নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

চমৎকার প্রস্তাব, ধন্যবাদ ড. শাহদীন মালিক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১



চাই সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধন। সংশোধন করে শর্ত জুড়ে দিতে হবে যে ৪৯ অনুচ্ছেদের দণ্ড বা শাস্তি মওকুফের রাষ্ট্রপতির যে ক্ষমতা, সে ক্ষমতা যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধে দোষী অপরাধীদের শাস্তি কমানো বা মাফ করার ব্যাপারে প্রয়োগ করা যাবে না। ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতিও রাজাকারদের মাফ করতে পারবেন না।



ধন্যবাদ ড. শাহদীন মালিক। [ সূত্র Click This Link ]



এই দাবীটা এক্ষুনি তোলা হোক, যেন দ্রুততার সাথে সরকার ১৬শ সংবিধান সংশোধনী আনে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

'লেনিন' বলেছেন: বর্তমান প্রস্তাবিত সংশোধনে কি রাষ্ট্রপতির দণ্ড মওকুফ রেখে দেয়া আছে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

নিষ্‌কর্মা বলেছেন: খুব সম্ভবত না। যে আইনটা পাশ হচ্ছে, তাতে শুধু প্রসিকিউশনের আপিলের পরিধি বাড়ানো হয়েছে। এখন রাষ্ট্রপতির ক্ষমা করার জন্য যে ব্যাপারটা আছে, সেইটাও এর সাথে পাশ করানো যায় কি না, সেই চেষ্টা করা যেতে পারে।

আইন কিন্তু এখনো পাশ হয় নাই।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

মামুন রশিদ বলেছেন: ডঃ শাহদীন মালিকের প্রস্তাবের সাথে সহমত পোষন করছি । প্রস্তাবটি সরকারের কর্ণগোহরে অবশ্যই গিয়েছে, কিন্তু এটা নিয়ে তাদের ভাববার সময় আছে কিনা জানিনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.