নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

এসলামের বিচার মানলে কেন ঈমান ঢিলা হবে?

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

বড়লেখার মুছেগুল এলাকায় গ্রাম্য সালিশে এক গৃহবধূকে দোররা মারার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।



এলাকাবাসী ও একাধিক সূত্র জানায়, উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের দক্ষিণ মুছেগুল গ্রামের দুবাই প্রবাসী বোরহান উদ্দিনের স্ত্রী রোশনা বেগমের সঙ্গে একই গ্রামের মুছবি্বর মিয়ার ছেলে আবদুল কাদিরের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে রোশনা একটি সন্তান প্রসব করেন।



সম্প্রতি রোশনার প্রবাসী স্বামী দেশে ফিরে এলে জানতে পারেন পরকীয়ার বিষয়টি। বিষয়টি গ্রাম্য সালিশে এলাকার শাহাব উদ্দিন, মহরীর আবদুল আজিজ, মইজু মিয়া গংরা শুক্রবার (২১ ডিসেম্বর) স্থানীয় মসজিদে বসে সালিশ বৈঠক বসান।



সালিশে গৃহবধূ রোশনাকে অর্ধশত দোররা মারা হয় এবং প্রসবকৃত সন্তান প্রেমিক আবদুল কাদিরকে সমঝিয়ে দেওয়া হয়।



বিষয়টি ধামাচাপা দিয়ে রাখে সালিশকারীরা, এমনকি বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই গৃহবধূকে হুমকি দেয় গ্রাম্য মাতব্বররা



গত শুক্রবার রোশনা পিত্রালয়ে যাওয়ার পর উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে তোলপাড়ের সৃষ্টি হয়।



এ ব্যাপারে সালিশে নেতৃত্বদানকারী শাহাব উদ্দিন সালিশ হয়েছে স্বীকার করলেও দোররা মারার ঘটনাটি অস্বীকার করেন



অবৈধ সম্পর্ক বা পরকিয়া নিয়ে এসলামের আয়াত-হাদিসগুলা মনে করলেই আপ্নে বুঝতে পারবেন ঐ গ্রাম্য সালিসে কেউই কোনো ভুল করে নাই। তা হলে কেন সালিশের ব্যাপারটি কাউকে না জানাবার জন্য হুমকি দেওয়া হল? গৃহবধুটি অপরাধী হলে তো এসলামের আইন মোতাবেক ঠিক বিচারই হয়েছে। বরঞ্চ মাটিতে পুতে পাথর যে মারা হয় নাই, এইটাই তো অনেক বড় ধরনের ছাড়!



এদেশের মাটিতে এসলামের বিদ্বানদের বিচার হতে পারবে না। একাত্তরে ভুল যদি কেউ করেই থাকে, তা আল্লাহ মাফ করার মালিক, তিনিই মাফ করবেন। মানুষের সাধ্য কি আলেম-উলামাদের বিচার করে?



আল্লাহ আইন করেছেন, সেইটা কায়েম করতে হবে। বেদ্বীন দেশের বেদ্বীন নির্বাচন কর্তৃপক্ষের ঠেলায় পড়ে গঠনতন্ত্র শোধরানো হলেও জানের ভেতরে, কলবের ভেতরে তো এসলাম জেগেই আছে। সেই জোশ, সেই আগুন তো আর কেউ নিভাতে পারবে না। সাড়ে সাত ইঞ্চি লাম্বা আর সোয়া ইঞ্চি ঘেরের মেশিন চলিতেই থাকপে



নারায়ে তাকবির।









সংবাদের সূত্রঃ Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

দেশী মামা বলেছেন: শব্দটা ইসলাম , এসলাম না ।

বাইঞ্চতের ছা -তোর মুখে মুতি টাইপ কিছু বলতে পারতাম ।

কিন্তু আপনার মুখ থেকে আমার কমোড বেশি পরিষ্কার বলে সেখানেই মুতে এলাম । /:)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

নিষ্‌কর্মা বলেছেন:
মুতিতে হৈলে আগে খালেদা বিবির মুখে মুতেন গিয়া, উনি তো আবার বৃহত্ত্র জামাতের আমির কিনা।

এসলাম শব্দটা উনার কাছ থেকে সংকোচের সাথে ধার করেছি মাত্র। হে হে হে . . .

