নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট কানেকশান আর কম্পু থাকিলেই ব্লগার হওয়া যায় না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮



ইন্টারনেট কানেকশান আর কম্পু থাকিলেই ব্লগার হওয়া যায় না।



ইদানিং যারা ব্লগে লিখছে, অথচ লেখার "ল"-টাও জানে না, তাদের লেখাও পড়া লাগছে। আর কি সেই লেখা! আর লেখকদের রুচিও সেই রকমের! পড়ে পড়ে ব্লগিং করার ইচ্ছাই মরে যাচ্ছে।



মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বোকামন বলেছেন: আসলেই তাই .... :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আমি তুমি আমরা বলেছেন: আফসুস... ... :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: শাহবাগ আন্দেলনের পর থেকে নিউ ব্লগারদের সংখ্যা বেড়ে গেছে জনসংখ্যা হাড়ে৷ বিষয়টা নিয়ে লেখার ইচ্ছা ছিল৷

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: এইবারে লিখেন। আমি তো মহা বিরক্ত। তার উপরে গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: নাসত্মিক আর ইসলাম বিদ্বেশী এক নয় পার্থক্যটা বুঝেছি৷

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নিষ্‌কর্মা বলেছেন:
গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

নাস্তিক আর ইসলাম বিদ্বেষী এক ব্যাপার না। অন্য ধর্মের লোকেরা নাস্তিক না, কিন্তু ইসলামের বিরোধী না হলে তা কে কোণ পর্যায়ে ফেলবেন?

আবার ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, যাদের আয় রোজগার ইসলাম বেচে হয়, তাদের চোখে তারা বাদে সবাই ইসলাম বিদ্বেষী!

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মিথুন-১ বলেছেন: সপ্তাহ জুড়ে অজস্র পোস্টের মধ্যে 'বাটি চালান' দিয়েও একটা মোটামুটি মানের লেখা খুঁজে পাইনা :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নিষ্‌কর্মা বলেছেন: কি আর করবেন, গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

রিয়াদএবিসি বলেছেন: ভাই আমার ব্লগটা পড়ে একটু বলবেন আমি কি ব্লগার
http://amarkolom.com/

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ChayapuruSH বলেছেন: কিবোর্ড থাকলেই ব্লগার হয়া যায়না । :-P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

নিষ্‌কর্মা বলেছেন:
এইটাও সত্য কথা। তার সাথে আছে "অভ্র"।

আচ্ছা মাদ্রাসার পুলাপাইন কেন অভ্র ইউস করে? মেহেদী কি নাস্তিক গ্রুপের [ আই মিন এনটি জামাত ] না কি?

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বিডি আমিনুর বলেছেন: ১ সপ্তাহ সামুতে কমেন্ট করা থেকে বিরত ছিলাম কমেন্ট করার মত কোন পোস্ট চোখে পড়েনি :( :( :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

নিষ্‌কর্মা বলেছেন:
খুব হ্যাপি লাগছে শুনে।

কিছুই করার নাই, গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নিম গাছ বলেছেন: আমার বুঝতে বাকি নেই, আপনার ক্ষোভ কোথায়?
ব্লগার হতে হলে কি যুক্তি দিয়ে কথা না বলে গায়ের জোরে কাউকে জামাতি ট্যাগ দেয়া, নাকি ইসলাম ধর্ম ও নবীদের নিয়ে কুরুচিপূর্ণ গালাগালি দেয়া-নাকি পেশী শক্তির ব্যবহার? কোনটি? দয়া করে বলুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

নিষ্‌কর্মা বলেছেন:
আমার ক্ষোভ কোথায়? আমার ক্ষোভ এই কারনে যে সামু-তে হঠাত করেই আলতু ফালতু ও আবেগ নির্ভর কথার পোস্ট বেড়ে গেছে। কেননা, জামাত বিরোধীরা আজ হয়েছে নাস্তিক। জামাত সমর্থকরা হয়েছে আজ জামাতে ইসলাম। কিন্তু ইসলামটাই যে নষ্ট হচ্ছে, সেটা ধর্ম ব্যবসায়ী হিসাবে জামাতের আগে নজর রাখা উচিৎ ছিল।

