নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ তাসনিম (নিশাত)

হে নির্লজ্জ ভারত ক্রিকেট আমাদের প্রাণ। এটি হত্যা করার দুঃসাহস দেখাবেনা।

নিশাত তাসনিম

ফেসবুকঃ https://www.facebook.com/mohammed.tasnim.39

নিশাত তাসনিম › বিস্তারিত পোস্টঃ

৫বছরের জন্য যদি সামুর ব্লগারদের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হতো বাংলাদেশ সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যেত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

যেহেতু পোস্টের শিরোনাম সামুর ব্লগারদের নিয়ে তাই সামু ও সামুর ব্লগারদের সম্পর্কে কিছু কথা বলেই পোস্টটি শুরু করি।



যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা ব্লগ কোনটি তবে কোন সন্দেহ ছাড়া উত্তর হবে সামহোয়্যার ইন ব্লগ। এই ব্লগে এই পোস্টটি লেখা শুরু করার পর থেকে এখন পর্যন্ত মোট ১ লক্ষ ৬২ হাজার ২ শত ৪৪ জন ব্লগার রেজিস্ট্রেশন করা ছিলো আমি সামুর ১ লক্ষ ৫৩ হাজার ৮৫৪ নাম্বার ব্লগার। সামুর সুচতুরডেডিকেটেড ব্লগাররা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলো সামুর ১ নাম্বার পজিশন বজায় রাখতে হলে ব্লগ কর্তৃপক্ষকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। যদিও আওয়ামীলীগ বলে সামু ছাগু ব্লগ আবার বি এন পি বলে সামু নাস্তিক ভাদা ব্লগ এর পরও সামুর সাধারণ ব্লগাররা নিজেদের সাহিত্য চর্চা বা নাগরিক সাংবাদিকতার নিরপেক্ষ প্লাটফর্ম হিসেবে সামুকেই সর্বপ্রথম নির্বাচন করেন।এই ব্লগের পরিচালক ব্লগারদের স্বাধীন মত প্রকাশে বাঁধা দনের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী ছিলেন।



২০১২ সালের ৫ই ফেব্রুয়ারির পর থেকে বাংলা ব্লগ ও ব্লগার বাংলাদেশের সকল পেশার শ্রেনীর মানুষ এমনকি গ্রামে গঞ্জে পর্যন্ত পরিচিত হয়েছেন। নানা ভাবে আলোচিত হয়েছেন। তারা দেখিয়ে দিয়েছেন বিগত ৪৫ বছরে যা হয়নি তা ব্লগাররা একত্রিত হয়ে একটি নিরপেক্ষ উদ্যোগ নিয়ে খুব সহজেই করতে পারে। সামুর ব্লগারদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল রাজাকারের বিচার হবে। ২০১৩ সালে সে স্বপ্ন সত্যি হয়েছে। সরকারের একটি বিষয় প্রশংসা করতেই হবে আর তা হলো রাজাকারের বিচারের ক্ষেত্রে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক ছিলো।অবশ্য এখানে জামায়াত ভিন্নমত পোষণ করে। তাদের বক্তব্য যুদ্ধাপরাধীর বিচার আওয়ামীলীগের একটি রাজনৈতিক মুলা। ও আওয়ামীলীগের রাজনীতি করার অন্যতম প্রধান ইস্যু। আর এ ক্ষেত্রে তাদের অন্যতম প্রধান যুক্তি হলো সরকার যেখানে মুহূর্তের মধ্যে সংবিধান পরিবর্তন করে একদলীয় নির্বাচন করতে পারে , ৪ মিনিটে ঢাকা দুই ভাগ করতে পারে, ৫ ৭ ধারায় অনলাইনে মানুষের কণ্ঠরোধ করতে পারে, হেফাজত ইসলাম এর বিশাল গণজমায়েত কে মাত্র ২ ঘণ্টাই বাতাসে উড়িয়ে পারে, বিরোধী মতের ৩ টি চ্যানেল , ১ টি পত্রিকা ও ও জামাতের একটি ব্লগ বন্ধ করে দিতে পারে সেখানে জামায়াত কে নিষিদ্ধ করেনা কেন ? অবশ্যই এই প্রশ্নের জবাবে আওয়ামীলীগ নীরব থাকতে দেখা যায় এবং এই অভিযোগ এর বিরুদ্ধে তাদের গ্রহণযোগ্য কোন যুক্তিও নেই। তাই প্রথম দিকে বি এন পি এর ব্লগাররা শাহবাগ এর গণজাগরণ মঞ্চকে সমর্থন দিলেও পরে মঞ্চটি লীগ পরিচালিত একটি রাজনৈতিক কার্যক্রম হিসেবে চিহ্নিত করে সে আন্দোলন এর সাথে সহমত পোষণ করলেও মঞ্চে নেতৃত্বে থাকা চিহ্নিত আওয়ামীলীগ ও নাস্তিক ব্লগার দের কখনো সমর্থন করেনি।



