![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
দেশের পরিস্থিত খুব বিশেষ বেশেষ কারনে ক্রান্তিকালের ভেতরে ঢুকে পড়ে। তেমন একটা বিশেষ ঘটনার কারনে আজকে আমাদের একটি ক্রান্তিকাল শুরু হয়েছে। আর আমি ভাল করেই জানি আমাদের তরুণরা এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেবে।
কসাই কাদেরের বিচারের রায় হবার আগে শিবিরের ছেলেপেলেরা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতির কথা চিন্তা করে সরকার মনে হয় এইসব ক্রিমিনালদের বড় মাপের সাজা দেওয়া থেকে সরে আসল। কেন যে বড় মাপের সাজা দেওয়া থেকে সরকার সরে আসল, সেইটা সরকার জানে। আমাদের তা জানার প্রয়োজন নাই।
আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, রাজনীতি যারা করে তারা কতজন? তাদের সংখ্যা কত? তাদের কি চেনেন? এই সবের উত্তর যদি দেখায় যে তাদের সংখ্যা একশ-তে এক, তা হলে বাদবাকিরা তো আমরা। আমরাই তো একশ-তে ৯৯। তার মানে তো আমরাই তো সব।
শাহবাগে যারা আছেন, তারা এই কথাটা মনে রাখবেন।
আমাদের দাবী এখন একটাঃ কাদের মোল্লাসহ সর রাজাকারের ফাঁসি।
কিন্তু এর পরে আমাদের অনেক দাবী। আমাদের জন্য, আমাদের মত করে এই দেশকে সাজাতে হবে। তরুন ও উদ্ভাবনী মেধাবিরা এগিয় আসুক। তারা বলুক কেমন দেশ আমাদের দরকার। আমরা আর বুড়ো নেতাদের কথা শুনতে চাই না। তাদের অনেক সময় দেয়া হয়েছে।
এই দেশ শহীদরা আমাদের দিয়ে গেছেন। তাদের সেই স্বপ্নের বাঙলা তাদের স্বপ্নের সাথে মিলিয়ে একুশ শতাব্দির উপোযোগী করা গড়ার দায়িত্ব আমাদের। আসুন, সেই যাত্রা পথে সবাই হাতে হাত ধরে চলা শুরু করি। আর শাহবাগ হোক সেই যাত্রার-শুরুর স্থান।
পরিবর্তনের শুরু হোক এখান থেকেই।
জয় আমাদের হবেই হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
নিষ্কর্মা বলেছেন:
শহীদের সংখ্যা কত হবে তা ২৬শে মার্চের ভোর রাতে অনুমান করা যায় নাই। এই ক্ষেত্রেও করা যাবে না।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
মামুন রশিদ বলেছেন: জয় আমাদের হবেই হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
নিষ্কর্মা বলেছেন:
ইনশাললাহ
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: জনতাই ৯৯%
আমাদের দাবী এখন একটাঃ কাদের মোল্লাসহ সর রাজাকারের ফাঁসি।
++++++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
নিষ্কর্মা বলেছেন: ইয়েস ... সব রাজাকারের ফাঁসি চাই।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এক দফা এক দাবী
রাজাকারের ফাঁসি চাই
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
নিষ্কর্মা বলেছেন: সব রাজাকারের ফাঁসি চাই।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
htusar বলেছেন: ফাঁসি চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
নিষ্কর্মা বলেছেন: ইয়েস ... সব রাজাকারের ফাঁসি চাই।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
সমীর কুমার ঘোষ বলেছেন: আমরাই সব।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
নিষ্কর্মা বলেছেন: সব রাজাকারের ফাঁসি চাই।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: সব রাজাকারের ফাঁসি চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
নিষ্কর্মা বলেছেন: ইয়েস ... সব রাজাকারের ফাঁসি চাই।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে
Click This Link
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
জাওয়াদ তাহমিদ বলেছেন: তরুন ও উদ্ভাবনী মেধাবিরা এগিয় আসুক। তারা বলুক কেমন দেশ আমাদের দরকার। [/si
আপনার কি মনে হয়, এভাবে কেউ এগিয়ে আসলে তাকে রাজনৈতিক কুত্তাগুলা বাঁচতে দিবে??
এই রিস্ক কেউ নিবেনা, কোন বাবা-মা ই চাইবে না।
এখনও সেই পরিবেশ তৈরি হয়নাই। আপনার কি ধারনা, প্রতিবছর দেশের এত্ত এত্ত ইঞ্জিনিয়ার, ডাক্তারসহ অন্যান মেধাবী ছাত্রছাত্রীরা বিদেশ চলে যায় কেন? বেশি টাকার ধান্দায়?? জি না। জান বাঁচানোর জন্য। এখানে থাকলে সৎ ভাবে বাঁচার কোন উপায় নাই।
কথাগুলা এভাবে বলার জন্য দুঃখিত।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
নিষ্কর্মা বলেছেন:
তরুনদেরই এগিয়ে আসতে হবে, সেটা আজকে হতে পারে, কালকেও হতে পারে। রাজনৈতিক কুত্তারা মেরে ফেলবে একজনকে, না হয় দুজনকে। কিন্তু তারা অগণিতজনকে ঠেকাতে পারবে না। শাহবাগে আসা এতোগুলো লোককে কি জা-শি ঠেকাতে পেরেছে??
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
নিষ্কর্মা বলেছেন:
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
এসএমফারুক৮৮ বলেছেন: জনতাই ৯৯%
+++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
নিষ্কর্মা বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
গাজী আলআমিন বলেছেন: আর কত রাফি এতিম হলে কাদের মোল্লার ফাসি হবে???????
Click This Link