নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

টিট ফর ট্যাট :D B-) ;) =p~ =p~ =p~ =p~

১৪ ই মে, ২০১৪ রাত ৮:৩৪





ইন্ডিয়ানরা বাঙলাদেশীদের নাম বিকৃত করে উচ্চারন করে। খুব সম্ভবত তারা বিকৃত উচ্চারণ করে স্যাডিস্টিক আনন্দ পায়!



আমাদের সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমানকে ইন্ডিয়ান দাদারা ছৈফুর রেহমান লিখত। ভুরি ভুরি উচ্চারণ ব্যতয় উদাহরণ হিসাবে দেখানো যাবে।



তাহলে ওদের উচ্চারনের নিয়মেই MODI-র উচ্চারন কি মড়ী হবে না?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের ঐরকম হেডমওয়ালা সাংবাদিক কই????


সবইতো পারলে ভিসার লাইগা কাইত হইয়া যায়!!!!

আত্মমর্যাদা লাগবে। দূরপ্রসারী ভিশন, মিশন থাকতে হবে। টক্কর দেবার অাত্মপ্রত্যায় থাকতে হবে।

আমাদের এরা যখন গলে যায়, বিনয়ে বা ভদ্রতায় কিংবা ..তখন তাদের চোখে মূকে হামবড়া ভাব দেখে মন চায় পাঞ্চ মারি!!!! কিন্তু যারা গলে যায়- তাদের চোখে কি লাগে না!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৪ ই মে, ২০১৪ রাত ৯:২৭

নিষ্‌কর্মা বলেছেন: ইন্ডিয়ায় যাবে, সেখানে ঐ সরকার শাড়ি কিনে দিবে, বিভিন্ন যায়গায় ঘোরাবে। এরপরে ফিরে এসে কিছুই লেখার সাহস বা ক্ষমতা থাকে না আমাদের সাংঘাতিকদের [ভুল উচ্চারণে বলে সাম্বাদিক বা সাংবাদিক]। সত্যকে সত্য বলার মত ধোনের নীচে কোন বিচি এদের কারোরই নাই। X(( X((

২| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: নড়েন মড়ী :#)

১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

নিষ্‌কর্মা বলেছেন: নরেন টরেন জানি না বস, মড়ি বলতে হবে, এইটাই বুঝি।

আরেকটা ব্যাপার বুঝি। বাঙলাদেশী ধুয়া তুলে যদি একটা ইন্ডিয়ানকেও এই দেশে পুশ ব্যাক করে মড়ির সরকার, তা হলে এ দেশ থেকে সব ইন্ডিয়ানকে বহিস্কার করতে হবে।

মনে রাখবেন, ইন্ডিয়ানদের জন্য পঞ্চম বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশের নাম বাঙলাদেশ!

৩| ১৫ ই মে, ২০১৪ রাত ২:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: তাহলে ওদের উচ্চারনের নিয়মেই MODI-র উচ্চারন কি মড়ী হবে না?

নিয়ম অনুযায়ী তাইত হবার কথা!!!

১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৭

নিষ্‌কর্মা বলেছেন: Tamilnadu-র বাংলা উচ্চারণ যদি তামিলনাড়ু হয়, তাহলে MODI-র উচ্চারণ বাংলায় কেন "মড়ি" হবে না??

সে জন্য আপনার সাথে আমি একমত!

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.