পণ্য নিম্ন মানের হলে ব্যবসা মার খায়, সেটা কি তারা জানে না? একজোটে সারা দেশের মানুষকে নাস্তিক বলাটাও তাদের ভুলের অংশ।

আর সবচেয়ে বড় কথা, গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

পান্থ নজরুল বলেছেন: কিবোর্ড থাকলেই ব্লগার হয়া যায়না । :-P +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

নিষ্‌কর্মা বলেছেন: কি-বোর্ড থাকলে লেখা যায়, কিন্তু ব্লগ আরো অনেক কিছু দাবী করে। বিষয় ভিত্তিক এবং খোলামেলা আলোচনা করা উচিৎ।

গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

তাসজিদ বলেছেন: আপনার কথা হয়ত সত্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

নিষ্‌কর্মা বলেছেন:
সামুতে বিচরন করেন কিছু দিন, নতুন ব্লগার পাবেন অনেক। গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আমি শুধুই পাঠক বলেছেন: কেন ভাই, ব্লগিং মানে কি সাহিত্যের রস চাবকানো??? ব্লগিং হল উন্মুক্ত গনমাধ্যম। এখানে সবাই যার যার মতের প্রতিফলন ঘটাবে। এইটাই হল ব্লগের মূল আনন্দ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

নিষ্‌কর্মা বলেছেন:
দাদা হক কথা বলেছেন। রসময় গুপ্তের বইও তাইলে রবীন্দ্রনাথের লেখার সমপর্যায়ে পড়ে, আপনার যুক্তি মোতাবেক!

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

এরিস বলেছেন: নিষ্কর্মা ভাই, আমার মনে হয়না সবাই ব্লগার হওয়ার জন্যে লিখে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

নিষ্‌কর্মা বলেছেন: সবাই যেমন বন্ধু সভা করে নিজেকে সাংবাদিক বলার জন্য, তেমন আর কি! কষ্ট হচ্ছে, গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ব্লাক উড বলেছেন: আমার ইন্টারনেট কানেকশান আর কম্পু আছে-তাই আমি নিজেকে ব্লগার মনে করি এবং নিজেকে সব জান্তা মনে করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নিষ্‌কর্মা বলেছেন:

সবাই যেমন বন্ধু সভা করে নিজেকে সাংবাদিক বলার জন্য, তেমন আর কি!

কষ্ট হচ্ছে, গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ, তাই সব ছাগু এইখানে ল্যাদাইতেছে।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

মুক্তির মিছিল বলেছেন: আমারও ইন্টারনেট কানেকশান আর কম্পু আছে-তাই আমিও নিজেকে ব্লগার মনে করি এবং নিজেকেই সব জান্তা মনে করি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

নিষ্‌কর্মা বলেছেন:
জ্বি জ্বি, আমাদের অনেকেরই সেই মনোভাব। আর আপনি লেখেন কম, কি যে বলি আপনাকে!

আপনার ব্লগের পরিসংখানঃ
পোস্ট করেছেন: ১৮টি
মন্তব্য করেছেন: ৩৭১টি
মন্তব্য পেয়েছেন: ৩০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৬ মাস
ব্লগটি মোট ৬৩০ বার দেখা হয়েছে

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

ব্লগ ৪১৬ বলেছেন: ভালো বলেছেন। বেপক মজা পাইলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

নিষ্‌কর্মা বলেছেন: হা হা হা আমিও বেফুক মজাক পাইছি!