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

স্বাধীন শোয়েব বলেছেন: এটা বাঁ-শ দিতাম। কিন্তু শেষের প্যারা পইড়া কইতে বধ্য হইলাম আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আমি চিন্তা করতেছি জেলের ভেতর উনারা কি ল্যান নটওয়ার্ক স্থাপন করেছেন কিনা। অনেকদিন ধরে জেলে আছেন, মেশিন তো বসে থাকবে না। সেত দাঁড়াবেই ।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

নিষ্‌কর্মা বলেছেন: বাঁশ দেন, ভাল করেই দেন। তবে যাদেরকে দেওয়ার তাদেরকে দেন! অভাগাকে কেন দেবেন??

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

শূন্য পথিক বলেছেন: ইসলাম।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

নিষ্‌কর্মা বলেছেন: বৃহত্ত্র জামাতের আমির-এর থেকেই এসলাম শব্দটা সংকোচের সাথে ধার করেছি মাত্র। হে হে হে . . .

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

তিমির কাণ্ডারি বলেছেন: Taile more jan bhai banglar mati te nisshas newar odhikar apnar moto bejonmar nai . alem olama or WHOEVER we dont give a shit. there's no double standard in BANGLADESH .

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

নিষ্‌কর্মা বলেছেন: আলেম ওলামা বলতে যদি কিছু জালেমকে বুঝে থাকেন, তা হলে আমার কিছু করার নাই। এরা ধর্ম ব্যবসায়ী, এদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। এইটাই আমাদের নতুন প্রজন্মের জন্য যুদ্ধ।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

দেশী মামা বলেছেন: @ সবাইকে

এইটা একটা নতুন পিছলামি ইসলাম বিদ্বেষী হারামজাদাগুলার ।
প্রথমে ইসলামকে ইচ্ছা মতন গালি গালাজ করে পচাবে । এর পর এক কোনায় জামাত-শিবির বিরোধী দুই লাইন লাগাইয়া দেবে । জামাত-শিবির বিরোধী ওই দুই লাইনের জন্য কেউ এই সব হারামজাদা গুলার কথার প্রতিবাদ করে না ।

জামাত-শিবিরের গুষ্টি ......দি ।

কিন্তু তোর পু......নিও মাফ নাই ।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

নিষ্‌কর্মা বলেছেন: বেরাদারে এসলাম! আফনে একটা চশমা লৈন তাড়াতাড়ি। এই লেখায় এসলামকে গালিগালাজ করা হয় নাই, এমন কি জামাত-শিবিরকেও গাইল দেওয়া হয় নাই। বলা হৈসে একদল জালেম সমন্ধে, যাদের সমন্ধে এমনকি ১৪০০ বছর আগেও একই ধরনের সতর্কবানী এসেছিল।

মুনাফিকদের সাথে, ধর্মকে ব্যবহার করে এমন লোকদের ব্যাপারে সেই সময় থেকেই হুশিয়ার করা হয়েছে।

এখন আফনে যদি মনে করেন যে একাত্তরের ঐ জালেমগুলা এসলামের খাদেম আর জামাতের নেতা, তা হলে আফনে বা আফনের মত লোকেরা ভুল করছেন।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

মেলবোর্ন বলেছেন: ক্যচাল পোস্ট, জামাতে ইসলাম আর ইসলামকে এক কাতারে মিশিয়ে বিদ্বেষপুর্ন পোস্ট

"এদেশের মাটিতে এসলামের বিদ্বানদের বিচার হতে পারবে না। একাত্তরে ভুল যদি কেউ করেই থাকে, তা আল্লাহ মাফ করার মালিক, তিনিই মাফ করবেন। মানুষের সাধ্য কি আলেম-উলামাদের বিচার করে? "

দোষিদের বিচার অবশ্যই হবে জামাতিদের যারা একাত্তরে এদেশে শ্রেশ্ঠ সন্তানদের হত্যা করেছিল তাদের ফাসি হওয়া উচিৎ তবে জামাতি হইলেই কি আলেম-উলামা তা আপনাকে কে বললো ,

আর পোস্ট করেছেন: ৬২০টি ব্লগ লিখেছেন: ২ বছর ৯ মাস

তাই এসলাম না হয়ে ইসলাম হবে তা জানেন এবং জেনেও শুধু হিটের জন্য এমন অবমাননা না করলেও পারতেন আপনার আহের একটি পোস্ট থেকেই তুলে দিলাম

মুসলমান হতে হলে কি কি করা লাগে?

