![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় এদেশে বেক্কল হওয়ার ভান্ডার স্রষ্টা একেবারে নিজ হাতে খুলে বসেছেন । স্রষ্টার এই দয়া আর দান দাক্ষিন্যে আমরা বহাল তবিয়তে বিবেক আর মূল্যবোধকে শিকায় তুলে ঠোঁট দু’খানা ফাঁক রাখি । আর অনবরত জাগতিক সকল যোগ্যতা-অযোগ্যতার মহা বিচারক সেজে নানান কমেন্ট করতে ভুল করি না ।
সুমাইয়া শিমুর বিয়ে নিয়ে নানান আপওিকর পাবলিক কমেন্ট কি প্রকার অসভ্যতা তা আমার জানা নেই । শুধু একটা কথাই মনে হয়, আমাদের মানুষ হওয়া আরো অনেক দূর ।
আমি জানি, আমার এ লেখায় কারো খেদ থাকতেই পারে । কেননা আমারও গাত্রবর্ন কালো । শুধু কালো বলিলে ভুল হবে পাতিলের তলার মতো কালো । সুতরাং কেউ যদি বর্ন পক্ষপাতিত্বে আমাকে দোষারোপ করেন তবে আমি তা নিঃসংকোচে মেনে নেব । কেননা স্বীয় ধর্ম বর্নের প্রতি প্রেম খারাপ কিছু নয় । উল্টোটা হলেই বরং আমি লজ্জায় পড়তাম ।
সুমাইয়া শিমুর স্বামীর এত যোগ্যতা থাকা সও্বেও যদি এমন আপওিকর মন্তব্য শুনতে হয়, তবে আমার মতো চূড়ান্ত অযোগ্য ব্যক্তির পৃথিবী বায়ু সেবনই বড় অন্যায় । তার উপর ঘর সংসারও করছি ।
কিছু মনে করবেন না, একটা লেখা পড়ার পর মেজাজটা আবোল-তাবোল খারাপ । তাই আবোল-তাবোল লিখলাম । ভালো থাকবেন ।
ঈদ মোবারক ।
................নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
আমাদের মানুষ হওয়া অনেক দুর, আপনার মানুষ হওয়ার সম্ভাবনা নেই।