নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

এক চোখে জল আমার, আর এক চোখে বন্ধুকের নল ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

এই মাতৃভূখন্ডে জগতমাতা আমাদের উপরে এমনভাবে চেপে বসেছেন কিছুতেই ওনাকে টেনে নামানো যাচ্ছে না । উনি ওনার লাজ-লজ্জার বালাই খেয়েছেন অনেক আগেই । তাই উনি এত সহজেই আমাদের নিস্তার দিবেন এমনটা ভাবার অবকাশ নেই । নল বন্ধুক দুটোই ওনার । আমার খোলা বুক । তাই প্রতিনিয়তই বির্দীন হয় আমার দেহ । তাই দেখে হাততালি দেওয়ার লোকেরও অভাব নেই । কিছু অন্ধ আর ইডিয়ট ইনটেলেকচুয়াল আমার রক্তের শিরা উপশিরায় পাপের দাগ খোঁজে । আমার পাপ-অপাপের কেচ্ছা কাহিনী কেলকেলিয়ে পাবলিককে গিলিয়ে বেড়ায় । মৃত্যুতে আমার ক্ষেদ নেই, আমার আফসোস যার আপাদমস্তক ভন্ডামী তারই দু’ঠোঁটের কিচিরমিচিরে আমার আও্বার আওয়াজ জগত প্রভূর সন্ধান পায় না । এদিকে আমার জগত মাতা কারনে-অকারনে জল গরগর করে উগড়ে দেন । জগত ধন্য ধন্য করে । কিন্তু পাপ মোচন হয় না । হবে কি করে ? যে জগত মাতা এক চোখে রাখেন জল আর অন্যচোখে রাখেন বন্ধুকের নল তার অশ্রূরোদনে জাতির শাপমোচন হবে এমন বিশ্বাস স্বয়ং শয়তানও রাখতে পারেন কিনা সন্দেহ । এই জগত মাতা প্রায়ই আও্বার চিৎকার শুনান অথচ নিত্যই আমার আও্বায় হায়েনার মতো খামচি বসান ।
এই জগত সঙসারে মানুষের কিছুমাত্র লজ্জা থাকা একেবারে মন্দ না । অবশ্য আমি অপাপ, আমার লাজ-লজ্জার সুযোগ কই ? তাই বলে জগত মাতারা কিছুমাত্র লজ্জা অবশিষ্ট না রেখে আমার হৃদয় মন্দিরে কিভাবে নিত্য এমন ঢাকঢোল বাজায় ? মানুষের চক্ষুলজ্জা না থাকুক, তাই বলে আত্ত্বলজ্জাও থাকবে না । নাকি জগত মাতাদের আমাদের ঐসব ধারদেনার অভ্যাস নেই কে জানে ?

………..নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.