নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

পালিয়ে বেড়াচ্ছেন দুই সাংসদ

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩


সংবাদঃ পালিয়ে বেড়াচ্ছেন দুই সাংসদ
লিঙ্কঃ Click This Link

প্রথম আলোতে হুবহু এই লেখা ছাপা হবে না, এইটা আমার বিশ্বাস। এমন কি ছাপা যে হবে, তারও কোন নিশ্চয়তা নেই। তাই এখানে আমার জবাব দিয়ে দিলাম।

"স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সংসদের কোনো বিষয় হলে বা সংসদ ভবন এলাকার মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি লাগে। এ ছাড়া অধিবেশন চলাকালে কোনো সাংসদ গ্রেপ্তার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা স্পিকারকে অবহিত করে।"

তবে শর্ত থাকে যে (বর্তমান বিরোধীদল বাদে) বিরোধী দলের সংসদ সদস্যদের (শব্দদ্বয় বাংলাদেশের সংবিধান মোতাবেক, পশ্চিমবাংলার কোন অভিধান মোতাবেক নয়) গ্রেফতারে এমন কোন নজির আজ পর্যন্ত দেখা যায় নাই। পুলিশ তাদের যে কোন সময়ে ধরে ফেলে। শুধু সংসদ সদস্য সরকারী দলের হলেই ধরতে টালবাহানা করে পুলিশ। শোনা যায়, পুলিশই অনেক সময়ে তাদের এডভাইস দিয়ে গ্রেফতার এড়াতে সাহায্য করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.