নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এতো শত বুঝি না।আমি শুধু জানি তোমাকে প্রতিরাতে আমার সাথে ঘুমাতে হবে।এক বালিশে উপরে মাথা পেতে,এক কম্বলের নিচে শরীর দিয়ে।ভোর রাতের দুঃস্বপ্নে যখন ভয় পেয়ে ধড়াম করে উঠে বসবো।তখন তুমি শক্ত করে হাত চেপে ধরবে।'কঞ্জুরিং টু' দেখে ভয় যখন চোখের পাতা এক করতে দিবে না তখন তোমাকে থাকতে হবে আমাকে আচ্ছা মত বকে দেয়ার জন্য।"ভূতের ছবি দেখে ভয় পেলে দেখার কি দরকার?"বলার জন্য, আমার হাত ধরে ঘুমানোর জন্য।আমার কথা সোজাসাপ্টা।আমি তন্ময়ের মত আফসোস করতে পারবো না।গ্যালাক্সি গিয়ে তোমাকে না পাওয়ার ব্যাথা নামানোর জন্য প্যাগের পর প্যাগ মদ গিলতে পারবো না।সম্ভব হবে না আমার পক্ষে এইগুলো করা।
আর কয়েকটা দিন ই তো...দেখো না বেলা বোসের মতন হতে পারো কি না।দাদার জন্য অপেক্ষা করবো না,আমিই বিয়ে করে ফেলবো।মা আমাকে না করতে পারবে না।আমি শিউর।বাবা হয়তো কিছু দিন মুখ কালো করে রাখবে।ব্যাপার না।তোমার চেহারা দেখার পর আর বাবার কালো মুখ মনে পড়বে না।ঘরে ফিরতে রাত এগারো টা বাজবো না।আগেই ঘরে ফিরে আসবো।তোমার সাথে বসে স্টার জলসার' সিরিয়াল দেখবো।সব কিছুই করবো তোমার মন মতো...
কিন্তু তোমায় যে একটু অপেক্ষা করতে হবে।দরকার হয় আমিই সাহস করে তোমার মা'র সাথে কথা বলতে যাবো।তন্ময়,শ্যামল কে নিয়ে যাবো(যদি তুমি চাও)।
দুলাল মামার সাথে কথা বলেছি।আট লাখ টাকা দিলে এস আই পদে চাকরী নিশ্চিত....
এক বার বিয়ে হয়ে গেলে আমাদের আর লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে না,দেখা করতে হবে না।চাইলেই নৌকা করে ঘুরা যাবে।রাতের দিকে বৃষ্টি হলে লুকিয়ে ছাদে চলে যাবো।বৃষ্টিতে তোমার হাত শক্ত করে ধরে রাখবো যদি নতুন ছাদে পিচ্ছলে যাও...
তুমি তাপসের সাথে কথা বলে দেখো না কি বলে..তোমার কাছে তার নাম্বার আছে না?একদিন সময় করে লক্ষীবাজার আসতে বলো না..তোমার সাথে না হয় আমিও গেলাম।তাকে বুঝালাম,ভাই এই উপকার টা করেন না..আপনি নিজের থেকে বলে দেন না আপনার পিঙ্কি কে পছন্দ হয় নি।
তোমার কি বাড়ি থেকে বের হওয়া খুব বেশী কঠিন?একটু সময় ম্যানেজ করতে পারবে না??
একবার ভাবতো তুমি চুলে সদ্য কলপ দেয়া শুরু করেছো,।তোমার মুখেও ভাজ পড়েছে।একদিন তাপসের সাথে প্রচন্ড ঝগড়া হল।রাতে ঘুমাতে পারছো না।আমার ভুলে যাওয়া মুখ টা মনে করা'র চেষ্টা করছো।কিন্তু কিছুতেই আমার মুখ টা চোখে আনতে পারছো না।তখন কি করবে তুমি?তুমি কি টাইম মেশিনে করে আজকের দিনটায় ফেরত আসতে চাইবে?যে দিনটায় তোমাকে অনুনয় করেছিলাম...অনুরোধ করেছিলাম...
©somewhere in net ltd.