নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৭



সংবাদ সূত্র



ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম নৃশংসভাবে খুন হওয়ার পর আলোচনায় প্রাধান্য পাচ্ছে সদর আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য নিজাম হাজারীর সঙ্গে একরামের বিরোধের বিষয়টি। বলা হচ্ছে, নিজাম হাজারী ফেনীর রাজনীতিতে একমাত্র প্রতিদ্বন্দ্বী ভাবতেন একরামকে।



সম্প্রতি গণমাধ্যমে নিজাম হাজারীর বিরুদ্ধে সাজা কম খেটে জালিয়াতি করে জেল থেকে বেরিয়ে যাওয়ার যে সংবাদ প্রকাশ পেয়েছে, এর সঙ্গে একরামের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করে নিজাম হাজারী। এ বিষয়টি নিয়ে ভীষণ ক্ষুব্ধ হন নিজাম হাজারী। একরামকে সরাসরি দোষারোপ করেন তিনি।



একরামের ঘনিষ্ঠ আরেক সহকর্মী জানান, নিজাম হাজারী একরামকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেন। একরামের রাজনৈতিক সহকর্মী দুজন নেতা বলেন, ফেনীতে নিজাম হাজারী সব সময় তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করতেন একরামকে।



কিন্তু সব ছাপিয়ে আসামী করা হয়েছে অন্য কাউকে! এইটা কি নারায়নগঞ্জের সাত খুন থেকে আমাদের চোখ সরানোর ব্যবস্থা? না কি এমন একটা ধারণা দেওয়া যে আম্লীগে সব পীর-মাশায়েখদের অধিবাস, সাধু সন্ন্যাসীরাই কেবল আম্লীগের সদস্য পদ পায়!



ভোটারবিহীন নির্বাচনে ফেনীর সংসদ সদস্য নির্বাচিত হন নিজাম উদ্দিন হাজারী। এমপি হবার পরে উপজেলা নির্বাচনে একরামকে অসহযোগিতা করেন তিনি। শত বাধা-বিপত্তি পেরিয়ে শুধু নিজের রাজনৈতিক কৌশল দিয়ে একরাম জিতে আসেন উপজেলা চেয়ারম্যান হিসেবে।



নিজাম হাজারী ফেনীতে ঘাঁটি করে নেওয়ার পর এ পর্যন্ত একরামের সঙ্গে ছোট-বড় অসংখ্য বিরোধের সৃষ্টি হয়। ফেনীর কয়েকজন প্রবীণ নেতা বলেন, এত বড় একটি ঘটনা ঘটেছে ফেনীতে, কিন্তু প্রতিবাদের ভাষা নেই বললেই চলে।



আমাদের পর্যবেক্ষণঃ কাক সাধারণতঃ কাকের মাংস খায় না। এই নিয়ম অবশ্য মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আম্লীগের ক্ষেত্রে তো আরোই প্রযোজ্য নহে! X( X((

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
খুনিদের বাঁচানোর জন্য এত চেষ্টা করতেছেন!

২২ শে মে, ২০১৪ দুপুর ১:২২

নিষ্‌কর্মা বলেছেন: আপনে আম্লীগ হলে তাই মনে হবে। কিন্তু বিভিন্ন রিপোর্ট থেকে আমার কথারই সত্যতা পাওয়া যাচ্ছে! পড়ে দেখুন ঐসব রিপোর্টগুলো আরেক বার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.