নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

ছাগু ব্লগার চেনার তরিকা

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭



ছাগুরা ব্লগিং করে অনেকদিন ধরে। তারা ব্লগের গুরুত্ব বুঝেছে যখন তাদের কসাই লিডারগুলা যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার হয়। এরপরে তাদের অনলাইন এক্টিভিটি বেড়ে যায়।



সামুতে এদের চেনা খুব সোজা। এদের একাউন্ট খুব একটা এক্টিভ না, মাঝে মাঝে এরা দল বেঁধে আসে। এদের ব্লগে গেলে তেমন কোন উল্লেখযোগ্য পোস্ট পাওয়া যায় না। তবে যারা মূল প্রচারণাকারী, তাদের পোস্টে অনেক কিছুই লেখা থাকে।



এই ছাগুগুলা দল বেধে আক্রমন করতে পছন্দ করে। যুক্তি দিয়ে কথা বলতে পারে না। কুর'আন এবং হাদিসের মনগড়া ব্যাখ্যা দেবে। এবং যে মুহুর্তে যুক্তিতে হারবে অথবা নিজেদের যুক্তির ফাঁদে আটকে যাবে, তখন আপনাকে নাস্তিক বলে গালি দিবে। অথচ ভুলে যায়, তাদের মহামধুর সম্পাদকের সঙ্গা মোতাবেক তারাও নাস্তিক!



তারপরেও আমি ছাগুদের সাথে কথাবার্তা বলতে পছন্দ করি। তাদের গাধার মত কথাবার্তাগুলো এত্তো সুইট! যুক্তির জালে আটকে পড়া ছাগুগুলারে এত্তো কিউট লাগে না :-B :-B



বেস্ট অফ লাক, হে প্রিয় ছাগুগণ

মন্তব্য ৮ টি রেটিং +১/-১

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

এন ইউ এমিল বলেছেন:

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩১

নিষ্‌কর্মা বলেছেন: ধন্যবাদ, আমার কাছে পর্যাপ্ত কাঁঠাল পাতা ছিল না সেই সময়ে। আপনারগুলাই ওদেরকে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ!

২| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

মোমেরমানুষ৭১ বলেছেন: ছাগু র‌্যাংকে আপনার অবস্থান বর্তমান শীর্ষে আছে। আপনি ছাগু দ্যা গ্রেট !
মাইন্ড খাইলেন ভ্রাতা?

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৩

নিষ্‌কর্মা বলেছেন: জ্বি ভাইয়া, আমার আয়নাটা যথেস্ট পরিস্কার বলে নিজের ছবিটা পরিস্কার দেখতে পারছেন।

ভুলেও অন্য আয়না ইউজ করবেন না। তাহলে গাধা জাতীয় কিছু দেখতে পারেন!

৩| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

জামান2021 বলেছেন: মানিকে রতন চেনে শুওরে চেনে কচু।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৬

নিষ্‌কর্মা বলেছেন: তুমি কি চিনলা? কাঠাল পাতা চিনতে পারলেই হবে, ক্কাফ জবর ক্কা-তে কাঠাল পাতাই হয় শুধু! ক্ষুদ্র মস্তিষ্কে মানিক-রতন-শুয়র-কচু নিয়ে ভাববা না। তা হলে আমপারাও ভুলে যাবা!

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

মামুন রশিদ বলেছেন: গত অক্টোবার মাসে কাচ্চি দিবসে ব্যাপক গণ গদামের মুখে ছাগুরা ব্লগ থেকে পালাতে শুরু করে, শাহবাগ গনজাগরণ এর পর কয়েক মাস ব্লগ পুরোপুরি ছাগুমুক্ত ছিলো । কিন্তু জুন মাস থেকেই এদের আনাগোনা আবার বাড়ছে । এখন এরা জাশি ইস্যু নিয়ে কথা বলেনা, সিটিকর্পোরেশন নির্বাচন নিয়ে লাগাতার পোস্ট দিয়ে যাচ্ছে । আস্তে আস্তে সামনে আরো ওপেন হবে ।


উপরে অলরেডি কয়টা ছাগু কাঠালপাতা খাওয়া শুরু করেছে ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪১

নিষ্‌কর্মা বলেছেন: এরা এখন বিম্পিকে বোঝাতে চাচ্ছে যে তাদের জন্যই সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা জিতেছে। এই ভুল তথ্যের ভিত্তিতে আগামি জাতীয় নির্বাচনে তারা জোট থেকে ১০০ টা মত সিট নিবে। নিজেদের ভোট তো মাত্র ৩-৪%সেই ভোট দিয়ে ব**লটাও ছিড়তে পারবে না।

সেই সব সিটে যদি যোগ্য বিম্পি প্রার্থী থেকে থাকে, এবং তারা যদি বিদ্রোহী হয়ে নির্বাচনে দাঁড়ায়, তা হলে ছাগুগুলা হেরে যাবে।

আশা করব বিম্পি ছাগুদের এই পাতা ফাঁদে পা দিবে না। জাতীয় পার্টি যে ভাবে আম্লীগকে ডুবাচ্ছে, ছাগুরাও সেইভাবে ডুবাবে বিম্পিকে। পার্থক্য শুধু সময়ের। :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.