নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

জামাতের নেতাদের সাথে বিএনপির নেতাদের সাক্ষাত এবং অনুমিত ভবিষ্যৎ!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১



এই লেখাটা আরেকটি ব্লগের [ দুই দল পুরাই পাগল হয়ে গেছে "বিএনপি-জামায়াতের ভুল বোঝাবুঝির অবসান] মন্তব্য হিসাবে লিখেছিলাম। পরে মনে হল, আমি পুরা লেখাটাই সবার জন্যেই লিখে দেই না কেন।



এভাবে ভেবে দেখেছেন কেউ?



আওয়ামি লীগ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সাজা দিয়ে যাবে। বিএনপি বলেছে যে তারা এই আদালত বহাল রেখে কেস চালিয়ে যাবে।



তবে নিশ্চিত থাকুন, যেভাবে কেস সাজানো হয়েছে, তাতে কারোই ফাঁসি হবে না এটা নিশ্চত। এমন কি যে সংশোধন করা হল, তাতেও উচ্চ আদালত কিন্তু সব্বোর্চ সাজা দিতে পারবেন না। কেননা নীচের আদালতে একটা বেসিক রায় তখন রেফারেন্স হিসাবে সামনে থাকবে।



এখন প্রশ্ন হল যদি সামনের বারে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন কি হতে পারে?



তারা ধীরে ধীরে এই অপরাধীদের জেল থেকে মুক্তি দেবে। এর জন্য অজুহাত হবে এদের বয়েস অনেক, এদের তো অনেক সাজা হয়েছে। এখন বাকি দিনগুলি আল্লাহ-বিল্লাহ করে পরিবারের সাথে পার করে যাক।



ভেবে দেখুন। আমাদের নিকট ইতিহাসে এরশাদ এমনই এক ঘটনার নায়ক। তাকেও কেউ তো জেল থেকে বের করেছিল।



বিএনপি আন্তর্জাতিক আদালতের রায়কে জামাতের পরিচ্ছন্নতার কাজেই ব্যবহার করবে। এইটা আমি নিশ্চিত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

বাবুই পািখ বলেছেন: একটাই দাবি "রাজাকারের ফাঁসি" চাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.