নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

[সাময়িক সংবাদ ] বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিনের গাড়িতে শিবিরের হামলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮



হয়তো অনেকেই জানেন, কিন্তু তার চেয়েও অনেক বেশি মানুষই এই সংবাদটি জানেন না।



আজকে কাওরান বাজার এলাকায় শিবিরের ঝটিকা তান্ডবের সময় বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিনের গাড়িতেও শিবির হামলা চালায়। এ সময় গাড়িতে জয়নাল আবেদিন ছিলেন। হামলায় গাড়ীটি ক্ষতিগ্রস্থ হয়।



পরে উনি গাড়ি থেকে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করেন।



সাংবাদিকরা উনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে উনি বলেন যে এই সংবাদ যেন প্রকাশ না পায়।



সেইম সাইড হয়ে গেছে আর কি। যে কারনে আক্রমনকারিদের পরিচয় ছাড়াই সংবাদটি পরিবেশিত হয়েছে।



সূত্র

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আখিলিস বলেছেন: Frankenstein ekei bole :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

নিষ্‌কর্মা বলেছেন:
সত্য কথা। সে জন্য বোধহয় দেরিতে হলেও তারা পথে আসবে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

আমি ব্লগার হইছি! বলেছেন: কর ! রাজাকারদের সাথে আরো পিরিত কর।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

নিষ্‌কর্মা বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.