নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

আমরা মুসলমান, জয় আমাদের হবেই ইনশাল্লাহ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯



একজন মানুষের ব্যক্তিগত অভিরুচি থাকতেই পারে। থাবা বাবারও হয়তো ছিল। সে নাস্তিক ছিল, এই কথা বলার আমরা কেউ না।



যদি তাকে নাস্তিক বলতে হয়, তাহলে ইসলামের নিয়ম মেনেই আমি বলতে পারি জামাতিরা "রিয়া" বা লোক দেখানো ইবাদতের পাপ করছে সব সময়ে।



ইসলামে কঠোর ভাবে রিয়া করতে মানা করা আছে। রিয়া যারা করে, তারা যে কতবড় গুনাহগার, তা এক আল্লাহ আর তার রসুল জানেন। জামাত জেনেশুনে রিয়া করছে।



সুতরাং থাবা বাবা আস্তিক বা নাস্তিক, সেই অভিমত দেওয়ার যোগ্য আমরা কেউ নই, আর জামাত তো নয়ই



মনে রাখবেন, জামাত যে ধর্ম মানে, তা মৌদুদ বলে এক বৃটীশ চরের করে যাওয়া বিকৃত তাফসিরের উপর ভিত্তি করে।
আর একটু খোঁজ করলেই জানতে পারবেন, জামাতের ইসলাম আসলেই বিকৃত ইসলাম।



এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার আশেপাশের মানুষদের জানানো যে শাহবাগের আন্দোলন ধর্ম নিয়ে না, রাজাকারদের বিরুদ্ধে। এই আন্দোলনে একতাবদ্ধ থাকাটাই এখন জরুরী।



মনে রাখবেন, আল্লাহ সব সময়ে সত্য পথের যাত্রীদের সহায়তা করেন।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

খেলা বলেছেন: are vai se jai hokon na keno se akjon soter soynik chilo...r tar theke bro ktha oni manush chilo kon dhorme blche manush hota krte????r oni nashtik na astik ata nia ato mata mati keno??

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

নিষ্‌কর্মা বলেছেন: একই কথা আমারও। জামাতিদের জবাব হিসাবে লেখা। ধর্ম কি ওরা আমাদের চেয়ে বেশি জানে?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

মাহফুজ আনাম (শান্ত) বলেছেন: সে শুধু নাস্তিক নয়। সে ছিল একটা মহা শয়তান। একজন নবী (স) এবং তার ধর্মকে নিয়ে জগন্যতম কটুক্টি করেছে। তার অধিকার তাকে কে দিয়েছে? নবী (স) নিয়ে কটুক্টি ইসলামে জগন্য অপরাধ। সে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট কীট।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নিষ্‌কর্মা বলেছেন: গাছের পাতা নড়ে আল্লাহর ইশারায়। স্বীকার করেন কি না? সে হয়ত নাস্তিক হবার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর ইশারা দেখেন, এই দেশের অন্যতম বড় জানাযা তার জন্য হয়েছে।

এর কোন ব্যাখ্যা থাকলে জানাবেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: সন্দেহ ভাজন দের একটাই প্রশ্ন করেন , আপনার ধর্ম কি ইসলাম না জামাতে ইসলাম ?

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

কে এম এইস বলেছেন: এখানে জামাতের কথা আসবে কেন? আমরা যারা মুসলমান তারা বলছি। যদি কেউ সরাসরি মোহাম্মদ (স:) নিয়ে অপমান করে কথা বলবে আর তার জানাজা পড়া যাবে না তাও বলতে পারব না? আজ যদি হযরত ওমর (র:) থাকত তাহলে তাকে প্রকাশ্যে হত্যা করত।

http://www.amarblog.com/thaba/posts/150478

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নিষ্‌কর্মা বলেছেন: ব্লগে এই জাতীয় কথাবার্তা লিখবেন না। ব্লগ মত প্রকাশের জায়গা, হুমকি ধামকি দেওয়ার জায়গা না।

আর ওমর (র) এর কথা বলছেন তো, উনি জীবিত থাকলে প্রথমেই যুদ্ধাপরাধীদের ইসলাম থেকে খারিজ করে তাদের প্রকাশ্যে হত্যা করতেন।

ইসলাম আর এর ইতিহাস খালি আপ্নেরাই জানেন, আর কেউ জানেন না, এইটা ভাবাও ঠিক না।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: @শান্ত ছাগু, এখন কি বাড়ি বাড়ি যাইয়া বিধর্মী যারা দিনে রাতে মনে মনে ইসলাম গালি দেয় তাদের হত্যা করবেন? গনিমতের মাল খাওনের কি ইচ্ছা?

