নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

শিবিরের বাড়াবাড়ি আর কত সহ্য করা লাগবে?

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

আমার দ্বেষ পত্রিকা জামাতের মুখপাত্র, এমন কি সংগ্রাম-ইনকিলাবও এর সাথে পাল্লা দিয়ে দিয়ে এখন ক্লান্ত!



সেই আমার দ্বেষ পত্রিকায় Shahin Khalisdar [https://www.facebook.com/shahin.khalisdar] নামের একটি আইডি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যের জীবনাবসান শীর্ষক সংবাদের নীচে মন্তব্যের স্থানে লিখেছে, He was born in East Pakistan but his heart was in India. Son of traitor.



যার অর্থ হচ্ছে, বিপুল ভট্টাচার্য পূর্ব পাকিস্তানে জন্মেছিলেন কিন্তু তাঁর হৃদয় ছিল ভারতে। সে জন্য তিনি একজন বিশ্বাসঘাতকের সন্তান!



জামাত-শিবিরদের আদর দিয়ে মাথায় তোলার এই হল ফল। আমি এর নীচে লিখলাম, ১৯৭১ সালে যারা এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের সকলের জন্ম পূর্ব পাকিস্তানে, কারো কারো ব্রিটিশ ইন্ডিয়াতে। এদের সবার হৃদয় কি ভারতে ছিল? সব মুক্তিযোদ্ধা কি ভারতের দালাল ছিল? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তা হলে কি ছাত্র সংঘের মুষ্টিমেয় ছেলেপেলেরা করেছে নিজামি আর মুজাহিদের অধীনে, গোয়া'র হুকুমে, টিক্কা খানের পাকবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে? আপনার কথার মানে হয় এই যে, আপনি স্বাধীন বাংলাদেশ এবং ১৯৭১-এর স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করেন!



আমি জানি এর পরে অনেক গালি শোনা লাগবে আমার। কেননা জামাত-শিবিরদের প্রচারণার ধরনই এখন আলাদা। তারা একে তো স্বাধীনতাকে অস্বীকার করে, তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা আমাদের সমস্ত অর্জনকে অস্বীকার করে। বিএনপি এখনও এই দেশ বিরোধী কোলে নিয়ে নাচছে। বিএনপির লাই না পেলে এরা এতো দূর বাড়ত না।



খুব কষ্ট লাগছে আজকে। যে এই পোস্ট লিখেছে, সেই Shahin Khalisdar-এর জন্ম খুব সম্ভবত ১৯৯০ এর দশকে। তার মাথা কি ভাবে খেয়েছে হায়েনার দল জামাত-শিবির তা লক্ষনীয়। জামাত শিবিরকে নিষিদ্ধ করা না গেলেও তাদের নিয়ন্ত্রন করা দরকার জনগণের, এবং খুব বেশী দায়িত্ব বিএনপি-র।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মামুন রশিদ বলেছেন: এদের সবচেয়ে ভয়ংকর অস্ত্র 'ব্রেন ওয়াশ' । স্কুলে কোমলমতি শিশুদের উপর দিয়েই এটা প্রথমে শুরু হয় । হীরক রাজার দেশের 'মগজ ধোলাই' কায়দাটা এরা ভালোই রপ্ত করেছে ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

নিষ্‌কর্মা বলেছেন: ভাই আর বলবেন না। আমি কমেন্টটা পড়ে হাসব না কাঁদব, তাই বুঝতে পারলাম না। কি যে অবস্থা! এই দেশেই না কি আমাদের সন্তানদের বড় করতে হবেসামনে তো অনেক চ্যালেঞ্জ আসছে। কি ভাবে যে মোকাবেলা করব, তাও বুঝে উঠতে পারছি না।

২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বিপিন চন্দ্র পাল বলেছেন: পুরো দায় সরকারের। তারা কেন শুরু থেকে লাই দিলো?

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

নিষ্‌কর্মা বলেছেন: কোন সরকারের কথা বলেছেন? শুরু তো হয়েছে আমাদের জাতির পিতা এবং পিতৃব্যদের দয়া-দাক্ষিন্যে। জিয়া সেই পথে এগিয়ে গেছে, এরশাদ খানিকটা করেছে। বাদবাকি যা হবার তা হয়েছে ২০০১ এর নির্বাচনের আগে

যা বুঝার বুঝে নেন।

৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

এস দেওয়ান বলেছেন: আওয়ামী লীগ একটুই বেশিই গণতন্ত্রমনা যার সুযোগ জামাত-শিবির নিচ্ছে । শিবিরকে ঠিক করতে শনি-মঙ্গলবার লাগে না, শুধু সরকারের রণনীতি ভালো না বলে শিবির পাড় পেয়ে যাচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.