![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আমাদের দেশে যে সামরিক শাসক ছিলেন, তাকে বলা হয় স্বৈরাচার। তার বিরুদ্ধে সংগ্রাম চলেছে প্রায় নয় বছর। জনদাবী আদায়ের জন্য অকালে ঝরে গেছে শত শত প্রাণ। এই প্রাণহানির দায় পুরোটাই এরশাদের ঘাড়ে চাপানো হয়।
১৯৯৫-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে সারা দেশ উত্তাল। মাগুরা মডেল ইলেকশন করে বিম্পি কোন ঠাসা! পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কেউ না ডায়ালগ দিয়ে আপোষহীন নেত্রী অটল বসে থাকলেন। জনদাবী আদায়ের জন্য ঝরে গেল আবারো অনেক প্রাণ। এই প্রাণহানির দায় বর্তায় খালেদার উপরে।
কিসের থেকে কি হল, হুট করে নিজেদের দাবীর সাথে তঞ্চকতা করে তত্ত্বাবধায়ক সরকারের আইনটিকে আরো পরিমার্জন না করেই বাতিল করে দেওয়া হল। এরপরে বিরোধীদলকে উপেক্ষা করে হাসিনা একদলীয় সরকার, একদলীয় নির্বাচন এবং বোধকরি একদলীয় সংসদ গঠনের পথে এখন। কিন্তু তার সেই অগ্রযাত্রায় বাধা দিয়ে দেশে চলছে হরতাল এবং অবরোধের মত কর্মসূচী। ফলে ঝরে গেছে অর্ধশতাধিক প্রাণ।
এইবারে জনদাবী আদায়ে এই ঝরে যাওয়া প্রাণের দায় কার?
©somewhere in net ltd.