![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
দেশে মাথায় বুদ্ধিওয়ালা লোকের সংখ্যা কম, তা আমি বিশ্বাস করি না। তাহলে কেন সাধারণ জনগণ দুইটি প্রধান রাজনৈতিক দল এবং তাদের কয়েকেটি মিত্র দলের ঘুটি হিসাবে ব্যবহৃত হবে? কেন দুই Battling Begums-এর কোন্দলের কারণে মানুষ পুড়বে এবং মরবে?
সংবিধান সংবিধান করেন, সেখানে তো দেশের মালিকানা আপনাদের দুই Battling Begums-দের তো দেওয়া হয় নাই। আমরা জনগণ আছি বলেই তো আপনারা ক্ষমতায় যান, সব চেটেপুটে খান, বা খেতে পারেন।
বোধহয় সময় এসেছে জেগে ওঠার। আসুন না, দুই Battling Begums-কে সরিয়ে দেবার জন্য আরেকটা শাহবাগ করি! আসুন না এই দুই Battling Begums-কে একযোগে না বলি।
কেউ কি এগিয়ে আসবেন?
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
নিষ্কর্মা বলেছেন: Battling Begums উপাধি দি ইকোনমিস্ট দিয়েছে!
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
মামুন রশিদ বলেছেন: Battling Begums - চুলোচুলিরত রমনীগন!