![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দৈন্যতার দায় মানুষকে অহরহ’ ই মেটাতে হয় । কোন অলুক্ষনে যে জগত ভূখন্ডে পা দিয়েছিলাম কে জানে ? অবশ্য জগত ভূখন্ডে অহরহ নিঃশ্বাস নিয়েই যদি নিশ্চিত থাকতাম তবে মানুষের দূর্ভাগ্যে অতটা মাত্রাহীন হতো না । পৃথিবীতে সকল অজ্ঞানতা নিয়ে ভূমিষ্ট হলাম এবং জাগতিক সকল মূর্খতা নিয়ে বেড়ে উঠলাম । সাথে সাখে স্বাদ আহ্লাদের বাক্স পেটারা খুলে বসলাম । ফলাফল অল্পতেই অবাক, স্বল্পতে হতবাক ।
আমার একখানা কম্পিউটার (ডেস্কটপ) খরিদ করার ইতিহাস কতকটা জানা অজানা তা নিয়ে আমি নিজেই সন্ধিহান । কেননা আমি বিলক্ষন নিশ্চিত মানুষের জ্ঞানে রাখার আরো অনেক বিষয় আছে, চক্ষু নিব্ন্ধ করার আরো অনেক উপাদান আছে । সেসব ফেলে মানুষ আমার কম্পিউটার খরিদের গালগল্প কোন বিবেচনায় উর্ধ্ব শীতল মস্তিষ্কে আশ্রয় দিবে ? আমার’তো মনে হয়, আমার কম্পিউটার কেনার ভয়ানক অনাচারে মানুষের অনেক আগেই আমার উপর বিতৃষ্ঞা এসে গেছে । আমার চারিপাশের মানুষগুলো এখনো যে আমার উপর লাঠিসোঠা নিয়ে তেড়ে আসে না্ই এটাই কি আমার জন্য কম সৌভাগ্যের নয় ।
এক কম্পিউটার খরিদ, অতঃপর বন্ধু পুলক, মেসমেট রাশেদ, সুমন এবং বর্তমানে জহির মামাকে যে পরিমান উৎপাতের মধ্যে রেখেছি তাতে অতি আশংকায় আছি কখন এদের মোবাইল বন্ধ পাই । আজ উইন্ডোজে ঝামেলা’তো কাল বিজয় বায়ান্নোতে প্যাঁজগি । এসব ঠিক’তো গুগুলের হোমপেজ উধাও । এক যন্ত্রতে কোথা থেকে যে এত উৎপাত পয়দা হয় তা আল্লাহ মালুম । অবশ্য জগতকূলে এতসকল উৎপাত কেবলই হয়তো আমার কাছে । কেননা উল্লেখিত ব্যক্তিবর্গের কাছে এসবের সহজ সমাধান দেখে আমিও তাজ্জব । যন্ত্রের কোথায় খোঁচা মেরে যে কখন কি কারিশিমা এরা দেখায় আমি অধম স্বচক্ষে দুই গরু চোখ দিয়ে তাকিয়েও এসবের কূলকিনারা করতে পারি না ।
জগতের সকল শখ আহ্লাদ সকলের জন্য আবশ্যক নয় । তাছাড়া নিজের বোকামীরও একটা যথাস্ত ধারনা উচিত । নচেৎ মানুষের খড়গ ঘাড়ে গর্দানে উঠতে বেশীদিন লাগবে না ।
বিঃদ্রঃ আজ থেকে গুগুলের হোম পেজ খুঁজে পাচ্ছি না । সৃষ্টিকর্তা বোধহয় জগত ভূখন্ড হতে এই বস্তু তুলে নিয়েছেন ।
পত্রিকায় একখানা হারানো বিজ্ঞপ্তি দেওয়া একান্তই আবশ্যক ।
................নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.