![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
Link here. [ কিছুটা পরিমার্জিত ]
স্কুলপড়ুয়া মেয়ের সম্ভ্রম রক্ষায় কারো সহযোগিতা না পেয়ে সীমাহীন অসহায়ত্বের মাঝে যশোরে গত মাসে দিশাহারা এক মা কুপিয়ে হত্যা করেছেন লম্পট ব্যক্তিকে। খুলনায় হাসপাতালের লিফটম্যানকে হত্যার দায়ে আটক কিশোরী বলেছে তাকে দীর্ঘদিন উত্ত্যক্ত করার কথা।
প্রেমে ব্যর্থ হয়ে গত ২৪ মার্চ চট্টগ্রামের আগ্রাবাদে বখাটে যুবক আবু রায়হান নৃশংসভাবে হত্যা করেছে স্কুলছাত্রী সায়মা ও তার মা রেজিয়া খাতুনকে।
চাঁদপুরে এক কিশোরীর মুখে এসিড ছুড়ে মেরেছে বখাটেরা। যশোরের মণিরামপুরে গত রবিবার বাস থেকে নামিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
বখাটেদের উৎপাত সইতে না পেরে রাজধানীর জুরাইনে গত মঙ্গলবার আত্মহত্যা করেছে শোভা নামের এক কিশোরী। শোভার বাবা সোহরাব হোসেন ব্যাপারী ছয় বখাটের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। পুলিশ আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ২২ মার্চ রাঙামাটির কাউখালীতে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় এক ছাত্রলীগ নেতা। জনতার প্রতিরোধে তা ব্যর্থ হলেও এ ঘটনায় চরম নিরাপত্তাহীন ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, মেয়েটিকে এক বছর আগে তুলে নিয়ে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিলেন স্থানীয় কলমপতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাবউদ্দিন ও তাঁর সহযোগীরা। এরপর নানা সময় উত্ত্যক্ত করতেন তাঁরা। এক বছর পর ফের অপহরণের চেষ্টা চালান। মারমা পরিবারটির অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের কাছে বিচার চাইলেও এক বছরেও কোনো সুরাহা হয়নি। পরে কাউখালী থানায় অভিযোগ দায়ের করা হলে স্থানীয়ভাবে মীমাংসার জন্য রাজনৈতিক চাপ থাকায় পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি।
রংপুরের বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী গত মাসে ধর্ষণের শিকার হয়। এ নিয়ে পরিবারের সদস্যরা বিচার চাইতে গেলে উল্টো শিশুটিকে ‘নষ্টা’ অপবাদ দিয়ে মারধর করে তার মাকেসহ এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৮ মার্চ শনিবার শিশুটির এক খালা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন। এ ক্ষেত্রেও ঘটনার শিকার শিশুর অভিভাবকরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রভাবশালীরা ধর্ষকদের পক্ষ নিয়েছেন। তাই পুলিশও কিছু করছে না।
গত রবিবার রাতে যশোরে আকিজ জুট মিলের দুই কিশোরী শ্রমিক স্টাফ বাসে করে বাড়ি ফিরছিল। মণিরামপুরের কাশীপুর মান্দারতলা এলাকায় দুর্বৃত্তরা বাস আটকে দুই কিশোরীকে নামিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, স্থানীয়দের সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। হাফিজুর রহমান (২৮), জাহাঙ্গীর হোসেন (২৬) ও রিপন হোসেন (২৫) নামে তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে।
অহরহ এ ধরনের ঘটনার শিকার হচ্ছে কিশোরীরা। উপায়ান্তর না পেয়ে মানসিক ও শারীরিক পীড়নের শিকার কিশোরীদের অনেকেই বেছে নিচ্ছে আত্মহননের পথ। চরম নিরাপত্তাহীন আতঙ্কিত কিশোরীজীবনের অভিন্ন চিত্র সারা দেশেই। বখাটে ও দুর্বৃত্তদের কালো থাবার নিচে অসহায় কিশোরী পাচ্ছে না সামাজিক নিরাপত্তা, পুলিশের সহায়তা- কোনোটাই।
সাম্প্রতিক নানা ঘটনাচিত্র বিশ্লেষণ করে সমাজবিজ্ঞানীরা বলছেন, কিশোরী নির্যাতনের ঘটনা দেশে বেড়েই চলেছে। কিছু ঘটনায় গণমাধ্যম সোচ্চার হলে পুলিশ বখাটেদের বিরুদ্ধে সাময়িকভাবে তৎপরতা দেখায়। কয়েক দিনের ব্যবধানে ফের একই চিত্র ফিরে আসে। এসবের প্রতিকার না হলে অপরাধীদের তৎপরতা ভয়ংকর রূপ নেবে। সামাজিক অনুশাসন ও দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনা না থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে বলে মনে করেন তাঁরা।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫
ঢাকাবাসী বলেছেন: মুস্কিল হচ্ছে অপরাধীদের ওস্তাদ আর সহায়ক এসিসট্যান্ট হল পুলিশ।