![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
ইতোমধ্যে সবাই জানেন যে নভেম্বর মাসের ১০, ১১ এবং ১২ তারিখে হরতাল হবে। ঘোষণা হয়ে গেছে। এরপরের কাহিনীও আগাচ্ছে অদ্ভুদ ভাবে। বিএনপি-র কিছু সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মজার কথা কি জানেন, ১৩ নভেম্বর, ২০১৩ তারিখে O-Level পরীক্ষা আছে।
এর আগে শোনা যাচ্ছিল হরতাল হবে ১১, ১২ আর ১৩ নভেম্বর তারিখে। সেই সাথে জামায়াত ১০ কিংবা ১৪ নভেম্বর তারিখে হরতাল দিতে পারে তাদের বিরুদ্ধে দেওয়া হাইকোর্টের "ফাইনাল" রায়ের প্রতিবাদ জানাতে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জামায়াত কোন হরতাল নাও দিতে পারে ১৩ নভেম্বর তারিখে।
যদি O-Level পরীক্ষার জন্য হরতালের এমন সিডিউল হতে পারে, তাহলে বিএনপির দেশব্যাপী লাখ লাখ নেতা-কর্মীদের সন্তানদের জন্য কেন হরতালের সামঞ্জস্যপূর্ণ সিডিউল দেওয়া যাবে না? জনগণের কথা না-হয় বাদই দিলাম এখন। কেননা বাঙলাদেশের প্রতিটি দলই জনগণের জন্য কাজ করে। সেজন্যই বিএনপি-র কর্মী বা সমর্থকদের প্রতি কি দলের হাই কমান্ডের একটু সুদৃষ্টির জন্য এই লেখা!
ব্যাপারটা কি বিএনপি-র সিনিয়র নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকগণ ভেবে দেখেছেন?
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
নিষ্কর্মা বলেছেন: আসলেই তো! এভাবে তো ভেবে দেখি নাই। তবে আপনাকে অনেক ধন্যবাদ অনিদ্রা অসুখটি ধরিয়ে দেবার জন্য।
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
প্রভাষ প্রদৌত বলেছেন: এখন হইল কলিকাল
গোলাপী দেয় হরতাল
নয় তো সে হরতাল
আসলে তা ভয়তাল ।
নেত্রী মোদের পাকিস্তানী
মাথায় তার শয়তানী ।
নেত্রী মোদের আপোষহীন
মানুষ মারে প্রতিদিন ।
নেত্রী মোদের এইটপাশ
করছে দেশের সর্বনাশ ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
প্রভাষ প্রদৌত বলেছেন: @টি-ভাইরাস , আপনার মত তো এইট পাশ নেত্রীর চামচামি করি না এই জন্য শান্তিতে রাত্রে ঘুমাতে পারি ।
এইসব ছাগল পাগলদের জন্যই আমাদের দেশের এই দুরবস্থা ......
পোস্টে সহমত ।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩১
দরোজা বলেছেন: কথাটা ভুল নাও হতে পারে...এর আগে জামাত নেতার মেয়ের বিয়ের জন্য হরতাল পেছানো হয়েছিলো...তাই আমরা হইলাম ছাগলের তিন নম্বর বাচ্চা...
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
নিষ্কর্মা বলেছেন: ঠিক বলেছেন। আমিও সেই প্রসঙ্গেই বলেছিলাম!
ধন্যবাদ আপনাকে।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:২৯
অন্ধকার ছায়াপথ বলেছেন: পরীক্ষার কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করে নেয়া উচিৎ।
পোস্টে সহমত...
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
নিষ্কর্মা বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১
টি-ভাইরাস বলেছেন: আপনার মত পণ্ডিতরা যখন ভাবছে ওরা ভেবে কি করবে ... আপনে এত মেধা নিয়ে ঘুমান কেমনে