ব্লগারদের অসহযোগ আন্দোলন, ফাঁসি না হওয়া পর্যন্ত নাছোড় বান্দার মত আন্দোলন চালিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত রায় নিয়ে বাড়ি ফেরা সব মিলিয়ে বাংলাদেশের আপামর জনতার কাছে ব্লগ ব্লগাররা বিশেষ ভাবে পরিচিত হয়ে বাংলা ব্লগকে সমৃদ্ধ করেছে।তাই অন্যান্য ব্লগের ব্লগারদের মতো আমরা সামুর ব্লগাররাও সরকারকে সাধুবাদ জানাই। ধন্যবাদ জানাই। মাননীয় সরকার আমরা সামুর ব্লগাররা আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। রাজাকারের ফাঁসির রায় কার্যকর করার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্লগাররা। ব্লগারদের এক হওয়া ছাড়া এটি কখনোই সম্ভব ছিলো না।



কিন্তু প্রিয় ব্লগার রাজাকারের বিচার ছাড়াও বাংলাদেশে বহু সমস্যা বিদ্যমান। একটি দেশের উন্নতি সে দেশটির অর্থনীতি , বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক শিক্ষা ব্যবস্থার উন্নতির উপর বহুলাংশে নির্ভরশীল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের এই তিনটির অবস্থা অত্যন্ত শোচনীয় । বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের অর্থনীতি , একমাত্র ভারত ছাড়া বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব খারাপ। আর শিক্ষাঙ্গনে সন্ত্রাস এতই জঘন্য থেকে জঘন্যতম হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সাধারণ ছাত্র ছাত্রী শুধু নয় মানুষ গড়ার কারিগররাও অনিরাপদ



রাজাকারের ফাঁসির মত করে অন্যান্য সব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু গুলোতেও ব্লগারদের এক হওয়া অত্যন্ত প্রয়োজন হলেও অন্য সমস্যা গুলোর ক্ষেত্রে সকল মতবাদের ব্লগাররা কখনো এক হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাই দেশের অন্যান্য সমস্যা গুলোর সমাধান এর জন্যও ব্লগারদের এক হয়ে প্রয়োজনে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলা দরকার বলে মনে করি।



আমাদের দেশের এই মুহূর্তে নাম্বার ১ সমস্যা ভারত। ১) সীমান্তে মানুষ হত্যা ২) বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র ৩) সুন্দর বনকে ধ্বংস করার ষড়যন্ত্র ৪) টিপাই-মুখ বাধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর ষড়যন্ত্র, ৫) বাংলাদেশের সিনেমা হল গুলোতে ভারতীয় সিনেমা প্রদর্শন করে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র ৬) বিনা করে ভারতীয় এয়ারটেল কোম্পানি সহ অন্যান্য কোম্পানির বাংলাদেশে ব্যবসা। সব লিখতে গেলে ১০০ ছাড়িয়ে যাবে।



যদি ব্লগাররা ক্ষমতায় থাকতো তাহলে এই সমস্যা গুলো তারা ৭ দিনে সমাধান করে ফেলতেন। কারণ জাতীয় ইস্যুতে আমরা সবসময় এক। কিছু দলকানা পাকিদের ভারতের দালালি করলেও অন্য সব ব্লগার জাতীয় স্বার্থ গুলোতে এক। সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে ভারতীয় ওয়েবসাইট হ্যাক এর কথা নিশ্চয় আমরা ভুলে যাইনি। ভাদারা ছাড়া সবাই কী বোর্ড যোদ্ধাদের সমর্থন দিয়েছিলো কারণ সরকারের কাছে এদেশের মানুষের জীবনের চেয়েও ভারত বেশী প্রিয় হলেও ব্লগারদের কাছে ফেলানী সহ সীমান্তে নিহত প্রায় ১১০০ বাংলাদেশী বেশী প্রিয়। এখন প্রশ্ন হলো কি করে সমাধান করতেন? সহজ উত্তর আমরা প্রয়োজনে না খেয়ে থাকতাম অথবা আমার ভাই এর জীবন বাঁচানোর জন্য বা আমাদের গর্বের ক্রিকেটকে বাঁচানোর জন্য বেশি দামে অন্য দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতাম আর ভারতের সকল পণ্য ও চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতাম। ভারতের সরকার কিন্তু আমাদের সরকারেরর মত নয়। তাদের কাছে সবার আগে দেশ। আর বাংলাদেশ যদি ভারতীয় পণ্য বর্জন করে তবে ভারতের কত বিলিয়ন কোটি টাকা ক্ষতি হবে তা বর্ণনা দেওয়ার কোন প্রয়োজন নেই। ভারত আমাদের ক্রিকেটকে কখনো ভালো চোখে দেখেনি। সবসময় হিংসা করেছে। টিপাই মুখ বাঁধ দিয়ে আমার দেশকে মরুভূমি বানাতে চায়। রামপাল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমাদের গর্বের সুন্দরবনকে ধ্বংস করে দিতে চায়। ব্লগাররা ভারতকে স্পষ্ট ভাষা হুশিয়ার করে দিতেন আমাদের প্রতি নির্যাতন ও আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তোমাদের নির্লজ্জ নাকটি গলানো বন্ধ করো। না হলে আমরা তোমাদের বর্জন করতে বাধ্য হবো।





