![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
মোস্তফা সারওয়ার ফারুকী
দাদাবাড়ির মাঝি নাদের আলী বলেছিলো “ট্রানজিট দে, দেখিস একদিন তিস্তা দিয়ে দিবো। জঙ্গী হটা, বানিজ্য ঘাটতি কমিয়ে দিবো।”
দাদা সব নিয়ে নিয়েছে। দেয়নি কিছু, আমাদেরও দেখা হয়নি কিছুই, ৪৩ বছর কেটে গেল। বাজার গেছে, আকাশ গেছে, পত্রিকার পাতাগুলো গেছে, চিন্তা গেছে, সিনেমা হলটা বাকী ছিলো, এবার সেটাও যাচ্ছে।
যে দেশের মন্ত্রীর একমাত্র এজেন্ডা মনে হয় ভারতের ছবি আমদানি (তাও আবার ভারতের সবচেয়ে অখাদ্য ছবিগুলো ), যে দেশের মন্ত্রী মনে করে বাংলাদেশের সিনেমার উন্নতির একমাত্র উপায় ভারতের ছবি আনা এবং আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ভারতীয় কোনো সংস্থাকে দেয়া, সে দেশের ভবিষ্যত চরম উজ্জ্বল।
এইরকম চিন্তাশীল মানুষ যদি দেশ চালায়, সে দেশের ভবিষ্যত উজ্জ্বল না হয়ে পারে না। আশা করি অন্যান্য দেশও (যাদের সিনেমার অবস্থা খারাপ) আমাদের দৃষ্টান্ত অনুসরণ করে চলচ্চিত্র বিপ্লব সাধন করবে।
বিঃদ্রঃ পাশে বসা ছোটো ভাই বললো “দুই দেশের ছবি না বিনিময় হওয়ার কথা”। আমি তাকে পুনরায় “নাদের আলী”র কবিতা পড়তে বললাম।
খুশী হয়ে ছোট্ট ভাই আমাকে “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জঙ্গী দমনের গুরুত্ব” বিষয়ে একটা বক্তৃতার রিপোর্ট ধরিয়ে দিয়ে বললো “দেশ চালাতে এইরকম প্রতিভাই আসলে দরকার”!
আমি বললাম “এইরকম একটা মন্ত্রী তুই ফুসলিয়ে নরেন্দ্র মোদীকে দিয়ে দে। আমরা বেঁচে যাই”!
[ ফেইসবুক থেকে ]
১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫২
নিষ্কর্মা বলেছেন: কথাগুলো সে সত্য বলেছে।
২| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:৪৫
কাজী মাসুক বলেছেন: সত্যই তো লিখল...তবে মোস্তফা সারওয়ার ফারুকী আবার জামাত শিবিরের লোক নয় তো?
১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫১
নিষ্কর্মা বলেছেন: এখন তেমন কিছু আবিস্কার হলে আশ্চর্য হব না!
৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: আমি বললাম “এইরকম একটা মন্ত্রী তুই ফুসলিয়ে নরেন্দ্র মোদীকে দিয়ে দে। আমরা বেঁচে যাই”!
১৮ ই মে, ২০১৪ রাত ১২:০২
নিষ্কর্মা বলেছেন:
৪| ১৮ ই মে, ২০১৪ সকাল ৯:৩৯
মামুন রশিদ বলেছেন: “এইরকম একটা মন্ত্রী তুই ফুসলিয়ে নরেন্দ্র মোদীকে দিয়ে দে। আমরা বেঁচে যাই”
চ্রম
২১ শে মে, ২০১৪ ভোর ৫:০৭
নিষ্কর্মা বলেছেন: প্রতিভা মড়ীকে না দিলেও হবে। আমাদের সবাই নিজের পশ্চাদ্দেশের বস্ত্র হরণ ঠেকাইবার উদ্দেশ্যে মড়ীকে ফোনের উপ্রে ফোন দিতাছে!!
৫| ২১ শে মে, ২০১৪ ভোর ৪:৫৬
মশিকুর বলেছেন:
সেটাই...
“এইরকম একটা মন্ত্রী তুই ফুসলিয়ে নরেন্দ্র মোদীকে দিয়ে দে। আমরা বেঁচে যাই!"
২১ শে মে, ২০১৪ ভোর ৫:০৮
নিষ্কর্মা বলেছেন: আমাদের প্রতিভা মড়ীর জন্য রফতানি না করিলেও চলিবে।
আমাদের নেতা নেত্রীগণ নিজেদের পশ্চাদ্দেশের বস্ত্র হরণ ঠেকাইবার উদ্দেশ্যে মড়ীকে ফোনের উপ্রে ফোন দিতাছে!!
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ রাত ৯:১৪
বাংলার নেতা বলেছেন: আসল দেশপ্রেমিক!