![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
পরিমল একটা ধর্ষণ করেছিল। তাও একা। ধরা পড়ার পরে ব্লগে সুশিল এবং জামাতিদের হুল্লোড় দেখেছি। নৈতিকতার বান ডেকেছিল যেন এই ব্লগে। পরিমলের চেয়েও কত খারাপ এই পান্না তা বলার অপেক্ষা রাখে না। এখানে দেখুন
সংবাদ সুত্র জানা গেল, এক মুসলমান শিক্ষক হেলাল ঊদ্দিন (পান্না) ১৫০-র অধিক ছাত্রীকে ধর্ষন করেছে। এ কাজ সে দীর্ঘদিন যাবত করে আসছে। সে কুষ্টিয়া বাড়াদি গ্রামের আদর্শ উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক। কুষ্টিয়া শহরের আড়পাড়ার নিজ বাসায় প্রাইভেট টিউশনিতে আসা স্কুল-কলেজের এসব ছাত্রীদের তিনি চার সহযোগী নিয়ে ধর্ষণ করতেন।
পরিমল যা পারেনি, সে তাও করেছেঃ ভিডিও করা আছে সবার সাথে সেই সব দৃশ্য। সেই সব ক্লিপ এখন বাজারে, প্রায় সবার হাতে হাতে।
পরিমল যা পারেনি, তাও সে করেছেঃ একাধিক বন্ধুদের শামিল করেছে।
সুশিলরা কি বলবে, তা আজানা নয়। তারা খুব ছোট্ট করে বলবে ধর্ষকের উপযুক্ত সাজা চাই। হিন্দু বলে ছাড়া পায় নি পরিমল। কিন্তু পান্না মুসলমান। আর মুসলমান মানে হেফাজতি-জামাতিদের চোখে পান্না মুমিন; ঈমানদার এবং সর্ব অর্থে তাদের দ্বীনি ভাই।
দেখি, এইবারে এই ঈমানদার, মুমিন ও মুসলমান ধর্ষক পান্নার ব্যাপারে জামাতি-হেফাজতিরা মুমিন-মুমিনারা কি বলে! এই লোককে কি হাটহাজারিতে নিয়ে, কোমর অবধি মাটিতে পুঁতে, পাথর মেরে হত্যা করা হবে?
বাঙলা মুল্লুকে ইসলামের স্বঘোষিত রক্ষক, হেফাজতি-জামাতিদের কাছে তাদেরই মুমিন ও দ্বীনি ভাই পান্নার ধর্ম পরিচয় বড়, না অপরাধি পরিচয় বড়?
যদি অপরাধি পরিচয় বড় হয়, তা হলে পরিমলের ধর্ম পরিচয় নিয়ে মাতামাতির সামান্য একটা কারণ কি উনারা কেউ বলতে পারবেন?
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২
নিষ্কর্মা বলেছেন: হেফাজতি-জামাতিদের এই প্রশ্নের জবাব ২নং কমেন্টে দেওয়া আছে।
২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০
খইকাঁটা বলেছেন: @ পথহারা সৈকত : হ্যাঁ দুজনেই নরকের কীট। লানত ওদের দুজনকেই। কিন্তু লেখকের দুঃখ সম্ভবত অন্য জায়গায়। ঐ সময় অর্থাৎ পরিমল যখন খুবই আলোচিত, তখন ব্লগে বা মিডিয়া ধর্ষক পরিমল আক্রান্ত হওয়ার চেয়ে হিন্দু পরিমল আক্রান্ত হয়েছে বেশী। আর তেমনটা তো আসলেই খারাপ ব্যাপার, তাই না। ভুল বলে ফেললে ক্ষমা করবেন।
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২
নিষ্কর্মা বলেছেন: আমার হয়ে জবাব দেবার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১
নিম গাছ বলেছেন: কষে একটা গালি দিতে পারতাম, দিলাম না। চোখে ঢুলি পড়ে থাকলে এমন পোষ্ট দেয়া যায়। ব্যাটা, পরিমল একটা ধর্ষণ করেছিল? সে কি তোর বাপ লাগে, ধর্ষণকারী অপরাধী সে যেই হোক। এখানে জামাতী হেফাজতী টানার মানে কি? উল্লুক কোথাকার।
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪
নিষ্কর্মা বলেছেন: পরিমলের সময় সুশীল আর জামাতিদের তাপে ব্লগে আসাই দায় ছিল। পরিমল একজন ধর্ষক, এই পরিচয়ের চেয়ে বড় করে দেখা হয়েছিল সে একজন হিন্দু।
জানা কথা, সুশীলরা বলবে যে ধর্ষকের সাজা চাই। এখন দেখি আমাদের মুমিন হেফাজতি আর জামাতি ভাইয়েরা কি বলে তাদেরই আরেক দ্বীন ও ঈমানী ভাই বিশিষ্ট মুমিন পান্না ভাইরে নিয়া।
