![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক অতি সাধারণ একটা ছেলে যে স্বপ্ন দেখে অসাধারণ কিছু করার। কবিতা লিখি মনের খোরাকের জন্য , কবি হওয়ার জন্য না,তাই ছাপাবার সাহস পাই না ।সময় পেলে প্রচুর বই পড়ি।পড়তেই বেশী পছন্দ করি।নিজের ওয়েবসাইট https://www.nishnama.com/ তে এখন নিয়মিত লেখালেখি করছি। বন্ধু হতে এবং বানাতে পছন্দ করি। © নিশাত শাহরিয়ার এই ব্লগের সব লেখার (সংগ্রহীত ক্যাটাগরি ছাড়া ) সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না। তবে সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করা যাবে ।
আমি অবাক রাত্রিরে ঘুমুতে যাই,
আমার ঘুম আসে না।
আমি বিশাল আসমানে রাতের তারায় ঘুরে বেড়াই,
আমার ঘুম আসে না।
আমার যত অবাক সব দুঃখ মিটিমিটি হাসে,
আমি এন হ্যাথওয়ের পেছনে বাইসাইকেলে বসে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি।
আমি যখন ভাতঘুম দেই ধূসর বিকেলে
অচেনা মেয়েটি আমার ক্লান্ত মুখ দেখে মুচকি হাসে।
ফেলিসিয়া জানো কি?
আজকাল আমার স্বপ্নদোষও হয় না!
জমিন কাঁদে ফসলের হাহাকারে।
এমনতো নয় যে, আমি নত নই।
আমি ক্লান্ত নই।
আমি আমার দুনিয়ার শাখা প্রশাখায় তার গুনি,
আর দিন শেষে জলের সব গান শুনাই।
মনে রেখো,
হেই ফেলিসিয়া,
তোমার জলে ডুব দিয়েই আজ আমার এই ফল।
~ নিশাত শাহরিয়ার
২।১৩ এম/ ৩০/১০/২০১৯
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১২
নিশাত শাহরিয়ার বলেছেন: পর্ন কি তার সম্পর্কে ধারণা আছে?
গরু ছাগলে সামু ভরে গেছে দেখছি
২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১২
নিশাত শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ!
৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৯
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগা....
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১২
নিশাত শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাবলীল কাব্য মুগ্ধতার
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১৩
নিশাত শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা
১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯
নিশাত শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ
৬| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৫
নিশাত শাহরিয়ার বলেছেন: *
*
*
*
*
******
আমার ওয়েবসাইট নিশনামায় প্রকাশিত আমার অন্যান্য লেখাঃ
এবং 'বিয়ে'
বইয়ের পাতায়, বইয়ের ঘ্রানে......ও আমার সোনালি দিন!
আমি নিয়মিত আমার ওয়েবসাইটে লিখছি। আপনারা সেখানে আমার লেখা পড়তে পারেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৫
মাহমুদুর রহমান বলেছেন: সামু পর্ণগ্রাফী সমর্থন করে না । শরম থাকলে পোষ্ট রিমুভ দেন।