মিডল ইস্টের বাংলাদেশী শ্রমিক নির্যাতন ও ভিসা সমস্যার সমাধানঃ বাংলাদেশ তার মোট জাতীয় আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে বিদেশে কর্মরত শ্রমিকদের মাধ্যমে।২০১২-১৩ অর্থবছরে আমাদের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০,৩৭৯,৮৬৭ কোটি টাকায়, যা ২০১১-১২ অর্থবছরে ছিল ৯,১৮১,৪১৪ কোটি টাকা (বৃদ্ধির হার ১৩.০৫ শতাংশ)। বেশির ভাগ শ্রমিক কাজ করে মিডল ইস্টে। সদ্য সমাপ্ত ২০১৩ সালে রেমিটেন্স এসেছে ১ হাজার ৩৮৩ কোটি ৮০ লাখ (১৩ দশমিক ৮৪ বিলিয়ন) ডলার। । যার ৩ ভাগের ২ ভাগ এসেছে মিডল ইস্ট থেকে। অথচ সেই মিডল ইস্টের সাথে সরকারের সম্পর্ক অত্যন্ত খারাপ। আমাদের দেশে সৌদি ডিপ্লোম্যাটিক খুন হয় অথচ সরকার খুনিদের এখনো খুঁজে বের করতে পারেনি। দুবাই এর সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ। সবচেয়ে দুঃখের বিষয় হলো ইউ এ ই বাংলাদেশের ১০ লাখেরও বেশি শ্রমিক কাজ করে বিলিয়ন বিলিয়ন টাকা রেমিটেন্স অর্জন করলেও লক্ষ লক্ষ পরিবারের দরিদ্রতা গোছলেও ওয়ার্ল্ড এক্সপো ২০২০ আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ভোট দিয়েছে রাশিয়াকে। জাতির বিবেকের কাছে প্রশ্ন কাকে ভোট দেওয়া উচিত ছিলো আর সরকার কাকে ভোট দিয়েছে। অনেক দিন ধরে ইউ এ ই এর ভিসা বন্ধ। অথচ ভিসা খুলার ব্যাপারে সরকারের কোন মাথা ব্যথা নেই। তার উপর রাশিয়াকে ভোট দেওয়ার কারণে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার।



এছাড়াও পদ্মা সেতু ইস্যু নিয়ে বিশ্ব ব্যাংক এর সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত খারাপ । দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে ১০২ কোটি টাকার ঋণচুক্তি বাতিলের পর জাইকা, এডিবি এবং আইডিবি তাদের ঋণচুক্তি বাতিল করেছে। ডঃ ইউনুছ ইস্যুতেও পশ্চিমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক তেমন ভালো নয়। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ। তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠান নি। এগুলো বাংলাদেশের জন্য কখনো ভালো ফলাফল বয়ে আনবেনা।



শিক্ষাঙ্গনে সন্ত্রাস রোধঃ সম্প্রতি রাবির ছাত্রলীগ পুলিশের যৌথ হামলায় ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের আহত হয়ে হসপিটালে ভর্তি হওয়া এই কিছু দিন আগেও অনলাইনে হট নিউজ ছিলো। তাই শিক্ষাঙ্গনে সন্ত্রাস নিয়ে ও মেধাবীদের পশু হয়ে সাধারণ ছাত্রছাত্রীদের বার বার রক্তাক্ত দেশের অন্যতম প্রধান সমস্যা।যে দেশের মেধা নেই সে দেশ কখনো উন্নতি করতে পারেনা। আর মেধার উন্নতির জন্য শিক্ষাঙ্গনের উন্নয়ন অনস্বীকার্য

এর আগেও বিসিএস সহ সকল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং বিসিএসের ফল বাতিল করে পুনঃর্মূল্যায়নের দাবিতে নামা চাকরিপ্রার্থীদের মিছিলে দফায় দফায় হামলা করেছে পুলিশ এবং ছাত্রলীগ। বিসিএস পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রাজধানীর শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়েছিলো। সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছিলেন। বিভিন্ন স্থান থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। শাহবাগ অবরোধ করতে ব্যর্থ হয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন। পরে মিছিলে বাধাপ্রাপ্ত হয়ে তারা ভিসি বাসভবনসহ ক্যাম্পাসে ভাংচুর করেন। শিক্ষার্থীদের 'পিছু হটাতে' কয়েক রাউন্ড গুলি এবং কয়েকশ' রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে পুলিশ।



এভাবে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের অত্যাচারে সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ঠ । কখনো বুয়েট কখনো কুয়েট কখনো শাবিপ্রবি কখনো চবি। কখনো রাবি কখনো জাবি। কোথায় নেই সন্ত্রাস? হাতে গোনা কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া আর কয়টি প্রাইভেট ইউনি থেকে মেধাবী বের হয়? দেশের কতভাগ মানুষের সামর্থ্য আছে ছেলে মেয়েদের প্রাইভেট ইউনিতে পড়ানোর?



