নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

আমাদের করের টাকার খরচের ছিরি দেখেন!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮



গত এক সপ্তাহে গোলাম আযমকে সরবরাহ করা খাদ্য তালিকায় দেখা গেছে, তাকে খাবার দেয়া হয় সকাল ৭টায় পাউরুটি, ডিম ও একটি কলা। চায়ের পাতা ও চিনি। সকাল ৯টায় মুরগির স্যুপ ও খিচুড়ি। দুপুর ১টার মধ্যে দেয়া হয় কখনও পোলাওর চালের কখনও বাসমতি চালের ভাত, সবজি, ছোট মাছ বা তার চাহিদা অনুসারে রুই মাছের তরকারি, পাতলা ডাল। রাতের বেলা দেয়া হয় পোলাও চালের ভাত, মুরগির মাংস, সবজি, পাতলা ডাল। পত্রিকা দেয়া হয় একটি। কেন্দ্রীয় কারাগার থেকে সকাল বেলা ওই পত্রিকাটি পাঠানো হয়।



মানবজমিন

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

মিতক্ষরা বলেছেন: উনি আবার জেলের ভাত খেতে পারেন না কিনা। তবে উনার যা মন চায় তাই খাইতে দেয়া হোক। না হলে নিন্দুকেরা বলবে, না খাইয়ে মেরে ফেলা হয়েছে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: মরার আগে ভালো মন্দ কিছু তো খেয়ে মরুক :-B

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নিষ্‌কর্মা বলেছেন: তা ঠিক।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

সাদা রং- বলেছেন: এই বুড়া মানুষ এত খাবার কেমনে খায়, সরকারি খাবার পাইলে কি শুধু খাইতে মন চায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নিষ্‌কর্মা বলেছেন: সবাই আমরা সরাকারি খাবার পাইলে ছাড়ি না।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

মিতক্ষরা বলেছেন: @সাদা রং, তিনি খাবার ভালবাসেন। এই নিয়ে আফিফা আজমী কি চেচামেচিটাই করেছিলেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

নিষ্‌কর্মা বলেছেন: ঐ মহিলা পতিব্রতা। উনি তো চিল্লাচিল্লি করবেনই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.