|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রুয়েটে চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ।বাক্তিগতভাবে আমি মেকানিক্যাল ডিজাইন,এরোস্পেস,এরোডাইনামিক্স অফ রোড ভেহিকল,পাওয়ার প্লান্ট ডিজাইন নিয়ে কাজ করি ।কিন্তু কবিতা,ছোটগল্প,ভ্রমন,বন্যপ্রানি জগত এবং সুন্দরবন ভালোবাসি ।আমি আমার ভাললাগা নিয়ে এখনকার মত সব সময় কাজ করে যেতে চাই
বেশ কয়েকবছর আগে আমার দুই বছরের কাসিন আমার শার্টের বোতাম দেখিয়ে জিজ্ঞেস করেছিল এটা কি? আমি বলেছিলাম বোতাম! সে এর পরও বাকি বোতামগুলো দেখিয়ে জিজ্ঞেস করেছিল এগুলো কি? বিরক্তির সাথে বলেছিলাম,বোতাম!এতটা বিরক্ত লেগেছিল যে,মনে মনে বলেছিলাম বোকা বাচ্চা। শুধু তাই নয় পরবর্তীতে পরিণত বয়স্ক কারও ছেলেমানুষি দেখে এই উদাহরণ দিতাম।আজকে কিন্তু ঠিকই জানি বাচ্চাটাই ঠিক ছিল!সে হয়তবা দুনিয়ার অনেক কিছু জানতো না কিন্তু এটা ঠিক ঠিক জানতো যে,দেখতে একরকম হলেও জিনিস এক নাও হতে পারে!
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৪ শে মার্চ, ২০১৬  রাত ১০:৪৫
২৪ শে মার্চ, ২০১৬  রাত ১০:৪৫
বিপরীত বাক বলেছেন: দারুণ মোরাল আবিস্কার করেছেন তো ভাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৬  রাত ১০:১৮
২৪ শে মার্চ, ২০১৬  রাত ১০:১৮
বিজন রয় বলেছেন: বোতাম।