শিক্ষাঙ্গনে সন্ত্রাস আমাদের জাতীয় সমস্যা। তাই সন্ত্রাস রোধেও আমাদের একত্রিত হওয়া অত্যন্ত জরুরী।



যদি আজ বাংলাদেশ সরকার পরিচালনার দায়িত্ব ব্লগারদের দেওয়া হতো তাহলে তারা মিডল ইস্টের সাথে সম্পর্ক আরো ভালো করে অতিসত্বর যে সব দেশ গুলোর ভিসা বাংলাদেশীদের জন্য বন্ধ সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করে ২০২০ সালের মধ্যে রেমিটেন্স অন্তত আরও ১০ গুন বাড়াতেন। সাথে নিজের স্বার্থের কথা চিন্তা না করে দেশের স্বার্থে ইউরোপ আমেরিকার সাথেও তারা সম্পর্ক জোরদার করা সহ বিশ্বের সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেন ।অর্থনৈতিক সমস্যা গুলোর সমাধান করতেন।

৫ বছরের জন্য ব্লগারদের বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। :P:P





মন্তব্য ৯০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

মদন বলেছেন: +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ মদন ভাই ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

বেলা শেষে বলেছেন: A very good Article, good explaination, good editing, good Information.
Salam & Respect to you...
...up to next time.

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ বেলা শেষে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

মুদ্‌দাকির বলেছেন: আপনার অনেক ধৈর্য , হেটস অফ B:-) B:-) B:-)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫

নিশাত তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

দি সুফি বলেছেন: শেষের দিকের কিছু কথায় আর একমত থাকতে পারলাম না। শুধুমাত্র এনএসইউ ছাড়া আর কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী বের হয়না? মেনে নিতে পারলাম না।
দেশের সফটওয়্যার খাতে সবচেয়ে বেশি অবদান এই বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করে আসা শিক্ষার্থীদেরই!

তবে, এটা মানতে হবে, আপনার ধৈর্য আছে ব্যাপক B-))

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৬

নিশাত তাসনিম বলেছেন: সুফি ভাই আপনি আর একটু ভালো করে খেয়াল করলে দেখবেন আমি বলেছি হাতে গোনা কয়েকটি প্রাইভেট ছাড়া আর কয়টি প্রাইভেট ইউনি থেকে থেকে মেধাবী বের হয়? ধরে নিলাম সারা বাংলাদেশে ১০ টি প্রাইভেট ইউনি থেকে মেধাবী বের হয় ।

আমার জানা মতে বাংলাদেশে ৫০ টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে এন এস ইউ ১ , চট্টগ্রামের ইউ এস টি সি ২ , আই ইউ বি এ টি ৩ , চট্টগ্রামের আই আই ইউ সি ৪ , এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ৫ নাম্বার এ রয়েছে।

এসব ইউনিতে বাংলাদেশের কত ভাগ স্টুডেন্ট পড়তে পারে যেখানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক দারিদ্র সীমার নিচে বাস করে ?

আর এসব প্রাইভেট ইউনিতে পড়ার সামর্থ্য আছে শুধু মাত্র দেশের সর্বোচ্চ ১০ % মানুষের ছেলে মেয়েদের। তাদের মধ্যে শতকরা কতজন মেধাবী ?

পুরা মেধাটাই তো নিহিত আছে বাকি ৯০ ভাগ এর মধ্যে ? তারা কি করবে ? তাদের জন্য একটি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন সময়ের দাবী।

অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: বিশাল পরিশ্রমী পোষ্ট। কিছু পড়লাম আর বাকীটুকু আবার এসে পড়বো। শুধু শিরোনামের সাথে দ্বিমত পোষণ করে যাই। আমাদের এলাকার কাছে রিক্সা গ্যারেজের পাশের চায়ের দোকানে দিন শেষে পরিশ্রান্ত মানুষগুলো যখন আড্ডায় মজে তখন মনেহয় শেখ হাসিনা, খালেদা জিয়া শুধুমাত্র তাদের কথা শুনছেনা বলেই দেশের এই দুরবস্থা। যেন তাদের কথা শুনলে সাতদিনের মধ্যে ঢাকা শহরে রিক্সার বদলে বাইভার্বাল চলতো। তাদের হাতে ইন্টারনেট নেই বলে এগুলো তারা প্রচার করতে পারছেনা। আমি তাদের ক্ষমতায়নের পক্ষে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১১

নিশাত তাসনিম বলেছেন: শিরোনামের মধ্যে অন্তর্নিহিত যন্ত্রণাময় আকুল আকুতি। সম্পূর্ণ পোস্ট পড়ে আবার একটি মন্তব্য করার প্রত্যাশাই রইলাম।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে বলেন না!