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

মেকগাইভার বলেছেন: আমার ইন্টারনেট কানেকশন আছে কিন্তু কম্পুও নাই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

নিষ্‌কর্মা বলেছেন: ্কি আর করবেন, কিন্তু মেকগাইভারের অনেক কিছু তো জানা থাকার কথা। সিম্বিয়ানের উপরে উবুন্টু সেট-আপ দিয়া এন্ড্রয়েড চালাইয়া দেন! :) :) :)

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

নিষ্‌কর্মা বলেছেন: হুমমমমমমমমমমমম

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আপনার ক্ষোভ কোথায় ? লিখতে পারেন না বলে না কি কউ পড়ে না ? আপনার এত গা জ্বলে কেন ? আপনি ও তো ভাল লিখতে পারেন । প্রতিদিনই লিখবেন । আমরা গোগ্রাসে গিলবো ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

নিষ্‌কর্মা বলেছেন: না রে ভাই, এখন আর সবাই লিখুক, আমরা পড়ি। মানোত্তীর্ণ লেখা আসলেই আবার শুরু হবে লেখা। সাধারন একজন ব্লগার হিসাবে এরচেয়ে বেশি কিছু আর চাই না ভাই।

আপ্নে তো নতুন আমদানি হৈসেন মনে হয় এই বোলগে। আপ্নের পরিসংখান তো তাই বলে। গোয়াল [ সোনার বাংলা ] বন্ধ বৈলা কি এই দিকে জনাবের হিজরত?

পরিসংখানঃ

পোস্ট করেছেন: ১৮টি
মন্তব্য করেছেন: ১৩৯টি
মন্তব্য পেয়েছেন: ১০৮টি
ব্লগ লিখেছেন: ৩ সপ্তাহ ১ দিন
ব্লগটি মোট ২১১৮ বার দেখা হয়েছে

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

রিফাত হোসেন বলেছেন: Lol


আজ পর্যন্ত ব্লগার হইতে পার্লাম না।
কোন বিষয়ে এক্মত হইলে নিইউবিরা বলে ধন্যবাদ। আর মত না মিল হলে শুনতে হয় এখন ও অপরিপক্ক!

তো তারা জ্ঞানীরা কতদিন রেস এ টিকে থাকে তা বছর পরেই বুঝা যায়!
কিছু ঝানু আসে পেইড স্টাইলে গুছিয়ে লেখে হিট পায় . হিট ই যেন টার্গেট!

পড়ি ভাল লাগে . .চ।চবচ। আর ক্যাচালে যাই না। কারন আমি এখনও ব্লগার হইতে পার্লাম না। :)

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

মুন্সীজী বলেছেন: লেখককে বলছি, আমার আমদানী হয় ২০০৬ সনের দিকে , তারিখ মনে নাই । তবে আমি তেড়া কথা কই তো, যারে যা বলার বইল্যা দেই, মডুর ধার ধারি না, আমারে ব্যান করে খালি । আমি কাউরে ছাইরে কথা কই না । ব্যান খাইলে কামু । এভাবেই শুদ্ধতা আসবে । আমি বহুত পুরান মাল । অনেক নিক ব্যান করা অবস্থায় আছে । আর কিছু চান ??????

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রিফাত হোসেন বলেছেন: m. মুন্সী সাহেব উচিত কথা কইলেন কিন্তু মাগার আনবেন হইতে পারলেন না!

আমিও বেন খাইসি দুইবার, এর পর মডুর লগে সহব্লগারদের নিয়ে হেবি ফাইট দিয়ে আনব্যান হইছি, সামুরমডুর চেয়ার লাড়ায়ে দিলাম।

যাই করেন মধু দিয়া জুতা দেন কিন্তু গালি গালাজ করলে রাঈট হারাইবেন। কেউ সাপোরট দিব না।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: সোনার বাংলা গোয়ালের সব এইখানে আইসা পড়ছে।মেজাজ খ্রাপ হৈয়া যায়।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

shfikul বলেছেন: ঠিক আছে তাহলে যাইগা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.