![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার সেইসব জায়গায় যেখানে এখনো মানুষ সূর্যস্নান শেষে ভাবে আমি নিষ্পাপ। এরপরও আমি তোমাদের মাঝে।
মজার কিছু গণিত ফ্যাক্টস
১->
আপনি একটি কেক অথবা পিৎজা কে আট টি টুকরায় ভাগ করতে পারবেন মাত্র তিন বার ছুরি ব্যবহার করে। কিভাবে? নিচের ছবিটি দেখেনঃ
২->
২ এবং ৫ এমন দুটি মৌলিক সংখ্যা যার শেষ অংক ২ অথবা ৫ । অন্য কোন মৌলিক সংখ্যার শেষ অংক ২ অথবা ৫ না।
৩->
1 থেকে 1000 পর্যন্ত কথায় লিখতে(ইংরেজিতে) শুধু মাত্র 1000 তে ইংরেজি অক্ষর 'A' ব্যবহার হয়("one thousand"), অন্য কোথাও না।
৪->
একই পরিসীমা বা পরিধির ক্ষেত্রে একটি বৃত্তের ক্ষেত্রফল সবথেকে বেশি হবে অন্য যেকোন জ্যামিতিক আকার থেকে।
৫->
৬৯ কে আমরা এভাবে লিখতে পারি - (৬ × ৯) + (৬ + ৯)
৬->
পাই এর ভ্যালু (৩.১৪১৫৯২৬...)মনে রাখার অন্য একটি উপায় হলো নিচের বাক্যটির প্রতিটি শব্দের অক্ষরসংখ্যা মনে রাখা
'May I have a large container of coffee?'
৭->
১২৩ - ৪৫ - ৬৭ + ৮৯ = ১০০
১২৩ - ৪ - ৫ - ৬ - ৭ + ৮ - ৯ = ১০০
১ + ২৩ - ৪ + ৫ + ৬ + ৭৮ - ৯ = ১০০
(এক থেকে নয় পর্যন্ত অংকগুলো একবার ব্যবহার করে ১০০ তৈরি করা
৮->
২১৯৭৮ কে ৪ দ্বারা গুণ দিলে অংকগুলো রিভার্স হয়ে যায় - ২১৯৭৮ × ৪ = ৮৭৯১
৯->
১ কে ৯৯৮০০১ দ্বারা ভাগ করলে এটি ০০০ থেকে ৯৯৯ পর্যন্ত সবগুলা সংখ্যা Ascending Order এ দেখায়
১/৯৯৮০০১ =
০.০০০০০১০০২০০৩০০৪০০৫০০৬০০৭০০৮০০৯০১০০১১০১২০১৩০১৪০১৫০১৬০১৭০১৮০১৯০২০০২১০২২০২৩
০২৪০২৫০২৬০২৭০২৮০২৯০৩০০৩১...............৯৯৯
১০->
রোমান সংখ্যায় কোন শূন্য নাই।
১১->
১১১১১১১১১ * ১১১১১১১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
১২->
ফিবোনাচি নাম্বার লুকিয়ে আছে ১/৮৯ এর ভিতর। কিভাবে? ১/৮৯ = ০.০১ + ০.০০১ + ০.০০০২ + ০.০০০০৩ + ০.০০০০০৫ + ০.০০০০০০৮ + ০.০০০০০০১৩ + ০.০০০০০০০২১ + ০.০০০০০০০০৩৪…
১৩ ->
৬ সপ্তাহ মানে ১০! সেকেন্ড। বুঝিয়ে দিচ্ছিঃ
১০! = ১ × ২ × ৩ × ৪ × ৫ × ৬ × ৭ × ৮ × ৯ × ১০
৩ × ৪ × ৫ = ৬০ সেকেন্ড আছে ১ মিনিটে
৬ × ১০ মিনিট ১ ঘন্টায়
৮ × √৯ ঘন্টা আছে ১ দিনে
৭ দিন আছে ১ সপ্তাহে
২ × √৯ সপ্তাহ আছে ৬ সপ্তাহে
তাহলে ৬ সপ্তাহে মোট সেকেন্ড আছে = ৩ × ৪ × ৫ × ৬ × ১০ × ৮ × √৯ × ৭ × ২ × √৯
= ১ × ২ × ৩ × ৪ × ৫ × ৬ × ৭ × ৮ × ৯ × ১০
= ১০!
