নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

দিবারাত্রির কাব্য

২২ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

১.

আমার জন্য একবারও কি বুকের ভিতর কাঁদেনা বুনো পাখির ঝাঁক

একবারও কি জ্যোত্‍স্না কোটে না মাথা

করোটি মাঝে কাটেনা আঁচড়

একটু তাপ একটু দহন

অনুশোচনা না থাক এক মুঠো সুখের স্মৃতি তো পেতেই পারে হৃদয়ের থাক;

আমার জন্য একটু হলেও কি জ্বলোনা ভেতরে

এক বসন্তে যে ভালোবেসে ছিলো

সে পাগল ছেলে

ভুলে গেলে কি করে, এতো সহজে ভুলে গেলে !



২.

হাতটা সরিয়ে নাও

যেখানে পারো না বুঝতে ভেতরের দহন

হাতটা সরিয়ে নাও

যেখানে পাশে থাকা মানে কাছে রাখা নয়

হাতটা সরিয়ে নাও

যেখানে ভালোবাসা পরবাসী

হাতটা সরিয়ে নাও

এখানেই থেমে থাক কিছুটা জনম |



৩.

তুমিই তো একটু বেশি ভালোবাসতে গিয়ে

আগুন জ্বাললে বারুদ ঠুকে

এখন তো আর মন কথা বলে না বলে শরীর,

কে জানতো এই একটু বেশি চাইতে গিয়ে ই

ভিসুভিয়াসের অগ্ন্যাত্‍পাতে সোনা না হয়ে কয়লা হবে ভালোবাসার শরীর |



৪.

এ আমার কেমন অসুখ যে বাঁধে না তার বাধনে বাঁধা পড়ি,

যে প্রেমে কানা কড়ি ও দাম নেই

তার পেছনেই ফাও সময় নষ্ট করি



৫.

তুমি দেখি ভালো ই আছো আমায় ভুলে

প্রিয়া থেকে কেমন করে এতোটা নিষ্ঠুর হলে !

তোমার জন্য জ্যোত্‍স্না তুলে আমায় দিলে গ্রহণ

ভালোবেসে পেলাম শুধুই দেখি দিবানিশি দহন !



৬.

থাকুক কিছু বেদনা এই জীবনের দেয়ালে

আমি দেয়াল লিখিনি লিখিনি ডায়েরী কোন কালে

কোন চিঠি যায়নি তোমার ঠিকানায়

কখনো বলিনি ভালোবাসি

তবু চেয়েছি ভালোবাসতেই বারে বারে |



৭.

অসম্ভব সুন্দর জ্যোত্স্না

বিশ্রী গরম

কোন টা নেবো ?

একটা ছেড়ে অন্য টা কি করে পাবো ?

চাইতে বলো না,

চাইতে বললে সব ফেলে তোমাকেই

চাবো |

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

এহসান সাবির বলেছেন: চমৎকার।

২| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪

মাক্স বলেছেন: সুন্দর!+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.