জয় বাংলা বললেই চলবে!

আর শুধূ কটা রাজাকার ঝুলীয়ে দিলেই কেল্লাফতে!

নিজের বেয়াই রাজাকার হলেও যুদ্ধপরাধী না বলার পরও বোঝেন না কেন?

সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আজ দেশকে কোথায় ঠেলে দিচ্ছে তারা???

সামু ব্লগারদের মাঝেও ভাদা-পাদা দেখেননি!!

তবে আর ভরসা কই?

তবে স্বপ্নটা খারাপ না;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৮

নিশাত তাসনিম বলেছেন:
জয় বাংলা এই দেশের গণ মানুষের শ্লোগান। এই জয় বাংলা শ্লোগান দিয়েই পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি ভারতের কাছে দেশটিকে বিক্রি করার জন্য নয়। দেশ পাকিস্তানকে দেয়নি ভারতকেও।

সারা বিশ্ব থেকে কেউ দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে নিজেরাই বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশ্বের অতীত ইতিহাস তাই সাক্ষী দেয়।

ভাদা পাদা তো থাকবেই । এদের বাদ দিয়েই আমরা। আমরা তাদের কখনো গোনাতে ধরি না।

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: অনেক সময় নিয়ে লিখছেন তাতে বোঝা যায় যে লিখার একটা বিশাল উদ্দেশ্য আছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২১

নিশাত তাসনিম বলেছেন: লেখার উদ্দেশ্য একটাই ঝুঁকি-হীন অর্থনীতি চাই , ভারতীয় হিংস্র ও নোংরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই , সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
পরিশ্রমি পোষ্ট।

শিরোনাম সঠিক হয় নি। এর কারণে পোষ্ট কিছুটা হালকা হয়ে গেছে।


+ :#)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৩

নিশাত তাসনিম বলেছেন: শিরোনামের মধ্যেই লুকিয়ে রয়েছে এক অপ্রকাশিত অন্তরজ্বালা ।

ধন্যবাদ আপনাকে আশরাফ মাহমুদ মুন্না ভাই :)

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

পথহারা নাবিক বলেছেন: আর দেশকে আফগানিস্থান করতে চাইলে পাঠক, স্বর্ণা , আমি বেইমান। নিয়েল হিমু, কলাবাগানের মতো লোকদের হাতে দিলেই হবে!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৫

নিশাত তাসনিম বলেছেন: কেমনে কি ? :| :|

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

পথহারা নাবিক বলেছেন: নিশাত আপু খেয়াল করিনি!!! শুভ জন্মদিন!! !:#P !:#P !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৮

নিশাত তাসনিম বলেছেন: নাম নিয়ে বড় সমস্যায় আছি । একদম মাথার উপ্রে দেখবেন নাম লেখা আছে মোহাম্মদ তাসনিম (নিশাত) ।

অনেকেই নাম শুনে এই ভুল করে । :( :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৯

নিশাত তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । :)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P !:#P !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩০

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ :)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্যাপক কষ্ট করে ফেলসেন দেখা যায়।ওয়েল ডান নিশাত।
জন্মদিনের শুভেচ্ছা ||

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২

নিশাত তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছ মুন :)

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

মনে নাই বলেছেন: ব্লগাররা ৫ বছরের মধ্যে দেশকে এগিয়ে নিতে পারবে নাকি নিজেরা মারামারি করে আরো পিছিয়ে নিবে তাতে আমি নিশ্চিত না হলেও আপনি যে সমস্যাগুলো তুলে এনেছেন তাতে কোন সন্দেহ নেই।

অনেক ভালো লিখেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

নিশাত তাসনিম বলেছেন: কিছু পাকিস্তানি রাজাকার ও ভারতীয় দালাল ছাড়া দেশের জাতীয় স্বার্থ গুলোতে আমরা সবসময় এক :)

ধন্যবাদ আপনাকে ।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন নিশাত তাসনিম
!:#P !:#P


পরিশ্রমী পোস্ট!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই =p~ =p~

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

একজন ঘূণপোকা বলেছেন:
অস্থির

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ একজন ঘূনপোকা ভাই । ভালো থাকুন ।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

আমি তুমি আমরা বলেছেন: মুদ্‌দাকির বলেছেন: আপনার অনেক ধৈর্য , হেটস অফ B:-) B:-) B:-)

এবং অতি অবশ্যই শুভ জন্মদিন !:#P :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