অ-হিন্দু (অথবা মুসলমান) এই ধর্ষকের পক্ষে বা বিপক্ষে হেফাজতি-জামাতের মুমিন-মুমিনারা এই লেখা পর্যন্ত কোন পোস্ট করে নাই। তাজ্জব না? অনেকটা লোল্লামা শোফি লোলবাবার তেঁতুল ভিডু বাইরাবার পরে হেফাজই-জামাতি ঈমানদার ভাইদের লেখনি যেমন থমকে গিয়েছিল।
হেফাজতি-জামাতি উল্লুক-পাঁঠাদের লেখা তাই আশা করছি।
৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯
সৌমিক জামান বলেছেন: বাহ বাহ বাহ!! ভালোতো,ভালো না? যখন পরিমল বাবু আকাম করল,তখন কিছু না। পরিমল এর নুনুর মাথা কি কাটা ছিল দাদা? পথহারা সৈকত @ এই দাদা(ভাদা) রুপিতেই পায়।
ভারতে এক বাবা টার ৫ মেয়েকে টানা ২০ বছর ধর্ষণ করল, তখন কি মুরি খাইসিলা মামা? আমার পরিচিত একজন আছে, যাকে টার আপন বড় ভাই ধর্ষণ করসিল। কিন্তু এই হিন্দু, মুসলিম সবাই মানুষ। তাদের পরিচয় তারা ধর্ষক। আর যদি ধর্ষণের হিসেবে কে প্রথম,তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।হাতে নাতে অজস্র হিন্দু কাহিনী দেখিয়ে দিব।
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
নিষ্কর্মা বলেছেন: অপরাধিকে ধর্মের আবরনে নয়, অপরাধের মাত্রা বুঝে নিন্দা করুন। পরিমল যা করেছে, তার চেয়েও বড় পাপ করেছে এই পান্না। পরিমল একটা রেপ করেছিল, তার জন্য পুরো হিন্দু সমাজটাই হয়ে গেল ভ্রষ্ট-নষ্ট। পান্না রেপ করেছে ১৫০+। এর মানে তো পুরো বাঙলি মুসলমানই সমাজটাই তো হয়ে গেল ভ্রষ্ট-নষ্ট।
আপনি কি বলেন মিঃ সৌমিক জামান?
৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
আহলান বলেছেন: পরিমল কে নিয়ে মিডিয়া যা করেছে, পান্নাকে নিয়ে তার চেয়ে বেশী করছে না .... আমার দৃষ্টিতে। তবে এর মধ্যে ধর্মকে পার্থক্য হিসাবে দেখার কিছু নাই ... সব গুলোকেই ক্রস ফায়ারে দেয়া উচিথ বলে মনে করি
.
০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০
নিষ্কর্মা বলেছেন: পরিমলকে নিয়ে মিডিয়া যা করেছে, পান্নাকে নিয়ে তার শতাংশও করে নাই। এর কারন হল ধর্ম। যদি অপরাধী হিসাবে পরিমল ও পান্নার মিডিয়া ট্রায়াল হয়, তাতেও পরিমলের চেয়ে পান্না ১৫০ গুণ বেশি অপরাধী। এর পরেও বিশিষ্ট ঈমানদার, মুমিন ও দ্বীনি ভাই পান্নার কিছুই হবে না।
৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: পান্না মুসলমান না... আওয়ামিলীগ...
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬
নিষ্কর্মা বলেছেন: . . . ঠিক যেমন গুয়া-চাইদিরা মুসলমান না, জামাতি
:#>
৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩১
ফািহম িসিিদ্দকী বলেছেন: আসলেই নিষ্কর্মা
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
নিষ্কর্মা বলেছেন: আসলেই দাদা ঠিক বলেছেন। আম্লীগের বিরুদ্ধে বললে জামাতি, আর জামাতিদের বিরুদ্ধে বললে নাস্তিক। বাঙলার মানুষ যাবি কতি দাদা??
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪
পথহারা সৈকত বলেছেন: আপনার ধর্ষণানুভূতি কেমন হবে ? যদি আপনার বোন কে
০১. পরিমল ধর্ষণ করে ।
০২. পান্না ধর্ষণ করে ।
আপনার মতে পরিমলরা সাধুপুরুষ আর পান্নারা নমঃশুদ্র । আপনার কাছে পরিমলরা সাধুপুরুষ হলে ও আমার কাছে তারা উভই নরকের কীট....অন্ধকারের প্রানী......
[ বি:দ্র: দাদা.... পেমেন্ট রুপিতে না টাকায় পান ? ]