কোর'আন হাদিস পড়া লাগে, সেই সব পবিত্র গ্রন্থে যা যা বলা আছে তা মেনে চলা লাগে। ইসলাম জঙ্গী হতে, উদ্ধত হতে, পরশ্রীকাতর হতে মানা করে।

উলটো বলেঃ তুমি বিনয়ী হও, অপরের মতকে শ্রদ্ধা কর, অবিচার করো না, বিনা কারণে একটা জীব হত্যা করো না। বলে তোমার দাস-দসীদের তাই খেতে দাও, পরিধান করতে দাও যা তুমি নিজে খাও এবং পরিধান কর।

বলে স্বামীর উপরে স্ত্রীর ততখানি দাবী যতখানি স্বামীর দাবী স্ত্রীর উপরে। বলে জ্ঞান অর্জন করা সকলের জন্যই আবশ্যক।
বলে ন্যায় বিচার করতে।
বলে মিথ্যার আশ্রয় না নিতে।
বলে সৎ পথে থেকে জীবিকা আহরন করতে।

ইসলাম তার অনুসারীদের এমন আরো অনেক সৎ ও গঠনমূলক উপদেশ দেয়। আর একজন মুসলমানের উচিত সেই সব আদেশ এবং উপদেশ মেনে চলা। Click This Link

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

নিষ্‌কর্মা বলেছেন: আমার ব্লগ পড়ার জন্য ধন্যবাদ। ইসলামের ভালো দিককে যেমন আমার পছন্দ, তেমনি খারাপ দিকগুলো নিয়েও আমার আছে চরম ঘৃণা। বিশেষ করে যারা ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেই আজম-নিজামি গংদের আমি ঘৃণা করি। আমি চাই এই বেজন্মাগুলার উপযুক্ত সাজা হোক।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

মেংগো পিপোল বলেছেন: ভাই মুছবি্বর মিয়া আপনার পরকীয়া করাটা ঠিক হয় নাই। মহিলাকে দোর‌্যা মারলো আর আপনাকে ছেড়ে দিল সেটা ভেবেই তো সংকিত হচ্ছি। আর রোশনা প্রসব করা সন্তান টি বুঝে পেয়ে নিশ্চই ভালো লাগছে আপনার। পরের বৌয়ের দিকে যদি কু দৃষ্টি না দিতেন আর পরের বৌ যদি আপনার লগে সেবিধ কাজ না করত তাইলে হয়তো চ্যছা বিষয়ক ব্যাপারটার কোন প্রয়জনই পড়ত না।

যারা ৭১ আর ইসলাম মিলিয়ে ফেলে তাদের রোগের মুক্তি মানা করছি।
View this link

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

নিষ্‌কর্মা বলেছেন: নিশ্চয় আল্লাহ আপনার রোগ মুক্তির দোয়াটা কবুল করবেন।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মাহমুদডবি বলেছেন: জামাত কি ইসলামের মাপ কাঠি। আপনার মত লোকদের দ্বারা জামাতের প্রচার প্রশারই আর কিছু না।

কোন মানুষ বা দল দিয়ে ইসলামকে বিচার করবেন না। আগে ইসলাম ধর্ম জানুন তারপর বিচার করুন কে কতটুকু ইসলামে আছে।

একটা কথা মনে রাখবেন মানুষ শিশু থেকে যুবক হয় যুবক থেকে বৃদ্ধ হয়। সুতরাং সাবধান সব কিছু নিয়ে মশকরা করলে আপনিও সবার কাছে মশকরার পা্ত্র হয়ে যাবেন। হিট খাইতে হইলেই ইসলামকে ব্যাভার করেন তাই না।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

নিষ্‌কর্মা বলেছেন: হুশিয়ারি দিলেন না কি? উপহাস করা আর উপহাসের পাত্র হওয়া দুইটাই চ্রম ব্যাপার। এই যেমন ধরেন রাজাকার শব্দটা এখন একটা পচা শব্দ। উপহাসের মত শোনায়। আর যারা রাজাকার ছিল, তারা এখন উপহাসের পাত্র। হোক না তাদের শাদা সফেদ দাড়ি আছে, অনেকে তাদের বলে আলেম। আসল পরিচয় তো তারা জালেম। তারা নরপিশাচ।

এই সত্যটুকু বোঝা ক্ষমতা আল্লাহ আপনাকে যেন দেন, এই দোয়া করি।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

তামীম বলছি বলেছেন: কিছুদিন আগে এক হনুকে নিয়া একটা পোষ্ট দিছিলাম। Click This Link

এই হনু আর ঐ হনু দেখা যায় একই গোয়ালের গরু।

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬

নিষ্‌কর্মা বলেছেন: মাখখনের লাহান একডা কতা কৈসুইনঃ

এরা মুক্তিযুদ্ধকে চিত্রিত করতে চায় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে। আদতে কি তাই? মুক্তিযোদ্ধাদের মাঝে কি মুসলিম ছিল না?

