![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
মাননিয় প্রধানমন্ত্রী, ভাষা কন্যা, গনতন্ত্রের মানস কন্যা, জননেত্রী ড. শেখ হাসিনা সমীপেঃ
আপনি সব বিষয়ে ফার্স্ট ক্লাস পাওয়া একজন বিদূষিণীকে স্পিকার নির্বাচিত করতে যাচ্ছেন। সে জন্য আপনাকে সাধুবাদ। দীর্ঘদিনের জনমানুষের খুব কাছে এক জননেতাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। সে কারনে অধুনা বঙ্গদেশে একটি এমপি আসন খালি আছে।
সম্প্রতি একটি ভবন ধ্বসের ঘটনায় কিছু হতাহতের ঘটনা ঘটেছে। বিরোধীদলের কিছু দুষ্টু লোক ফাটল ধরা দেওয়ার ধরে গেল বুধবার সকাল সাড়ে আটটার দিকে "লাড়াচাড়া" করলে সেই বিল্ডিংটা ভেঙ্গে পড়ে যায়। এরপরে জানা গেল সেই বিল্ডিংয়ের মালিক সোহেল রানা (চিত্রনায়ক সোহেল রানা নন) যুবলীগের সাভার থানার আহ্বায়ক ।
কিন্তু সোহেল রানা বলেছেন , আপনি -- মাননীয় প্রধানমন্ত্রী -- যুবলীগের কেউ নন। যদিও আপনি বলেছেন যে সোহেল রানা সাভার যুবলীগের কেউ না ।
তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এমতাবস্থায় ঝগড়া কাজিয়া বাদ দিয়া শূন্য আসনে নির্বাচনের জন্য মনোযোগ দিন। আমাদের মনে হয় ফার্স্ট ক্লাস পাওয়া স্পিকারের এই সংসদে সোহেল রানার মত একজন উদীয়মান নেতার আসন লাভ করাটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই জরুরী।
চিন্তা করে দেখুনঃ এক পক্ষে তারেক রহমান, আরেক পক্ষে নাদান জয়ের চাইতে এমন সোহেল রানারা কি বেশি জুতসই জবাব নয়?
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
মামুন রশিদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি
লিংক
Click This Link