![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- দোস্ত দেখে দেখ, ওই মেয়েটা একা যাচ্ছে।
~ হ্যারে এই সুযোগ আর পাব না।
- হ্যারে। আশেপাশে কাউকে দেখছি না। এটাই উপযুক্ত সময়।
~ হুম চল।
.
অতঃপর দুজন প্ল্যান করল। মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎই ছেলে দুটা এসে মেয়েটাকে তুলে নির্জন একটা জায়গায় নিয়ে এলো। মেয়েটার হাত পা মুখ বেঁধে রাখল। যার কারণে মেয়েটা চিত্কারও করতে পারছে না। দুচোখে শুধু হায়নাদের দানবী চোখ এবং তাদের লোভ লালসা দেখতে পাচ্ছে। দুচোখ দিয়ে শুধু পানি ঝরছে।
.
হঠাৎই ছেলে দুটা থেমে গেল। একদম নিশ্চুপ হয়ে গেছে। তাদের মনের সকল লোভ লালসা নিমিষেই উড়ে গেল। অন্যদিকে মেয়েটা নিজেকে মুক্ত করার চেষ্টা করেই যাচ্ছে। অবশেষে কিছুক্ষণ পর মেয়েটা সফল হল। সে নিজেকে বাঁধন থেকে মুক্ত করল। তারপর দৌড়ে চলে গেল। যেন বহুদিনের বন্দী পাখি তার খাঁচা থেকে মুক্ত হয়েছে।
.
অন্যদিকে ছেলে দুটা নিশ্চুপেই বসে রইলো। হঠাৎ তাদের মনের সকল লোভ লালসা নিমিষেই উড়ে গেল কেন? কারণ ছেলে দুটা যখন মেয়েটার উপর হামলা দিতে যাচ্ছিল তখন তারা কিছুটা দূরে একটা দৃশ্য দেখল। যা দেখে তাদের মনের সকল লোভ লালসা উড়ে গেল।
.
সেই দৃশ্যটি হলঃ একটি বোন তার ভাইয়ের মুখে পরম তৃপি সহকারে খাবার তুলে দিচ্ছিল। যা দেখে ছেলে দুটার মনে নিজেদের বোনের নিষ্পাপ চেহারা ভেসে উঠল। নিজের বোনের ভালবাসার কথা মনে পড়ল। যার ফলে ছেলে দুটার মধ্যে অনুশোচনাবোধ কাজ করল। তাই তাদের মনের মধ্যে থাকা সকল লোভ লালসা উড়ে গেল।
.
প্রতিটি ছেলের উচিত, কোনো মেয়েকে খারাপ নজরে দেখার আগে নিজের বোনের কথা ভাবা। আপনারও তো বোন আছে। তার সাথে যদি কখনো খারাপ কিছু হয়ে যায় তখন আপনার কেমন লাগবে? বিবেককে একবার প্রশ্ন করুন।
.
যাকে ধর্ষণ করা হয় শুধু সি মেয়েটাই হয় না। গোটা নারী জাতিই ধর্ষিত হয়, গোটা মানব জাতিও হয়।
.
নিরাপদ রাখুন মায়ের জাতিকে, বোনের স্নেহ ভরা ভালবাসা গুলোকে, নিরাপদ রাখুন নারী জাতিকে। এটা সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।
.
লিখাঃ Nishi Chowdhuri (রাত্রির আম্মু)
©somewhere in net ltd.