![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ভবদেশ এখন পয়েন্ট অফ রির্টান নামক এক রাজনৈতিক ক্যারিকালচারে আটকে গেছে । এই পয়েন্ট অফ নো রির্টানে বড় দুই রাজনৈতিক এমনভাবে আটকে গেছে যে কিছুতেই সে গিট্টু খুলছে না । এক দলের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই ফেরার কোন পথ নেই । সো পয়েন্ট অফ নো রির্টান । আর এক দল এত বেশী আকাম কুকাম করেছে যে ক্ষমতা হারানোয় বড্ড বেশী ভয় । সো পয়েন্ট অফ নো রির্টান । আমিও মাঝে মাঝে চিন্তা করে দেখি আসলেইতো দুই দলের কথাই সত্য । ওরা আসলেই পয়েন্ট অফ নো রির্টানে আছে । তো দুই দলই যখন পয়েন্ট অফ রির্টানে এবং এই দুই দলই যখন আমাদের ভাগ্যবিধাতা তখন আমরা আমজনতা পয়েন্ট অফ এভরি রির্টানে দাঁড়িয়ে একদিকে বোমায় পুড়ছি অন্যদিকে গুলিতে মরছি । অবশ্য এই আমজনতা জনমে জনমে তাই করে এসেছে । প্রত্যেকটা সংগ্রামে, সহিংসতায় অকাতরে প্রান দিয়েছে আর দুই দলীয় অসভ্য স্বৈর গনতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছে । মাঝখানে সুবিধাবাদী কিছু মানুষ দুই পাশে চক্ষু টিপ্পনী কেটে টাকার পাহাড় বানিয়েছে । পঁচিশে মার্চের কাল রাত থেকে আজ পর্যন্ত যত সংগ্রাম, সংঘর্ষ হয়েছে তাতে আমাদের মতো আমজনতারা বেক্কলের মতো প্রান দিয়েছে । অথবা দিতে বাধ্য হয়েছে । এদেশীয় রাজনীতিবিদরা বড়জোর জেল জরিমানা খেটেছেন আর বড় বড় পদ পদবী বগলদাবা করে তার উসুলও নিয়েছেন (বুদ্ধিজীবি হত্যা সর্ম্পনই ভিন্ন মাত্রার)। শুধুমাত্র প্রান দেওয়ার ধরনে পরিবর্তন এসেছে সময়ে সময়ে । বাস্তবে ফলাফল একই । আমরা মরব, ওনারা ক্ষমতায় যাবেন বা থাকবেন । তাই প্রায়ই আমি গনতান্ত্রিক স্বৈর সরকার থেকে সামরিক স্বৈর সরকার অধিকতর পছন্দ করি । কেননা সামরিক স্বৈর সরকারের ক্যাওয়াজটা অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্টনম্যান্টভিওিক । তাই অধিকাংশ ঝামেলাই ওনাদের মধ্যে (সকল ক্ষেত্রে অবশ্যই না)। আমরা আমজনতা অন্তঃত তুলনামূলক কিছুটা নিরাপদ থাকি এমন দ্বি-দলীয় স্বৈর গনতান্ত্রিক সরকার অপেক্ষা সামরিক স্বৈর সরকারের জমানাতে ।
বলছিলাম পয়েন্ট অফ নো রির্টানের কথা । স্বভাব ব্যর্থতায় অন্যদিকে হাঁটা শুরু করেছি । এবার একটু পয়েন্ট অফ নো রির্টানে ফিরি । আমরা স্বভাব জনগন প্রায় সবসময়েই পয়েন্ট অফ এভরি রির্টানে থাকি । তাই স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত আমরা জান সদকা দিচ্ছি । এই জান সদকা দেওয়া ততদিনে শেষ হবে না যতদিন না আমরা বেক্কল জনগন নিজেকে পয়েন্ট অফ নো রির্টানে নিতে পারব ।
………..নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.