নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

Miracle of Melbourne

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

আজকে (২৫ ফেবরু-আরি ২০১৫) নিউ এজ পত্রিকায় বাঙলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকার বিরুদ্ধে খেলার উপরে রিপোর্ট করতে গিয়ে লিখেছে যে বাঙলাদেশ দল খুব আশা করে আছে কোন অলৌকিক কিছু ঘটবে মেলবোরন ক্রিকেট মাঠে।

সাকিব এই মূহুর্তে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ভেতরে শ্রেষ্ঠ অল-রাউন্ডার। সেই সাথে আছে অনেক দেশের অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে তুলনীয় ৫ থেকে ৭ জন খেলোয়াড়। তারপরেও কেন বাঙলাদেশ ক্রিকেট দলকে কিছু একটা অলৌকিক ঘটনার উপরে?

এর অর্থ একটাই। আমাদের ক্রিকেটিয় সক্ষমতা আজও অর্জিত হয় নাই। আমরা আজও বিশ্ব মানের ক্রিকেট খেলা আয়ত্ব করে উঠতে পারি নাই। আমাদের সেই দম কিংবা আগ্রহ নাই। জাতি হিসাবে আমরা আজও মাথা উঁচু করে দাঁড়াতে শিখি নাই। আমাদের হীনমন্যতা আমাদের খেলার উপরে আছর করেছে।

বাঙলাদেশ ক্রিকেট দলে খেলতে নামে আর পুরো বাঙলাদেশ উৎকণ্ঠ থাকে কি ফল হয় তা জানার জন্য। কিছু পত্রিকা আর সাম্বাদিকের কৃত্রিমভাবে বাড়িয়ে বলার কারণে আমাদের ক্রিকেট দল ফানুসের মত ভাসে, মানুষও আশাবাদি হয়। সত্য রিপোর্ট করলে হয়ত এই অবস্থা আর হত না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

ভাঙ্গা হৃদয় বলেছেন: বিশ্বকাপে ফি্ল্ডিং এর দিক থেকে মনে হয় শুধু পাকিরা আমাদের থেকে খারাপ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

নিষ্‌কর্মা বলেছেন: না না, তা কেন হবে! পাকিদের সাথেই তো আমাদের প্রতিযোগিতা হয় কে বেশী খারাপ ফিল্ডিং করতে পারে =p~ B:-/ :-B :#) :D :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

ভাঙ্গা হৃদয় বলেছেন: কথা খারাপ বলেন নাই । আফগানিস্থানের যদি একটা দুইটা ভাল ব্যটসম্যান থাকত তাহলে জিতা আর লাগত না,

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

নিষ্‌কর্মা বলেছেন: তাহলে বোঝেন আমাদের অবস্থাটা।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

ঢাকাবাসী বলেছেন: ডাঙগুলি খেলাটা কি দেশে চালু আছে এখনো?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৯

নিষ্‌কর্মা বলেছেন: না বোধহয়! যারা ভাল ডাঙ্গুলি খেলত তারা বোধহয় এখন মেলবোরনে গেছে শ্রীলংকার সাথে খেলতে! =p~ :-B :#) :D B-) ;) B-)) :P :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:



মিরাকলটি ছিল ঝড়

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৫

নিষ্‌কর্মা বলেছেন: :#) :-B B-)) B:-/ |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.