতো নিজেকেই বিচার করে চলতে হবে। চারিদিকেই খারাপের ছড়াছড়ি তার মাঝে ভালোগুলোকে খুঁজে তো বের করতে হবে আমাদেরই । কেউ খারাপ একটা জিনিস নিয়ে আসলেই যে তা গ্রহণ করতে হবে তেমন তো না!!

৬| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

Safin বলেছেন: ইভেন্টের এবাউটের শেষের দিকে তনুকে নিয়ে যে কথাটি জুড়ে দিয়েছে, সেটাও বাধ্য হয়ে।
ইভেন্ট খোলার পরে তাদেরকে জনাকয়েক ইভেন্টটি বন্ধ করার অনুরোধ জানিয়েছিল-যাতে তনু ইস্যু চাপা না পড়ে। আর এতেই তাঁরা শেষের লাইনটি জুড়ে দিয়ে নিজেদের ইভেন্টকে এক কথায় বৈধ করেছে। অথচ বাঙ্গালী কি ঐ শেষ লাইনটিকে মোটেও গুরুত্ব দিবে?
কৌতুকের মাঝে যে সেটি ঢাকা পড়ে গেল। . .

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৩

নিরল হৃদয় বলেছেন: বাধ্য হয়ে জুড়েছে কী না সেটা আমার জানা নেই কিন্তু এটা যে নিছক মজা করার ইভেন্ট না সেটা একরকম জোর দিয়েই বলা যায়।

৭| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: আইন আছে কাগজে কলমে কিন্তু আইনের কোন প্রয়োগ নাই। তাই সব কিছুতেই আমাদের বাড়াবাড়ি।

আসল অপরাধী ধরা পড়ুক।

৮| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

jamil1996 বলেছেন: যারা ইভেন্ট এর হোস্ট তারা আমার ক্লোজ ফ্রেন্ড। তারা নিজেরাই জানতোনা যে এই ইভেন্ট এত ভাইরাল হবে।তারা এমন কোন সেলিব্রেটি না যে তাদের ইভেন্ট এ ১ লক্ষ লোক সাড়া দিবে।তাদের ফেসবুক ওয়াল ঘুরে আসলেই আমার কথার সত্যতা খুজে পাবেন।তনু হত্যার ব্যপারে আমরা শাহবাগে একসাথে গিয়ে প্রতিবাদ করেছি।বিষয়টি ক্রমশ জটিল হয়ে যাওয়ায় আজ বিকেলে ইভেন্ট টি ডিলিট করে দেয়া হয়েছে।আমি ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি,স্রেফ মজা করা ছাড়া তাদের আর কোন উদ্দেশ্য ছিলো না।সবার বিরক্তির কারণ হয়ে যাওয়ায় কাল রাত থেকেই পোস্ট এপ্রোভাল চালু করা হয়,আর আজতো ডিলিট ই করে দিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.