নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

সম্মতিক্রমে যৌন সম্পর্কও বিয়ে

২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪



আইনসম্মত বয়সে কোনো নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্ক হলে তা বিবাহ হিসেবে গণ্য হবে। বিবাহের সংজ্ঞার পরিসর বাড়িয়ে মঙ্গলবার এই ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট।



এক মুসলিম মহিলার স্বামীর কাছ থেকে খোরপোশের আর্জির শুনানি করতে গিয়ে বিচারপতি কে সি কারনান বলেছেন, বিয়ের আগে ২১ বছর বা তার বেশি বয়সের একজন পুরুষের সঙ্গে আঠারো বছর বা তার বেশি বয়সের একজন নারীর যৌন সম্পর্ক তৈরি হলেই তারা হবেন স্বামী-স্ত্রী। তিনি আরও বলেছেন, আইনসম্মত বয়সে কোনো পুরুষের সঙ্গে যৌন সংসর্গের ফলে সংশ্লিষ্ট মহিলা গর্ভবতী হলে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি চাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। গর্ভবতী না হলেও এধরনের সম্পর্কের যথাযথ প্রমাণ পেশ করলেই দুজনকে দম্পতি হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার সঙ্গে আইনসঙ্গতভাবে বিবাহ বিচ্ছেদ না করে ওই পুরুষ পুনরায় বিবাহ করতে পারবেন না।



বিচারপতি বলেছেন, মালাবদল, আগুনকে সাক্ষী রেখে সাত পাক ঘোরা, অথবা রেজিস্ট্রেশন অফিসে রেজিস্টার করা এ সবই সমাজকে সন্তুষ্ট করতে কিছু ধর্মীয় রীতি। নির্দেশের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, শারীরিক সম্পর্ক না থাকলে বৈবাহিক সম্পর্ক ভেঙে যেতে পারে। যৌন সম্পর্ককে বিবাহিত সম্পর্কের ভিত্তি উল্লেখ করে বিচারপতি বলেছেন, যৌন সম্পর্ক থাকা নারী ও পুরুষ বিবাহিত সম্পর্কের মতোই আইনি অধিকার পাবেন। সূত্র: ওয়েবসাইট।



নতুন বার্তা/এসএফ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মাক্স বলেছেন: আগে বলত, চল বিয়ে করে ফেলি। এখন বলব, চল সেক্স করি। ভালো তো ভাল না?

২৪ শে জুন, ২০১৩ রাত ৮:০৭

নিষ্‌কর্মা বলেছেন: ঘটনাটা ভারতে হয়েছে, কিন্তু ভয়ের ব্যাপারটা হচ্ছে আপনি যা বলেছেন, সেইটা। সে জন্যই পোস্টটা দিলাম। জানি না আমাদের আগামীতে কি হবে? আর সেক্স করলেই যদি স্বামী স্ত্রী হয়ে যায়, তা হলে আমাদের তরুণদের ভেতরে কে কার স্বামী / স্ত্রী তা নির্ণয় করাটাই দুঃসাধ্য হয়ে যাবে!

একটা ছেলে কয়জনের স্বামী, অথবা তারই বা কয়টা স্ত্রী, এই জাতীয় প্রশ্ন সামাজিক ভারসাম্যতা স্থিতিশীল রাখবে না।

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০০

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++

৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বাহ.................



একজনের বউয়ের সংখ্যা তাইলে যে কয়টা হইবো আল্লাই জানে।

৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: জটিল ব্যাপার :-B

৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০০

মহাজাগতিক পাগল বলেছেন: আইনসম্মত বয়সে যৌন সম্পর্ক থাকলেই তাহারা স্বামী স্ত্রী হিসেবে গন্য হবেন । পশ্চিমাদের কেও হার মানিয়ে গেল না ? একটু বাড়াবাড়ি হয়ে গেল না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.