![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
আগামী কাল রাজাকার শিরোমনি গো আ-এর সজার রায় হবে। ব্যাপারটা নিয়ে অনেক ভাবলাম। চিন্তা করে দেখলাম, এই লোকের বিরুদ্ধেই সবাই। এইটা কেমন কথা?
ছিঃ ছিঃ এমন একজন আলেমের বিরুদ্ধে কি সব জঘন্য অপপ্রচার। উনি এমন করতেই পারেন না। উনি তো যুদ্ধাপরাধ আদালতে নির্মম বলি, যে আদালতের বিচারের মান আন্তর্জাতিক না, স্থানীয়।
উনি সেই ব্রিটিশ আমল থেকেই মজলুম জনতার নেতা। উনাকে অনেকেই ১৯৫২ সালের মাতৃভাষা আন্দোলনের সিপাহীসালার বলে। অনেকে বলে উনার ঐকান্তিক প্রচেষ্টাতেই না কি পূর্ব পাকিস্তান স্বল্প দিনে স্বাধীন হয়। উনার উপস্থিতির কারনে ১৯৭১ সালে ভারত, বাঙলাদেশের ভূখন্ডের স্বাধীনতা কেড়ে নিতে পারে নাই। উনি তদবির না করলে শেখ মুজিব জানে বেচে ফিরতে পারত কি না সন্দেহ আছে। মেজর জিয়াও বনে বাঁদাড়ে নয় মাস যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে পারত না। ইতিহাসের এই দিকগুলার কথা যেন আমরা মনে রাখি।
পাক-পবিত্র পাকিস্তান যারা ভাঙছে, ষড়যন্ত্র কর্সে, সবগুলাই অপঘাতে মর্সেঃ মুজিব, তাজউদ্দিন, নজরুল ইসলাম, কামরুজ্জামান [জামাতে নেতা না, তওবা আস্তাগফিরুল্লা ], জিয়া, তাহের, মনজুর, খালেদ -- আর কত নাম বলব? তারাই বেচে আছে যারা পাকিস্তানকে অখন্ড রাখার খোয়াব দেখেছিল। এই জন্য কি এখন তাদেরও সাজা দিতে হবে? এইটা কোন বিচার? ৪২ বছর আগে কি হৈসে, তা ভুলে গিয়ে মিল মিশ কৈরা দেশ গড়াই এখন সকলের রাষ্ট্রিয় ও ঈমানী দায়িত্ব।
আসুন, আমরা হাতে হাত রেখে আজ শপথ নেই, ৫৫% মুক্তিযোদ্ধার কোটার সাথে ৪৫% রাজাকারি কোটা আদায় করেই আমরা গুয়াকে জেল থেকে ছাড়িয়ে আনব।
১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৬
নিষ্কর্মা বলেছেন: জবাব আর কি দেবেন?
এখন যৌবন যার / রাজাকার হৈবার শ্রেষ্ঠ সময় তার
যা বুঝার বুইঝঝা লন ভাইডি
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
রাখালছেলে বলেছেন: আমি বাঙালী, বাংলাদেশ'
আমি যতটা না এইদেশ ভালবাসি আমার বিশ্বাস আপনি আমার থেকে বাসেন । যাদের রক্তে এই দেশ তাদেরকে আমরা এই যুবসমাজ কি জবাব দেব ...?