নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই নিরাভ

আমি মহাকালের স্রোতে তাকে পেয়েছি, মহাকাল ধরে তাকে আগলে রাখব।

উজ্জ্বল কালো

জন্ম আমার সেইসব জায়গায় যেখানে এখনো মানুষ সূর্যস্নান শেষে ভাবে আমি নিষ্পাপ। এরপরও আমি তোমাদের মাঝে।

উজ্জ্বল কালো › বিস্তারিত পোস্টঃ

Kaprekar\'s constant বা ৬১৭৪

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

Kaprekar's constant বা ৬১৭৪ নাম্বারটির ধারণার জনক ভারতীয় গণিতবিদ ডি আর কাপ্রেকার (Dattathreya Ramchandra Kaprekar)। বিখ্যাত এই গণিতবিদের জন্ম ১৯০৫ এবং মৃত্যু ১৯৮৬ সালে।

Kaprekar's constant টি বিখ্যাত নিচের কারণেঃ

-> চার অংকের যেকোন সংখ্যা নিতে হবে যেখানে যেকোন দুটি অন্তত ভিন্ন অংক থাকে (প্রথম অংক শূন্য হলেও হবে)
-> এবার এই অংকগুলোকে প্রথমে descending এবং তারপর ascending order এ সাজাতে হবে (প্রয়োজনে সামনে শূন্য যোগ করে হলেও চার অংকের সংখ্যা বানাতে হবে)
-> এবার বড় সংখ্যাটি থেকে ছোটটি বিয়োগ করতে হবে।
-> যে সংখ্যা পাওয়া যাবে সেটার উপর আবার আগের মত descending order, ascending order, বড়টি থেকে ছোটটি বিয়োগ করতে হবে।
-> এভাবে করতে করতে একসময় ৬১৭৪ নাম্বার টি চলে আসবে(সর্বোচ্চ ৭ বার পুনরাবৃত্তি করে)।
-> এটি আর চেঞ্জ হবে না।

উদাহরণঃ
মনে করি একটি সংখ্যা ৭৫৭৫
-> descending order = ৭৭৫৫
-> ascending order = ৫৫৭৭
-> বিয়োগ (৭৭৫৫-৫৫৭৭) = ২১৭৮
-> ২১৭৮ এর descending order = ৮৭২১
-> ২১৭৮ এর ascending order = ১২৭৮
-> বিয়োগ (৮৭২১-১২৭৮) = ৭৪৪৩
আবার ৭৪৪৩ এর descending order = ৭৪৪৩
-> ৭৪৪৩ এর ascending order = ৩৪৪৭
-> বিয়োগ (৭৪৪৩-৩৪৪৭) = ৩৯৯৬
আবার ৩৯৯৬ এর descending order = ৯৯৬৩
-> ৩৯৯৬ এর ascending order = ৩৬৯৯
-> বিয়োগ (৯৯৬৩ - ৩৬৯৯) = ৬২৬৪
আবার ৬২৬৪এর descending order = ৬৬৪২
-> ৬২৬৪এর ascending order = ২৪৬৬
-> বিয়োগ (৬৬৪২ - ২৪৬৬) = ৪১৭৬
আবার ৪১৭৬ এর descending order = ৭৬৪১
-> ৪১৭৬ এর ascending order = ১৪৬৭
-> বিয়োগ (৭৬৪১- ১৪৬৭) = ৬১৭৪

এখন ৬১৭৪এর descending order = ৭৬৪১
৬১৭৪এর ascending order = ১৪৬৭
-> বিয়োগ (৭৬৪১- ১৪৬৭) = ৬১৭৪

এটি আর চেঞ্জ হবে না।


তথ্যসূত্র - ইন্টারনেট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.