নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

অনেক পুরাতন ছবি, ঘটনাক্রমে নতুন করে দেখা

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২২

অনেক কাল আগে; ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে যখন এই দেশের জনগণের প্রথম লাগাতার আন্দোলনের সাথে পরিচয় হয় এবং সেই সময়ে রাজনীতিকরা গোঁ-ধরে দেশকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে নিয়ে গিয়েছিলেন; সেই সময়ে বিদেশি ক্রেতারা প্রথম হেলিকপ্টারে নারায়নগঞ্জ যাওয়ার অভিজ্ঞতা লাভ করেন।



তবে সেই সময়ে সোশ্যাল মিডিয়া বলে কিছুই ছিল না। এমন কি সংবাদপত্রে আগের দিনের সংবাদ পরের দিনে ছাপানো হত স্থানের নাম এবং সেই তারিখ উল্লেখ করে। কোন পেপারই আজকের মত অন-লাইন সংবাদ ও ই-পেপার প্রকাশ করত না। এই সব আজকের দিনের কোন নবীন ব্লগার, কিংবা কোন হ্যাশট্যাগের বিপ্লবীরা বিশ্বাসই করতে পারবে না।









যে ছবিটি দিলাম, তা সেই সময়েরও একটি ছবি।



ভুলে যেন না যাই, দেশে চলছে যা তা রাজনৈতিক সমস্যা। কারো কারো কোন কিছু "দেখার" ভঙ্গি আলাদা হতেই পারে, তার মানে এই না যে আমরা সবাই অন্ধ!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.