![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু'চোখ আলোয় ভরো প্রভু
জীবন, ধরে চলো
⸻
বন্ধুরা ঈদে নতুন জামা পরেছে… তোমার নেই?
কিছু হবে না।
আজ নেই, কাল নিশ্চয়ই তোমারও হবে।
বাবা তো বলেছেন—বোনাস পেলে কিনে দেবেন!
সে ক’টা দিন জীবন, ধরে চলো।
⸻
দুপুরে মা ভালো কিছু রাঁধেন নি? খেতে মন চায় না?
একটা ডিমও ভেজে দিলেন না?
কিছু হয়নি। আরে এখন মাসের শেষ না?
বেতন পেলে বাবা ঠিকই বাজার থেকে ভালো কিছু এনে ফেলবেন—
তখন মা মজার মজার রান্না করবেন।
ততদিন জীবন, ধরে চলো।
⸻
ক্লাশের সেই মেয়েটা—তোমার সাথে কথা বলে না, দেখেও কি না দেখার ভান করে একটু? তবে সেদিন তোমাকে পাশে রেখে দেখলে সুমিতের সাথে তো কথা বললো ঠিকই।
তবে কি সুমিত অফিসারের ছেলে বলে….?
কি হয়েছে তাতে?
কিছু হয়নি।
তুমিও একদিন বড় অফিসার হবে।
তখন সবাই হেসে হেসে তোমার সঙ্গে কথা বলবে।
ততদিন শুধু একটু, জীবন, ধরে চলো।
⸻
রেজাল্টটা ভালো হয়নি? মন মতো হয়নি, না?
আরে কিছু হয়নি।
পরেরবার হবে, ভালো হবে।
তখন সবাই বাহবা দেবে—দেখো!
তুমি শুধু সেদিন পর্যন্ত জীবন, ধরে চলো।
⸻
ভার্সিটির ফি দেবার ডেট তো চলে গেল।
জামানের ধারের টাকাটাও তো সময়মতো শোধ দিতে পারোনি?
ওরা কথা শুনিয়েছে… খারাপ লেগেছে?
আচ্ছা একটু-ই তো , বেশি না। কিছু হয়নি।
বাবাকে বলো—দেখো, কষ্ট হলেও পাঠিয়ে দেবেন।
তুমি শুধু জীবন, ধরে চলো ।
⸻
চাকরির জন্য ঘুরে ঘুরে কাহিল? অসহায় লাগছে?
আবার শুনছি মেসেও বিল বাকি?
কি হয়েছে? টিউশনির লোকজন তো বলেছে, “দেখবে কিছু অগ্রিম দেওয়া যায় কিনা”…
আর কটা দিন, অল্প কিছুদিন, চলো না আরেকটু ধরে। জীবন, ধরে চলো।
⸻
বাবার শরীরটা খারাপ, অবসরে যাবার পর থেকেই..
মায়ের প্রেসারও দেখি ওঠানামা করে…
আচ্ছা টেনশন করো না। কিছু হয়নি।
গেল সপ্তাহের ইন্টারভিউটা তো ভালো হয়েছে।
দেখো কিছু একটা হবে।
চাকরি পেলে… সব ঠিক হয়ে যাবে।
আর ক’টা দিন জীবন, ধরে চলো ।
⸻
অফিস শেষে বাসায় এলেই মেয়েটা খুব বিরক্ত করে? একটু বেশীই কাঁদে ইদানিং, না?
ভয় লাগছে?
আরে কিচ্ছু হবে না দেখো। বড় স্যার তো বলেছেন প্রমোশন পেলে মাইনে বাড়িয়ে দিবেন।
শুধু আর কিছুদিন, আর কিছুদিন জীবন, ধরে চলো।
⸻
ওহ! মামার সাথে তো আর কথা হলো না। টাকা দিতে পারবেনা বলে যে কথা বললে না, এড়িয়ে গেলে।
আচ্ছা থাক, কিচ্ছু হবে না।
জীবন ধরে চলো।
⸻
বিয়ে নিয়ে অনেক প্লান ছিলো, না? কিছু হলো না?
আরে কি পাগলামি করছো? চোখ মোছ।
কি হয়েছে? কিচ্ছু না!
সব ঠিক হবে কদিন বাদে দেখো, সব আরও ভালো হবে।
শুধু একটু….জীবন, ধীরে চলো।
⸻
ছোট মেয়েটা সমুদ্র দেখতে চায়, অনেকদিন ধরে বলছে, যেতে পারছো না?
সমস্যা কি? আজ পারোনি, কাল ঠিকই সময় বের করে চলে যাবে।
কিচ্ছু হয়নি, বুঝিয়ে বলেছো তো।
মেনে নেবে ঠিকই, দেখো।
তুমি শুধু একটু ধরে চলো। ক’টা দিনই তো।
জীবন, ধরে চলো।
⸻
আচ্ছা, ওই যে তিন বছরের একটা ছেলের যে কিডনি নষ্ট, একটা পোস্ট দেখেছিলে না? ফেসবুকে? ভেবেছিলে চিকিৎসার জন্য খরচ পাঠাবে কিছু। কই, দিতে তো আর পারলে না। আচ্ছা থাক, কিচ্ছু হবেনা।
একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই!
তুমি জীবনটা শুধু ধরে চলো।
⸻
সমুদ্র দেখার দিন ছিলো আজ, কিন্তু মা-টা কি যে করে! সময় অসময় নেই! আজই জীবন সমুদ্র পাড়ি দিবে হবে তার — তা কি কেউ জানতো? জানতে তুমি?
জীবন, ধরে চলো ।
ধরে চলো, জীবন
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আশায় আশায় দিন যে গেল আশা পূর্ণ হলো না
সুন্দর