নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কবি

চেয়ে থাকি নতুনের পানে।

নীরব কবি › বিস্তারিত পোস্টঃ

খোদাতা'লার অপার নিদর্শন (নিজ অভিজ্ঞতা প্রাপ্ত)।

২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

গতকাল আমাদের মসজিদে ইন্টারনেট লাইন লাগানোর জন্য আমি আর আমার এক বন্ধু মিলে অনেক কাজ করি। কিন্তু দিন শেষে ফলাফল শুধুমাত্র লাইন লাগানো ছাড়া আর কিছুই ছিল না। যে দোকান থেকে তার এবং কানেক্টর এনছিলাম সেখানের কানেক্টরগুলো ছিল খুবই বাজে। দোকানদার আমাদের সাথে জোচ্চুরি করেছে। তাছাড় যে লোক তারগুলিকে কানেক্টরের সাথে সংযোগ দিয়েছিল সেও ভালোভাবে সংযোগ দেয়নি। সুতরাং সারাদিন রোদে খেটেও কাজের কাজ কিছুই হলো না শুধুমাত্র তার গুলি লাগানো ছাড়া। এ ব্যাপারে আমাদের দুই জনেরই খুব মন খারাপ ছিল। চিন্তা করছিলাম কাকে দিয়ে কাজটা করাতে পারি। হঠাৎ এক ভাইয়ের কথা মনে পড়লো যিনি এসব বিষয়ে জানেন। তাকে ফোন করা হলো, তিনি বললেন তিনি এ ব্যাপারে কিছু পারেন না। কিন্তু তিনি আর এক ভাইয়ের সন্ধান দিলেন। সেই ভাইকে ফোন দেয়া হলো, তিনি আবার আর এক জনকে নিয়ে আসলেন আজ। সেই ভাই আজ সকল লাইন গুলি ঠিক করে দিলেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ কাকে কীভাবে সাহায্য করবেন কেউই তা বলতে পারে না। গতকালের সব ব্যর্থতা আজ মহান আল্লাহর কৃপায় সফলতায় পরিণত হয়েছে। সকল প্রশংসা আল্লাহ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪

উড়োজাহাজ বলেছেন: কি কইতাম। আমি অবাক হইয়া গেছি ঘটনা পইড়া। B-))

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৮

নীরব কবি বলেছেন: জি ভাই অবাক করারই ঘটনা। আর তা যদি হয় একে বারে ব্যর্থতা থেকে সফলতায় পর্যবসিত হওয়া তাহলে তো কথাই নেই।

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০০

কানা দাজ্জাল বলেছেন: আচানক ঘটনা। হুইন্না অক্করে ভেটকি লাইজ্ঞা গেছি! !! B:-) !

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৮

নীরব কবি বলেছেন: ভাগ্যিস অজ্ঞান হয়ে যান নি। আল্লাহ আপনাকে এরকম ভেটকি লাগার আরো সৌভাগ্য দান করুন এই কামানাই করি।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৫

ফয়সাল খালাসী বলেছেন: প্রথম দিনের ব্যর্থতায় আপনার কতটা দুঃখ লাগছে আর পরের দিনের সফলতায় কতটা শান্তি লাগছে সেটা অনুভব করতে পারছি। :)

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯

নীরব কবি বলেছেন: আমার অনুভূতি আপনাকে অনুভবিত করতে পেরেছে বলে আমি আনন্দিত ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৭

নিয়েল হিমু বলেছেন: আল্লাহ পাকের অপার খেইল বুইঝা উঠা মুশকিল । এরাম বিরল ঘটনা তো গিনিচ মানমন্দির ওয়াল্ড রেকর্ডে জায়গা পাওয়া উচিত ।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

নীরব কবি বলেছেন: জ্বি ভাই ভালো বলেছেন।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

তওসীফ সাদাত বলেছেন:


আমি তো প্রথমে ভেবেছিলাম, মসজিদে ইন্টারনেট লাইন লাগাচ্ছেন, এইটা পাপ হতে পারে, এই জন্য কুফা লাগছে, যতকিছুই করেন লাইন কাজ করবে না।

পরে দেখি যে, আল্লাহ দয়াময় মিরাকেল দেখায় দিলেন।
সকল প্রশংসা স্রষ্টার !! মহান আল্লাহ্‌র !! :)

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৮

নীরব কবি বলেছেন: ভাই মসজিদে ইন্টারনেট লাগানো হয়েছে মসজিদের কাজের সফলতার উদ্যেশেই। সুতরাং মহান আল্লাহ তা'লা আমাদের সহযোগীতা করেছেন। আলহামদুলিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.