নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক এবং আস্তিক কারা?

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭



কেমন যেন আজগুবি লাগছে!



দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কিছু বললে সবাই কেন "নাস্তিক" বলে? সমস্যাটা কোথায়?



তার মানে কি আস্তিক তারাই যারা মুক্তিযুদ্ধে বাঙলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, এবং মুক্তিযুদ্ধের সেই সব স্বাধীনতা বিরোধীদের সাধুপুরুষ হিসাবে গণ্য করে?



এই সব কথা হলেই দুটি পক্ষ চলে আসেঃ ভারতীয় দালাল এবং পাকিস্তানি দালাল। এদের কেউই ভাল না। হুমায়ুন আজাদের ভাষায় বলা যায়, পাকিস্তানীদের আমি বিশ্বাস করি না, তারা হাতে ফুল নিয়ে এগিয়ে আসলেও না। আর আমি স্পষ্টভাবে বলতে চাই, বেশির ভাগ সুবিধাবাদী ভারতীয়কেও বিশ্বাস করি না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১

এস দেওয়ান বলেছেন: স্বাধীনতার আগে যারা বাংলা কালচার ও বাঙালি জাতীতাবাদের পক্ষে কাজ করতেন তাঁদেরকে মুসলিন লীগ ও জামারীরা নাস্তিক বলতেন । আর ১৯৭১-এ স্বাধীনতার পক্ষে যারা আন্দোলন করেছেন এবং মুক্তিযুদ্ধ করেছেন তাঁদেরকে পাকিস্তান সরকার ও জামাতীরা ভারতের দালাল বলতেন । সেই তখন থেকেই নাস্তিক ও ভারতীয় দালাল শব্দ এই দেশে প্রচলিতো । দুঃখ জনক হলেও সত্যি যে, আমার মনে হয় বাংলাদেশই পৃথিবীতে এক মাত্র দেশ যেখানে প্রায় অর্ধেক জনসংখ্যাই স্বাধীনতা বিরোধী । এই কথাটি পাকিস্তানের পত্রিকা গুলোতেও মাঝে মাঝে লিখতে দেখা যায় ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

নিষ্‌কর্মা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ১৯৭১ এর আগে পরের কথা এবং সেই সাথে আমাদের মানসিকতার একটা রূপরেখা অংকনের জন্য।

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

সত্যযুগের মানুষ বলেছেন: জামাতের বিরুদ্ধে কিছু বললে নাস্তিক, আর আওয়ামী লীগের বিপক্ষে কিছু বললে রাজাকার + ছাগু। যাবেন কোথায়?

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

নিষ্‌কর্মা বলেছেন:
সমস্যা হৈসে, জামাত-বিরোধীদের আমার দ্বেষ সম্পাদক ঢালাও ভাবে নাস্তিক বানাইয়া দিসে। সেই জন্য জামাত-শিবির চাঙ্গে উঠছে।

ভালো কথা ভাই, লক্ষ্য করলাম, এই পোস্টে কোন ছাগু হাগু করতে আসল না! ইউজুয়ালি আমার যে কোন পোস্টে কয়েকটা রেগুলার ছাগু আসে, ল্যাডাইতে আইসা বাড়ি খাইয়া পলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.