নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

জিয়ার ক্ষমতা গ্রহন

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭


মূল লেখাঃ Click This Link

ইতিহাস লেখা হয় না, যা ঘটে তাইই ইতিহাস। ১৫ আগস্ট থেকে শুরু করে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত ছিল আমাদের দেশে জন্য সবচেয়ে জটিল সময়। সেই অন্ধকার কেটে দেশ বেরিয়ে এসেছে। শেখ সাহেবের মৃত্যুর পরে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহনের আগে পর্যন্ত যা ঘটেছে, তা কুচক্রী মহলের খেলা ছিল। না হলে মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রীকে তার অন্য সহযোগীসহ নির্মমভাবে হত্যা এবং পালটা অভ্যুত্থান, সবই ছিল এই দেশকে পিছিয়ে দেবার অপচেষ্টা।

লেখকের লেখায় আবারো সত্য ফুটে উঠেছে।

আজকে যে জাসদ আম্লিগের সহযোগী, ১৯৭৫ সালে তারাই আম্লিগ সরকারকে উৎখাতের মূল পরিকল্পনাকারী। তাহের সাহেব জিয়ার সাথে পেরে ওঠেন নাই, তাই জিয়াকে সামনে রেখেই উনাকে এগোতে হয়েছে। আর জিয়া পথে কোন কাঁটা রাখতে চান নাই। তাই ১৯৭৩ সালে জাতীয় নির্বাচনে জয়ী একটি বৈধ সরকারকে উতখাতে দায়ে তাহেরকে দন্ড দিয়েছেন।

খালেদ মোশারফ মারা গেছেন তার মা ও ভাইয়ের হঠকারীতায়। কিন্তু 'যারে দেখতে নারি তার চরন বাঁকা' বলে আজ সব দোষ জিয়াউর রহমানের।

নতুন প্রজন্ম পচাত্তরের এই ঘটনা জানে না, তাদের জানানোও হয় না। তারা জানে ইনু-আনোয়ার হোসেন-শাহজাহান খান গেল ৪৪ বছর আম্লিগের সেবাই করেছে শুধু, এক কেবলার দিকে মুখ ফিরিয়ে। আজ তারাই সবচেয়ে বড় আম্লিগার!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.