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

মাসরুর প্রধান বলেছেন: আমার জীবনে নাস্তিক অনেক দেখছি কিন্তু এমন আক্রমনাত্বক নাস্তিক দেখি নাই।সে আসিফ এর মতই। আমি মনে করি তার উস্কানির কারণেই এ ঘটনা ঘটেছে। শাহবাগ আন্দোলনের ঘটনা মুল না। রাজিবের মতো লোক এই. প্রজন্ম আন্দোলনের সাথে জড়িত হয়ে আন্দোলনকে অপমানিত করেছে। কোন ধর্মকে ছোট করা নাস্তিকতা নয়। আর এই লোকটা বড় একটা জানাজা পাবে। টেলিভিশনে বলছে সে নাকি এই আন্দোলনের প্রথম শহীদ।যদি শহীদ হিসাব করি তবে জাফর মুন্সী প্রথম শহীদ।
তবে হত্যার বিচার না হলে দেশে আইনের শাসন থাকবে না। রাজাকারদের নিপাত চাই,সকল হত্যার বিচার চাই। দেশে শান্তি চাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নিষ্‌কর্মা বলেছেন: ব্লগে যারা লেখালেখি করে, তাদের ভেতরে সব মতের মানুষ আছেন। তাই কোন মন্তব্য করার আগে চিন্তা করে নিবেন।

আমাদের ভুলটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার না করে ছেড়ে দেওয়া। তাদের বিচার হত যদি সময় মত, তাইলে আজকে এতো অবিচার থাকত না এই দেশে। ধর্ম নিয়েও বাড়াবাড়ি হত না এত।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

মাছুম রব্বানী বলেছেন: যে ইসলাম ধর্ম মানেনা আবার এই ধর্মের সমালচনা করে এবং অশ্লিল ভাষায় বিদ্রুপ করে, তার জানাজা দেবার কোন দরকার নাই। জানাজা মুসলমানদের দেওয়া হয়।ইসলাম বিরোধীদের নয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

নিষ্‌কর্মা বলেছেন: গাছের পাতা নড়ে আল্লাহর ইশারায়। স্বীকার করেন কি না? সে হয়ত নাস্তিক হবার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর ইশারা দেখেন, এই দেশের অন্যতম বড় জানাযা তার জন্য হয়েছে।

এর কোন ব্যাখ্যা থাকলে জানাবেন।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

মাছুম রব্বানী বলেছেন: যে ইসলাম ধর্ম মানেনা আবার এই ধর্মের সমালচনা করে এবং অশ্লিল ভাষায় বিদ্রুপ করে, তার জানাজা দেবার কোন দরকার নাই। জানাজা মুসলমানদের দেওয়া হয়।ইসলাম বিরোধীদের নয়।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

বাউন্ডুলে রুবেল বলেছেন: মানুষ ভালো কি খারাপ এটা বিচার করার দ্বায়িত্ব আল্লাহ পাকের। জাশি কি ঈসলাম রক্ষার ঠিকাদারি নিছে নাকি?

শালা যত্তসব ধর্ম ব্যাবসায়ীর দল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

নিষ্‌কর্মা বলেছেন:
জামাত ইসলাম রক্ষার জন্য অস্থির কেন? যদি তাদের ইসলাম এবং নেতারা এতোই ভাল লোক হত, তা হলে মানুষ কেন কাদের মোল্লার মত লোকের ফাঁসির দাবী করছে?

রুবেল, আপনার সাথে এক মত।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

“এই আন্দোলনে একতাবদ্ধ থাকাটাই এখন জরুরী।”

আমর ঐক্যবদ্ধ তাকলে ওরা পরাজিত হবেই

ইন-শা-আল্লাহ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

নিষ্‌কর্মা বলেছেন: একতাই বল, তাই একতাবদ্ধ থাকা লাগবে। আল্লাহ নিশ্চয়ই সত্যকে মিথ্যা দ্বারা পরাজিত করবেন না। জয় আমাদের হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.