রাবার বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ রাবার :)

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ জন্মদিন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ অভি ভাই ।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

সুমন কর বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P !:#P !:#P !:#P

কষ্টসাধ্য পোস্ট।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৯

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকুন :)

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

গোর্কি বলেছেন:
শুভ জন্মদিন। ব্যাপক কষ্টসাধ্য পোস্টে অগণিত প্লাস। শুভেচ্ছা আর ভাল থাকুন সারাবেলা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪০

নিশাত তাসনিম বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকা হোক সারাক্ষণ । শুভ কামনা সবসময়।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

উদাস কিশোর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ।
অনেক কষ্ট করে দারুণ একটি পোষ্ট করেছেন :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪১

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর ভাই :)

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

অদ্ভুত_আমি বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P !:#P !:#P !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ অদ্ভুত_আপনি :)

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ৫ বছরের জন্য ব্লগারদের বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। ;) ;) ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

নিশাত তাসনিম বলেছেন: আমিও তাই বলি B-) B-)

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

মোহিত সোহাগ বলেছেন: লেখাটি নিঃসন্দেহে ভালো হয়েছে। তবে যে সমস্যা নিয়ে আপনি লিখেছেন আর সমস্যার যত সহজীকরণ করেছেন, তাতে আমি একটু বাগড়া না দিয়ে পারছি না বলে দুঃখিত! আশা করি নেতিবাচক ভাবে নেবেন না।

সমস্যাটা আসলে একটু জটীল ও বিপরীতমুখি । যেমন-

১। যুদ্ধাপরাধের বিচার কার্যকর করতে হলে আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে হবে; কিন্তু আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে হলে এই তার সরকার রাশিয়াকে ভোট না দিয়ে উপায় নেই, যেহেতু অন্য মোড়ল আমেরিকা তার বিপক্ষে অবস্থান নিয়েছে।
২। দেশের রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ধরে রাখতে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের পক্ষে অবস্থান নেয়া জরুরী; কিন্তু মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ যুদ্ধাপরাধের বিচারকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। এর পেছনেও অনেক কারণ আছে, সেগুলো এখানে আলোচনা করাটা বাহুল্য।
৩। ভারতের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রেও সরকারকে আন্তর্জাতিক রাজনীতির এই হেজিমনি ফ্যাক্টরকে মাথায় রাখতে হছে। সারা বিশ্বের বিরোধীতা সত্ত্বেও শুধু ভারতের প্রকাশ্য সমর্থনের জোড়েই সরকার এখোনো টিকে আছে...

যুদ্ধাপরাধের বিচার ও মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক; এই পরস্পর বিপরীতমুখী সমস্যার সমাধান কেমনে সম্ভব? কোন সমাধান থাকলে বাতলান...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

নিশাত তাসনিম বলেছেন: আপনার মন্তব্যের জবাবটা রাতে দিচ্ছি ভাই। ভালো থাকুন সে পর্যন্ত।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

একজন ঘূণপোকা বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা দেয়া হয়নি :( :( :(




শুভ জন্মদিন ম্যান !:#P !:#P !:#P !:#P


বি হ্যাপি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

নিশাত তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#
আর লেখাটা খুব ভাল লেগেছে। যদিও শেষের কথার সাথে আমি একমত না "৫ বছরের জন্য ব্লগারদের বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দেওয়া হোক।"

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

নিশাত তাসনিম বলেছেন: নেক ধন্যবাদ । "৫ বছরের জন্য ব্লগারদের বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দেওয়া হোক।" এটা কথার কথা আর কি :)

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

রাসেলহাসান বলেছেন: চমৎকার পোস্ট!! +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই ।

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫

পাঠক১৯৭১ বলেছেন: সামুর ব্লাগারদের ৬০% ভাগ দেখি ধর্ম প্রচার করে: নতুন নবী; এরা হলো প্রস্তর যুগের গুহা-মানব।

সামুর ব্লগারদের মাঝে ২% অর্ঠনীতি জানে কিনা সন্দেহ আছে।

সিংগাপুরের অর্ঠনীতি যিনি গঠন করেছেন উনার নাম ২% ব্লগারও জানে না; আপনিও জানেন না; সিংগাপুর সোজা ব্যাপার নয়!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

নিশাত তাসনিম বলেছেন: সিংগাপুরের অর্ঠনীতি যিনি গঠন করেছেন উনার নাম ২% ব্লগারও জানে না; আমি জানি । তার নাম হাউ কাউ ।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৬

এম মশিউর বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট!


