নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
রৌদ্দুর হতে চেয়েছিলাম
অনন্ত দুপুর
একটা ঘাসফড়িং অথবা মাছরাঙ্গা
বসন্ত বাতাসে উড়ে যাওয়া শ্বেত শুভ্র শিমুল
২.
থাকুক, কিছুটা দুপুর তোমার জন্য তোলা থাকুক
জ্বরের ঘোরে একলা দুপুর না হয় আবার সেই তোমার ছবি ই আঁকুক
থাকুক......
৩.
কাল ভেবে ছিলাম তোমার ওখানে যাবো
কিন্তু টেলিভিশন খুলতেই দেখি কাল হরতাল !
এভাবে আর কতো কাল লুকোচুরি খেলা,
আর কতো কাল এসব অজুহাতে পালিয়ে পালিয়ে বাঁচা
৪.
কবিতা আমার অষ্টাদশী প্রেমিকা
তাই বলে এই সুযোগে চুল পাকিয়ে পালিয়ে যাবে
এমন তুমি ভেবো না
৫.
আমায় ছেড়ে কতো দূরে যাবে
ঠিক দুপুরে তোমার ছাঁয়ার পাশে আমার ছাঁয়া পাবে,
আমায় ছেড়ে কতো দূরে যাবে.....
৬.
আমি কবিতাকে চুমু খেয়ে ছিলাম জ্বর গ্রস্থ ঠোঁটে
তাই সে থেমে গেছে পংক্তিতে.......
৭.
হারিয়েছি অনেক কিছুই তবে তাতে ক্ষোভ নেই,
তোমাকে হারিয়ে যেটা পেলাম এর মতো শোক নেই
৮.
হয়তো খুব ছোট কিছুর জন্য মারা যাবো
গোলাপের ঠোঁটে এক বার চুমু খাবো
তারপর চিরতরে পদানত হবো
২| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: রৌদ্দুর হতে চেয়েছিলাম
অনন্ত দুপুর
একটা ঘাসফড়িং অথবা মাছরাঙ্গা
বসন্ত বাতাসে উড়ে যাওয়া শ্বেত শুভ্র শিমুল
মনের কথা!!!!
++++++
৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮
শাওণ_পাগলা বলেছেন: ১,৫,৮ ভালো পাইলাম! প্লাস
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:২৪
মাক্স বলেছেন: হয়তো খুব ছোট কিছুর জন্য মারা যাবো
গোলাপের ঠোঁটে এক বার চুমু খাবো
তারপর চিরতরে পদানত হবো
১ম প্লাস!