১৪->
x% of y = y% of x
y(x/100) = x(y/100)
yx/100 = xy/100
এইপর্যন্তই.....
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
সুমন কর বলেছেন: কিছু মজার ছিল।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪
ফাহমিদা বারী বলেছেন: বাঃ! বেশ ভালো! ২ নাম্বারটা একটু বুঝিয়ে দিন। ৬ নাম্বারটা সবচেয়ে মজা লেগেছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
উজ্জ্বল কালো বলেছেন: এইটা হলো সংখ্যা এবং অংকের পার্থক্য। যেমন ধরুন ৭১২৩ হলো একটি সংখ্যা, কিন্তু এখানে অংক হলো চারটি এগুলো হলো ৭,১,২,৩। ২ নম্বর ব্যাপারটা ছিলো শুধুমাত্র ২ এবং ৫ হলো এমন মৌলিক সংখ্যা যাদের শেষ অংক ২ অথবা ৫। আর এমন কোন সংখ্যা নাই যার শেষ অংক ২ অথবা ৫ কিন্তু সেটি মৌলিক সংখ্যা। সোজা কথায় সংখ্যা = number আর অংক = digit।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
মারুফ হায়দার নিপু বলেছেন: বাহ!
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন মজার +
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩
আরজু পনি বলেছেন: গণিতের সাথে সম্পর্ক বিস্তারিতভাবে শেষ অনেক বছর আগে।
কন্যাকে পড়াতে মাঝে মধ্যে মেন্টাল ম্যাথ চালাই।
এটাতে আগ্রহ পেলাম, পুরোপুরি বুঝেছি তেমন বলবো না।
অনেক ধন্যবাদ...উজ্জ্বল অংশটুকুই থাক।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
সোহানী বলেছেন: আরে দারুনতো...............
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩
জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ বেশ ।
গনিত আমার প্রিয় সাবজেক্ট ।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০০
মলাসইলমুইনা বলেছেন: প্রথম প্রশ্ন আর উত্তর দুটোই ভুল | আমি শিওর, ক্ষিধের সময় তিনবার ছুরি ব্যবহারের পর পুরো পিৎজাটাই পেটে ঢুকে যাবে আমার |
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: মুজার ছিল
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
আমি তুমি আমরা বলেছেন: ৪ ছাড়া বাকিগুলো বুঝতে পেরেছি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
উজ্জ্বল কালো বলেছেন: প্রত্যেকটি ২ডি জ্যামিতিক আকারের(বদ্ধ) একটা পরিসীমা থাকে। যেমন ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা একে ক্যালকুলেট করি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যোগ করে, চুতুর্ভূজের ক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্যেরযোগফল, আর এভাবেই পঞ্চভূজ, ষড়ভূজ এর পরিসীমা মাপা হয়। আর বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে আমরা বলি পরিধি।
মনে করেন একটি ত্রিভূজের পরিসীমা ১০সেমি(মানে তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল ১০সেমি), একই ভাবে একটি চতুর্ভূজের পরিসীমা ১০সেমি, আর পঞ্চভূজ ষড়ভূজ ও আছে তাদেরও পরিসীমা ১০সেমি করে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের (ত্রিভূজ, চতুর্ভূজ, পঞ্চভূজ, ষড়ভূজ) ক্ষেত্রফল থাকবে।
কিন্তু সেক্ষেত্রে অন্য সবার চেয়ে বৃত্তের ক্ষেত্রফল বেশি হবে।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
আমি তুমি আমরা বলেছেন: understood. thanx for the explanation.
১৩| ০১ লা মে, ২০১৯ রাত ৮:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪
মানিজার বলেছেন: ৬ সপ্তাহ লিখতে গিয়া এত প্যাচাল পাড়ার কাম আছে ?