| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
☆☆আছে আগে মতো☆☆
☞এখনও মাঝে মাঝে হৃদয়ের
শূন্যতার কাছে হার মেনে যাই ,
বার বার মনে করিয়ে দেয় এই
হৃদয় থেকে কিছু হারিয়ে গেছে ।
যাকে আঁকড়ে ধরে বাঁচতে
চেয়ে ছিল এ মন ।
আজ সেই মানুষটাকেই ভেবে
এই চোখ অশ্রু সিক্ত হয় ।
জানি এই যন্ত্রণার আকুতি কারো
হৃদয় কে স্পর্শ করবে না ।
এই যন্ত্রণা গুলো গুমরে গুমরে
কেঁদে যাবে হৃদয়ের গহীনে ।
আর বার বার ভিজিয়ে দিয়ে
যাবে এই মনের দেয়াল গুলো ,
যেখানে কষ্টের তীব্রতা মিশে থাকবে ,
যেখানে এক অজানা হাহাকার থাকবে ।
তবুও এ মন তোমাকেই ভেবে যায় ,
আর একবার ভালবাসতে চায় ।।
সেই আগের মতই ।
আর একবার উজাড় করে দিতে
চায় এ মনের যত ভালোবাসা আছে☜
❀❀নাছির উদ্দীন নিরব❀❀ 
২|
২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০
নাছির উদ্দীন নিরব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৭
বিজন রয় বলেছেন: এই যন্ত্রণা গুলো ঘুমরে ঘুমরে............... গুমরে গুমরে হবে।
শুভকামনা রইল নিরব।