| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
❀❀অপেক্ষা❀❀
✎প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টের জলে
ভাসি আমি, তবুও এ হৃদয় প্রতিটা মূহুর্তে জানতে চায় কেমন আছো তুমি।হয়ত ভালো আছো,আর হয়ত বলছি কেন ভালোই তো আছো তুমি।মোরে ভুলে সুখ সমুদ্রে ডুবে আছো তুমি।মোরে যদি থাকবেই ভুলে তবে ভালো কেন বেসেছিলে, আর ভালোই যদি বেসে থাকো তবে মোরে ভুলে গেলে কেমন করে।আমি তো ভুলতে পারিনি তোমাকে, তোমার স্মৃতি গুলোকে।তোমার স্মৃতি আজ ও মনে পরে বার বার, তুমি কি ভুলে গেছ পুরানো স্মৃতি গুলি, আমিতো ভুলতে পারিনি, কোনো এক বিকাল বেলা রাস্তা পাশে দারিয়ে থাকা.আমিতো পারি না ফোনে অপেক্ষা আজও কত রাত যেগে শুয়ে থাকতে❤❤❤
❀❀নাছির উদ্দীন নিরব❀❀ 
©somewhere in net ltd.