নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

কামারুজজামানের সাজা দ্রুত বাস্তবায়ন করা হোক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

কামারুজ্জামান বলেছেন, আইসিটি রায় অনুযায়ী মৃত্যুদন্ড তাঁর পাওনা ছিল না। কেননা তিনি ১৯৭১ সালে কিছুই করেন নাই। তাঁকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে।



যারা ইতিহাসকে অস্বীকার করেছে, তাদের কাছে ১৯৭১ সালে তাদের নিজেদের ভূমিকা সঠিক। তারা গর্ব করে বলেছিল যে, ১৯৭১ সালের তারা ভুল করে নাই। কিন্তু সত্য হল এই যে তারা মুক্তিযুদ্ধের সময়ে এই কামারুজ্জামানরাই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করেছে। তারা বাঙলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে



রায়ে তার যে সাজা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা উচিৎ। তবে অবশ্যই তা হতে হবে আইনের ভেতরে এবং আইনী অনুশাসন মেনে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

হোসেন মালিক বলেছেন: সত্য হল এই যে তারা মুক্তিযুদ্ধের সময়ে এই কামারুজ্জামানরাই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করেছে।

কিভাবে পেলেন এই সত্য?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

নিষ্‌কর্মা বলেছেন: কাজ যে করে নাই, এইটাই তো আপনাদের কাছে সত্য। সেইটা প্রমাণ করুন আগে।

২| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১

হোসেন মালিক বলেছেন: বালছালের যুক্তি দেন কেন? অপরাধের অভিযোগকারীকেই প্রমান করতে হয় অপরাধের কথা।

তো বেশ তো, আপনার কথা যদি মানি, কাল্পনিক চার্জ করলাম আপনি আমার টাকা মেরে খাইছেন। এবার প্রমান করেন আপনি আমার টাকা চুরি করেন নাই।

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭

নিষ্‌কর্মা বলেছেন: "তারা মুক্তিযুদ্ধের সময়ে এই কামারুজ্জামানরাই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করেছে। তারা বাঙলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে।"

==>> এইটা ভুল প্রমাণ করুন।

৩| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১০

হোসেন মালিক বলেছেন: "তারা বাঙলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে।"----

এটা কোন ভুল কথা না। কাজেই ভুল প্রমানের প্রশ্নই আসে না। ভুল কথা হল কামারুজ্জাম খুন ধর্ষণের সাথে জড়িত ছিল -- এইটা ভুল কথা, এখন আপনাকে প্রমান করতে হবে যে এই ব্যক্তি অপরাধের সাথে যুক্ত ছিল।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২২

নিষ্‌কর্মা বলেছেন: সেইটা মনেহয় কেইসে প্রমাণ করা হয়েছে। শুধু তাইই না, তার বিরুদ্ধে খুনেরও প্রমাণ আছে। ধর্ষণ তো সে করেইছে, খুনও করেছে। খুন নিয়ে আপনার মাথা ব্যাথা নাই, ধর্ষণ নিয়ে এতো মাথা ব্যাথা কেন? খুনীদের চরিত্র কি সেই ১৯৭১ থেকেই পবিত্র, আপনার নেতাদের কল্যাণে?

৪| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১

হোসেন মালিক বলেছেন: খুন নিয়ে মাথাব্যাথা নাই কে বলল? খুন ধর্ষণ দুইটাই গুরুতর অপরাধ, কথা হইল তারা খুনি কিনা শিওর না হয়েই লাফালাফি শুরু করে দেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

নিষ্‌কর্মা বলেছেন: সে জন্যই তো বললাম যে ঐ লোক খুনী বা ধর্ষক, না তা প্রমাণ করেন! কেইসে এই ঐ লোক যে খুনী ও ধর্ষক -- এই দুইটাই প্রমাণিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.