মুক্তিযুদ্ধ হয়েছিল পাক বাহিনীর বিরুদ্ধে, আর সেই যুদ্ধে জামাতের কয়েকজন চিহ্নিত নেতা জড়ীত ছিল। এদের কয়েকজন আবার দেশ স্বাধীনের পরে পালিয়ে পাকিস্তানেও গিয়েছিল। আর বাদবাকিরা কোলাবরেটর আইনে ধরা খেয়ে জেলে ছিল।

এই যে যারা কোলাবরেটোর ছিল, তারাই মুক্তিযুদ্ধকে সেই একাত্তরেই তাদের এসলামের বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষোণা করেছিল। কত বেকুব হৈলে আজকে নিজেই বলে যে, এরা মুক্তিযুদ্ধকে চিত্রিত করতে চায় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে। আদতে কি তাই? মুক্তিযোদ্ধাদের মাঝে কি মুসলিম ছিল না?

ছাগুর ছা-রা, সাবধান হয়ে যা। আর কয়েকদিন পরে দেখবি, তোদের পালাবার কোন পথই খোলা নাই। এখন আরামে আছিস, কাঁঠাল পাতা খা।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

ফাহিম আহমদ বলেছেন: আপনি ইসলামকে হেয় করার জন্যই এই পোস্ট দিয়েছেন,, আপনার আসল উদ্যেশ্য ঐ কাহিনী না বরং ইসলাম কে কিভাবে হেয় করা যায় সেটাই আপনার মূল উদ্যেশ্য, আপনি যদি নাস্তিক হন তাহলে ইসলামের কতটুকু বুঝেন.? আর সেই বিচার তথা শালিস যারা করেছে তারাই বা কতটুকু ইসলামের হুকম জানেন.? আপনি একটি বিষয়ের উপর ভিত্তি করে ইসলামের দোষ তুলে ধরলেন, আপনি, কি বোর্ড হাতে নিয়েছেন নিশ্চয়ই আপনি অশিক্ষিত মুর্খ নয় . তবে কিছু গাধার মত কাজ করবেন না, যারা না বুঝে না শুনে লাফ দিয়ে উঠে,,,, ধন্যবাদ ভাই

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

নিষ্‌কর্মা বলেছেন:
আসলে দাদা গাধারাই আমাদের দেশে এসলামের পথ প্রদর্শক এখন, এইটা মেনে নেওয়া অনেক কঠিন!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

Admiral General আলাদীন বলেছেন: হে হে আপনাদের পরিচয় ফাঁস হয়ে গেছে । আসনারা হলেন "হিজবুত তাওহিদ" :-P :-P :-P

কিছুদিন আগে "তালাশ" নামক অনুষ্ঠানে এদের নিয়ে রিপোর্ট করা হয়েছে। এরা "বায়েজাদ খান পন্নি" কে নবী মানে । এবং এরা ইসলামকে বলে "এসলাম" ।X(X(X(

তাদের কর্মীরা পকেটে গুল(দাতে নেবার গুড়া তামাক) ও ছোট্ট হাতুড়ি রাখে।কথাবার্তায় অমিল হলে চোখে গুল ছিটিয়ে দেয় যা কিনা চোখের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক।আর ছোট্ট হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে থাকে যাতে সহজেই মানুষ আহত হয়ে জ্ঞান হারায় ।আর এভাবেই তারা ইসলাম প্রতিষ্টার চেষ্টা করে যাচ্ছে।X((X((X((

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

নিষ্‌কর্মা বলেছেন: এডমিরাল ছার, জামাতিরা আর হিজবুত -- দুইডাই ভয়ংকর। কোনডারে ছাইড়া যে কোনডারে মারি, হেই ডিসিশন নিবার পারতেছি না। তবে জামাতীদের খেলা এখন শেষের দিকে। পালের গোদাগুলির বিচার শেষ হৈলেই খেল খতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.