নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা প্রসবের বেদনা মগজব্যাপী স্থায়ী হওয়ার আগেই কলম ধরতে হতো। মাথার মধ্যে জমে থাকা ভয়ংকর সব চিন্তাগুলোকে পরিণতি দেয়া মত শব্দ কোনো কালেই ছিল না।তারপরও সেই সব গল্প লেখতেই হতো,যেগুলো লেখার পর শান্তিতে ঘুমানো যায়।

নির্বাক স্বপ্ন

নির্বাক স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

\'\'কি অসহায় আমি, একবার ভাবো\'\'

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৩

স্যাঁতস্যাঁতে শ্রাবণ সমৃদ্ধ নাগরিক জীবনে টেনিস বলের মতন কদম ফুলের দেখা পাওয়া দুষ্কর।তবু বারান্দাযুক্ত ঘর আর সবুজপাতার ফাঁক দিয়ে তোমাদের নোনা ধরা দেয়াল চোখে পড়ে।যেখানে ঝুলে থাকা ক্যালেন্ডারের কদম দেখা যায়।নয়তো নুয়ে পড়া কদমের জন্য রবীন্দ্রনাথ আর হুমায়ন আহমেদের কাছে ধরা দিতে হতো নিরুপায় হয়ে।

বৃষ্টি শুরু হলে তুমি গুটি পায়ে জানলায় চলে আসো।মেঘ ভাঙ্গা জলে তুমি হাত বাড়িয়ে ছুঁতে চাও অন্ধ আকাশে অবাধ্যতা কে।ভঙ্গুর স্বপ্ন মাখা রাবিন্দ্রিক ছন্দের স্বচ্ছতা আগলে আকাশ নদী গালে মেখে বসে থাকো এমন কারো অপেক্ষায় যার জন্য অপেক্ষা করা তেমন গুরুত্ববহ নয়।

ভেজা ল্যাম্পপোস্টের নিচে জমে থাকা পানি অপসারিত হওয়া আগপর্যন্ত বারান্দাতে দাঁড়িয়ে থাকি,এমনকি তোমার চলে যাওয়ার পড়েও।এই ভেবে দাঁড়িয়ে থাকি তোমার যদি বৃষ্টি পরবর্তী ফর্সা আকাশ দেখার ইচ্ছে হয়।কোনসময় আসো আবার কোন সময় আসো না।তোমার এই আসা না আসার অনিশ্চিত মুহুত্বে সদ্য রিলিজ পাওয়া রোমান্টিক গান আমাকে সঙ্গ দেয়,যে সঙ্গটি তোমার দেয়া উচিত ছিল।
আদুরে রোদের অবকাশ কালীন পথে আয়ুরেখার অনেকাংশে তুমি নিজস্ব সতেজতা নিয়ে কলেজের বাসে উঠে বসো।হাতের বাম দিকে।জানালার পাশে।তুমি উঠে বসো আমার পাশে।তুমি উঠে বসো চিরকুটের গানে।

আমি চায়ের টংয়ে বসে তোমার বসে থাকা,তোমার থেমে যাওয়া দেখি।আর শুনি চিরকুটের
"মরে যাবো রে মরে যাবো,
কি অসহায় আমি, একবার ভাবো।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন। শুভ ব্লগিং ..........

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

নির্বাক স্বপ্ন বলেছেন: ধন্যবাদ জানবেন।শুভ ব্লগি.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.