শুভ জন্মদিন। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই ।

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১২

খেয়া ঘাট বলেছেন: শুভজন্মদিনেতো একেবারে বিশাল পরিশ্রমী পোস্ট দিয়েছেন ।
++++++++++
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

নিশাত তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার । জন্মদিন স্পেশাল পোস্ট আর কি ? :P

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

মেহেরুন বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ মেহেরুন :)

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্ররিশ্রমী পোস্ট।

শুভ জন্মদিন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ।

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

দিবা স্বপ্ন বলেছেন: খুবই ধৈর্য্য নিয়ে পরিশ্রমী একটি পোস্ট দিয়েছেন। আপনার লেখার ভিতরের বিষয়ের সাথে একমত পোষন করলে শিরোনামটির সাথে একমত পোষন করতে পারছি না। সুন্দর পোস্টে এত্তগুলো প্লাস।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

নিশাত তাসনিম বলেছেন: শিরোনাম আসলে কথার কথা । আমি ব্লগারদের দায়িত্ব দিতে বলেছি এবং এটি দিয়ে বুঝাতে চেয়েছি আমাদের দেশের নেতা নেত্রীদের চেয়ে ব্লগাররা অনেক দেশ প্রেমিক :)

অনেক ধন্যবাদ আপনাকে।

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

বেকার সব ০০৭ বলেছেন: নিশাত তাসনিম আপু আপনি একটা জিনিয়াস। পোস্ট লেখার জন্য আপনি অনেক সময় ব্যায় করেন এবং অনেক ধৈর্য আছে বটে।

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল


নেন

খান

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

নিশাত তাসনিম বলেছেন: আমার নাম মোহাম্মদ তাসনিম । তাসনিম বলতে পারেন ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । :)

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

বেকার সব ০০৭ বলেছেন: আমি সামুর ১ লক্ষ ৫৩ নাম্বার হাজার ৮৫৪ নাম্বার ব্লগার। এটা তো আপনার ২য় নিক

প্রথম নিকে কততম ব্লগার ছিলেন

নাম্বার লেখাটা দুইবার আসছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

নিশাত তাসনিম বলেছেন: আমি আমার প্রথম নিকটা আর ব্যাবহার করছিনা। দুইটা নিক একসাথে চালাচ্ছিনা। ১ম নিক থেকে সামুর প্রথম ৬০ হাজার ব্লগারদের মধ্যে আমি একজন।

ঠিক করে দিচ্ছি। ভালো থাকুন।

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

লিন্‌কিন পার্ক বলেছেন:

সম্ভবত এইটা আপনার ২য় নিক । তবে নিক যেটাই হোক পোস্ট ব্যাপক !!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

নিশাত তাসনিম বলেছেন: জি হ্যাঁ এটি আমার ২য় নিক । আপনি ঠিক ধরেছেন । প্রথম নিকটা আর ব্যবহার করছি না । তাই নতুন নিকে শুরু করলাম নতুন বছরের প্রথম থেকেই।


অনেক ধন্যবাদ তওসিক ভাই।

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানবেন :) ,
যদিও একেবারে বাসি করে দিলাম :!>
কি করি বলুন , ছিলাম না অনলাইনে কদিন ...
আর হ্যাঁ , এই পোস্টটাও শোকেসে নিলাম ... ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

নিশাত তাসনিম বলেছেন: কয়েকদিন ব্লগে না দেখে ভাবলাম আমার প্রিয় ব্লগার গেলো কই। আজ দেখি হাজির :)

অনেক ধন্যবাদ।

৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: wordpress এর লিংক গুলো কাজ করছে না !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

নিশাত তাসনিম বলেছেন: সব গুলো লিঙ্ক আবার দেখলাম সব লিঙ্ক ঠিক আছে। কোনগুলো কাজ করছেনা একটু কপি করে দিবেন কি ?

৩৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:

সামুর ব্লগাররা পুরো বাংলাদেশের রূপই ধারণ করে । কাজেই তাদেরকে ৫ বছরের দায়িত্ব দিলে কী হবে...আর বলতে চাচ্ছি না । /:)

সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাল...

সামনের বছরের জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা রইল !:#P
:P

আপনার নামটা নিয়ে বেশ মজা হলো =p~
সেবা প্রকাশনীর রওশন জামিলের মতো ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

নিশাত তাসনিম বলেছেন: হা হা হা ভগিনী পনি আমি আসলে বলতে চেয়েছি এই সব চোর ডাকাত নেতা নেত্রীর চেয়ে ব্লগাররা অনেক বেশি দেশপ্রেমিক এবং নিজের চেয়ে কিছুটা হলেও দেশের ভালো মন্দকে গুরুত্ব দেয়। ব্লগাররা আর যা করুক সুন্দরবন ধ্বংস করবেনা।বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্রকে রুখে দিবে।

অগ্রিম শুভেচ্ছার জন্য অগ্রিম ধন্যবাদ।

নাম নিয়ে বড় সমস্যায় আছি। সবাই মেয়ে মনে করে । কি করতাম কন।

৪০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে অনেক যোগ্য ও মেধাবী আছেন কোন সন্দেহ নেই।তাপরও দেশ পরিচালনা করা রাজনীতিবিদদের কাজ । আসলে সুশাসনের বিকল্প নেই কোন দেশের উন্নয়নের জন্য। দূর্নীতি বন্ধ হলে দেশ ব্যাপক উন্নতি লাভ করবে। সেটার নিশ্চয়তা দিবে কে?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

নিশাত তাসনিম বলেছেন: একটি দেশের মেথর সুপারভাইজার থেকে শুরু করে আমলা মন্ত্রী পর্যন্ত সবাই যখন দুর্নীতি করে তখন দেশটি কি করে এগিয়ে যাবে?

৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

তাসজিদ বলেছেন: অনেক কষ্ট করে দেয়া পোস্ট।

কিন্তু এ শিরোনাম দিয়েছেন তাকে আমি হাস্যকরই বলব। ব্লগ আর বাস্তব দুনিয়া এক না। ব্লগে আপনি বড় বড় কথা বলতে পারবেন, রাজনিতিবিদ আমলাদের গালি গালাজ করতে পারবেন। কিন্তু বাস্তব দুনিয়াতে সামান্য প্রতিবাদও করতে পারবেন না।
কারণ সে সাহসই আপনার থাকবে না। চুপচাপ সুবিধাভোগী দের দলে ভিড়ে যাবেন।


কারণ বিপ্লবী দের এখন মাঠে পাওয়া যায় না। তাহারা ফেসবুক ও ব্লগে থাকেন।


শুভকামনা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৫

নিশাত তাসনিম বলেছেন: আমিও জানি শিরোনামটি যথাযথ হয়নি। আসলে এই শিরোনামের মধ্যে একটি চাপা ক্ষোভ রয়েছে। ব্লগ আর বাস্তব দুনিয়া এক না হলেও অন্ত এটা বিশ্বাস করি যে বর্তমান নেতা নেত্রীর চেয়েও ব্লগাররা বেশি দেশ প্রেমিক। ওরা যাই করুক দেশটাকে নিজেদের স্বার্থে অন্তত বিক্রি করে দিবেনা। বিগত ৪৫ বছরে যা হয়নি ব্লগার ২০১৩ তে তা করে দেখিয়েছে।

বিপ্লবীদের মাঠে পাওয়া যায়না কারণ তাদের উপর সরকারী পুলিশ বাহিনী দমন পীড়ন চালায়।

দেখেন নি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কিভাবে নির্মম ভাবে পিটিয়েছে ছাত্রলীগ আর পুলিশ ?

৪২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

তাসজিদ বলেছেন: আমি অনেক কে দেখেছি মাঠে ময়দানে সততার বুলি উড়াতে, চে কেপ মাথায় ধারণ করতে.....................।

পরবর্তীতে তারাই কাস্টম, পুলিস কিংবে অ্যাডমিনে জয়েন করেছে। যাবতীয় বুলিকে পায়ে মাড়িয়ে...............।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৬

নিশাত তাসনিম বলেছেন: দরকার একটি অনিবার্য বিপ্লবের।

৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

তাসজিদ বলেছেন: প্রিয় নিশাত তাসনিম,

ব্লগারদের সাফল্য আছে। কিন্তু যদি বড় স্কেলে দেখা হয় তাহলে আমি বলব যে সাফল্য আছে তাকে বড় করে দেখে সুযোগ নেই।

আপনে ব্লগার দের দেশপ্রেম কে অনেক বড় করে দেখছেন। ভাল

কিন্তু সততা ও দেশপ্রেম তখনই আসল বলে ধরে নেয়া যায় যখন তা পরীক্ষার সম্মুখীন হয়। যখন আত্মস্বার্থ র পথে দেশপ্রেম ও সততা বাধা হয়ে দাঁড়ায় তখন যদি সে সততার পথ কে বেছে নেয় তখনই সে খাটি দেশপ্রেমিক কিংবা খাটি সৎ।



আর আমি অসংখ্য সংখ্যা কে দেখেছি আত্মস্বার্থ প্রশ্নে বেলুনের মত চুপসে যেতে। আত্মস্বার্থ আসলেই বাঘ বিড়ালের মত মিও মিও করে। নিজের কাটার ভাগ নিয়ে ভেগে যায়।


শুভরাত্রি।




২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

নিশাত তাসনিম বলেছেন: তার মানে কি দাঁড়ালো আমাকে আপনাকে ও আমাদের সহব্লগারদের যদি সত্যি সত্যি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তবে আমরা এখনের মন্ত্রী এম পি দের মতো চুরি করবো ? :| :|

৪৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


হ্যাটস অফ !!! দুর্দান্ত একটা পোস্ট।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:২০

নিশাত তাসনিম বলেছেন: সম্মানিত ব্লগার আপনার মন্তব্য অবশ্যই আমাকে অনুপ্রেরণা যোগাবে।

অনেক ধন্যবাদ।

৪৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: তাইলে ক্যাচাল ভাল কইরাই লাগবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.