নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

ভারতের সাথে গঙ্গা নদী দিয়ে নৌ-চলাচলের অধিকার চায় বাঙলাদেশ

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩

ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে নৌযোগাযোগ চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। নতুন এই নৌপথ চালু হলে নদীপথে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব বিষয় নিয়ে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের নয়াদিল্লিতে চার দেশের সচিব পর্যায়ে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে।

গত ২০ থেকে ২২ এপ্রিল নয়াদিল্লিতে প্রস্তাবিত নৌরুটের বিষয়ে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের তিনদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এতে নিজ দেশের স্বার্থ সংরক্ষণের জন্য উভয় পক্ষ নৌপ্রটোকল সংশোধনে সম্মত হয়েছে। এছাড়া এই বিষয়ে জয়েন্ট টেকনিক্যাল কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটির সুপারিশের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের নয়াদিল্লিতে দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এছাড়া চলতি বছরের মধ্যে এই নৌরুট চালু করা সম্ভব হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন।

এই অবস্থায় বাঙলাদেশ সরকারের চাওয়া হতে হবে যেন আমাদের নৌযানগুলো গঙ্গা নদী দিয়ে ঈশ্বরদী-কুষ্টিয়া থেকে সোজাসুজি পশ্চিমবঙ্গে যেতে পারে। এ জন্যে যত বাধা আছে, তা দূর করতে হবে। তা না হলে আমাদের দেশের ভেতর দিয়েও ভারতীয় নৌ-চলাচল বন্ধ রাখতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.