নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

সংবিধানের বাইরে যাওয়া যাবে না

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২



সংবিধানের বাইরে যাওয়া যাবে না। জনগণের অধিকার এই সংবিধানে রক্ষিত, আর আমি এবং আমার দলের পবিত্র দায়িত্ব এই সংবিধান রক্ষা করা। যে কোন উপায়েই হোক না কেন, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখব।



এই কথাগুলো এখন হাসিনা বললেও এর আগে আরেকবার খালেদাও বলেছিলেন। এবং সেই পরিণতির কথা আমাদের স্মরণে আছে।



হাসিনা কি তা ভুলে গেছেন? গোঁ-ধরে বসে থাকা সেই খালেদা থেকে আজকের এই প্রতিজ্ঞাবদ্ধ হাসিনা কি খুব আলাদা?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

মহাপাগল বলেছেন: এরা পরিণতির কথা ভাবে না। ভাবলে এমন করতো না। ভুল খুবই ভুল পথে পরিচালিত হচ্ছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

নিষ্‌কর্মা বলেছেন: সত্য কথা বলেছেন। পরিণতির কথা ভাবলে এরা এই সব করত না।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: কিছুই বলার নাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

নিষ্‌কর্মা বলেছেন: বলার কিছু থাকলে তো বলবেন ভাইয়া!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

এম আর ইকবাল বলেছেন:
সংবিধান তৈরী হয়েছে রাষ্ট্র ও
জনগনের কল্যাণের জন্য ।
যে সংবিধানে জনগণের কল্যান নেই
তা পাল্টে ফেলাই ভাল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

নিষ্‌কর্মা বলেছেন: সংবিধান সংশোধন করাটা দোষের কিছু না। জানেন হয় তো, গাধারাই এক্মাত্র প্রানী যারা পরিস্কার জল ঘোলা করে পান করে। আমাদের নেত্রীদ্বয় ঐ জাতীয় =p~ :-0 B:-/ :-P B:-) :-B :#) :D :P

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা ও খালেদা জানে না যে, সংবিধানে কত পাতা আছে; অবশ্য আপনিও জানে না, স্যরি!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

নিষ্‌কর্মা বলেছেন: আপনি জানলে বলুন না কেন? যেহেতু বলেন নাই, তাই ধরে নেওয়া যায় যে আপনিও জানেন না! :P B-)) :-B :-0 B:-/ ;) :D

আমার জানা মতে, একেক সংস্করনের পাতার সংখ্যা একেক রকমের। সর্বশেষ কিতাব হিসাবে প্রকাশিত সংবিধানের পৃষ্ঠা সংখ্যা কত ভাইজান??

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সেমিবস বলেছেন: এক বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী বলেছেন, রাজনীতিবিদদের প্রতি জনগণের ঘৃনা বাড়তেছে, আসলেই তাই

এই ২ নেত্রীর স্বৈরশাসন থেকে জনগন মুক্তি চায়।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

নিষ্‌কর্মা বলেছেন: এইটা সাধারণ মানুষেরও মনের কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.